ETV Bharat / international

War Situation in Israel: হামাসের রকেট হামলার প্রত্যাঘাত, ইজরায়েলি হানায় গাজায় মৃত 198 - ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর

বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়িই গাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দেশের সেনা আধিকারিকরা ৷

War Situation in Israel
হামাসের রকেট হামলার প্রত্যাঘাত ইজরায়েলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 4:08 PM IST

Updated : Oct 7, 2023, 8:50 PM IST

জেরুজালেম, 7 অক্টোবর: হামাসের পরপর রকেট হামলার পর সরকারিভাবে ইজরায়েলের তরফে আগেই ‘যুদ্ধ শুরু’ ঘোষণা করা হয়েছিল ৷ এবার ইজরায়েলের প্রত্যাঘাতে গাজায় মৃত্যুর সংখ্যাও সামনে এল ৷ প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ইজরায়েলি হানায় গাজা স্ট্রিপে ইতিমধ্যেই 198 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 1610 জন ৷ সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়িই গাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দেশের সেনা আধিকারিকরা ৷

ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় ফের সক্রিয় হয়ে উঠেছে হামাসবাহিনী ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 5000টি রকেট ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু'দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে । এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’’

  • Residential areas across the state of Israel have been under rocket barrage since early this morning.

    Armed Hamas terrorists are patrolling the streets and trying to slaughter innocent Israeli civilians who have barricades themselves into their homes.

    We are at war. pic.twitter.com/pXni3h8lSV

    — Israel ישראל 🇮🇱 (@Israel) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গণ-আন্দোলনে ব্যাকফুটে নেতানিয়াহু! বিচার বিভাগীয় সংস্কারে পিছু হটল ইজরায়েল সরকার

ইজরায়েলের গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে । গাজায় প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংখ্যা প্রকাশ না-করে বহু নাগরিকের আহত হওয়ার খবর দিয়েছে ৷ সেখানকার মসজিদে লাউড স্পিকারে নিহত জঙ্গিদের জন্য শোকপ্রার্থনা করা হয়েছে ৷ অন্যদিকে ইজরায়েলি সামরিক বাহিনী তেল আভিভ এবং জেরুজালেমে ক্রমাগত বিমান হামলার মোকাবিলা করেছে । সেনার তরফে জানানো হয়েছে, সেনাবাহিনী কমপক্ষে 7টি জায়গায় অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালিয়েছে ।

গাজায় হামাস গোষ্ঠীর জঙ্গিদের আক্রমণের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহুর এই মন্তব্য । প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাদের সঙ্গে ক্রমাগত গুলির লড়াই চলা হামাস জঙ্গিদের অনুপ্রবেশকারী শহরগুলিতে অভিযান চালানোর জন্য নির্দেশও দিয়েছেন । ইজরায়েলের জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, শনিবার সকালে হামাসের হামলায় অন্তত 22 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন ।

আরও পড়ুন: গাজায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

জেরুজালেম, 7 অক্টোবর: হামাসের পরপর রকেট হামলার পর সরকারিভাবে ইজরায়েলের তরফে আগেই ‘যুদ্ধ শুরু’ ঘোষণা করা হয়েছিল ৷ এবার ইজরায়েলের প্রত্যাঘাতে গাজায় মৃত্যুর সংখ্যাও সামনে এল ৷ প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ইজরায়েলি হানায় গাজা স্ট্রিপে ইতিমধ্যেই 198 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 1610 জন ৷ সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়িই গাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দেশের সেনা আধিকারিকরা ৷

ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় ফের সক্রিয় হয়ে উঠেছে হামাসবাহিনী ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 5000টি রকেট ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু'দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে । এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’’

  • Residential areas across the state of Israel have been under rocket barrage since early this morning.

    Armed Hamas terrorists are patrolling the streets and trying to slaughter innocent Israeli civilians who have barricades themselves into their homes.

    We are at war. pic.twitter.com/pXni3h8lSV

    — Israel ישראל 🇮🇱 (@Israel) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গণ-আন্দোলনে ব্যাকফুটে নেতানিয়াহু! বিচার বিভাগীয় সংস্কারে পিছু হটল ইজরায়েল সরকার

ইজরায়েলের গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে । গাজায় প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংখ্যা প্রকাশ না-করে বহু নাগরিকের আহত হওয়ার খবর দিয়েছে ৷ সেখানকার মসজিদে লাউড স্পিকারে নিহত জঙ্গিদের জন্য শোকপ্রার্থনা করা হয়েছে ৷ অন্যদিকে ইজরায়েলি সামরিক বাহিনী তেল আভিভ এবং জেরুজালেমে ক্রমাগত বিমান হামলার মোকাবিলা করেছে । সেনার তরফে জানানো হয়েছে, সেনাবাহিনী কমপক্ষে 7টি জায়গায় অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালিয়েছে ।

গাজায় হামাস গোষ্ঠীর জঙ্গিদের আক্রমণের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহুর এই মন্তব্য । প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাদের সঙ্গে ক্রমাগত গুলির লড়াই চলা হামাস জঙ্গিদের অনুপ্রবেশকারী শহরগুলিতে অভিযান চালানোর জন্য নির্দেশও দিয়েছেন । ইজরায়েলের জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, শনিবার সকালে হামাসের হামলায় অন্তত 22 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন ।

আরও পড়ুন: গাজায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

Last Updated : Oct 7, 2023, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.