ETV Bharat / international

Mukesh Ambani replaces Gautam Adani: হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ - গৌতম আদানি

আবারও বিশ্বের ধনীতম ভারতীয় (Richest Indian in the World) হিসেবে উঠে এলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ৷ পিছনে ফেলে দিলেন গৌতম আদানিকে (Mukesh Ambani replaces Gautam Adani) ৷

Mukesh Ambani replaces Gautam Adani as Richest Indian in the World after Hindenburg Research report controversy
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2023, 1:45 PM IST

Updated : Feb 1, 2023, 1:59 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) পেশ করা রিপোর্টের ধাক্কায় আসন টলে গেল শিল্পপতি গৌতম আদানির ! তাঁকে হটিয়ে ফের একবার বিশ্বের সবথেকে ধনী ভারতীয় (Richest Indian in the World) হিসাবে জায়গা করে নিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani replaces Gautam Adani) ৷ ফোর্বসের সংশ্লিষ্ট তালিকার হিসাব বলছে, এই মুহূর্তে মুকেশ আম্বানির ধন-সম্পদের পরিমাণ 8 হাজার 410 কোটি মার্কিন ডলার ৷ বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিনি রয়েছেন 9 নম্বরে ৷ অন্যদিকে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কমে হয়েছে 8 হাজার 390 কোটি মার্কিন ডলার ৷ বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান দশম ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে শিল্পপতি গৌতম আদানির উত্থান হয়েছে রকেট গতিতে ৷ হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার আগে পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এবং সবথেকে ধনী ভারতীয় নাগরিক ৷ প্রসঙ্গত, ফোর্বসের তরফ থেকে প্রতিবছর বিশ্বের ধনীতম ভারতীয়দের একটি তালিকা প্রকাশ করা হয় ৷ সেই তালিকায় একটা সময় শীর্ষে থাকতেন আজিম প্রেমজি, লক্ষ্মী মিত্তলরা ৷ কিন্তু, 2006 সালে ধনী ভারতীয়দের তালিকার শীর্ষে উঠে আসেন মুকেশ ৷ তার পরের দু'বছর আবার ধনীতম ভারতীয় হন লক্ষ্মী মিত্তল ৷ কিন্তু, 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত মুকেশ পৃথিবীর সবথেকে ধনী ভারতীয় হিসাবে নিজের স্থান অটল রেখেছিলেন ৷

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য দরাজ-দিল নির্মলা

তথ্য বলছে, 2021 সালে গৌতম আদানির সম্পত্তি প্রচুর বাড়ে ৷ আর তার জেরেই 2022 সালে বিশ্বের ধনীতম ভারতীয় এবং বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি হিসাবে উঠে আসেন গৌতম ৷ কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই নিজের পুরনো জায়গায় ফিরলেন মুকেশ ৷

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট বলছে, আদানি গোষ্ঠী তাঁদের বিভিন্ন সংস্থার দরদামে বিস্তর গরমিল করেছে ৷ তাদের বিরুদ্ধে তথ্যগোপন, তথ্যবিকৃতি ও সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ ৷ আর তার জেরেই গত সপ্তাহ থেকে আদানি গোষ্ঠীর শেয়ারের দামে প্রবল পতন শুরু হয়েছে ৷ যা বুধবারও অব্যাহত রয়েছে ৷ আর এই পতনের জেরেই গৌতম আদানিকে টপকে ফের একবার বিশ্বের ধনীতম ভারতীয় হলেন মুকেশ আম্বানি ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশের জেরে বুধবার সকাল থেকে সামগ্রিকভাবে শেয়ার বাজার চাঙ্গা ছিল ৷ কিন্তু, তাতে আদানি গোষ্ঠীর কপাল ফেরেনি ৷ বম্বে স্টক এক্সচেঞ্জে এদিন সামগ্রিকভাবে তাদের প্রতি শেয়ারের দাম 3.02 শতাংশ কমে হয়েছে 2 হাজার 880.20 টাকা ৷ শেষ পাঁচদিনে আদানিদের শেয়ারের দরের পতন হয়েছে 15 শতাংশ ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) পেশ করা রিপোর্টের ধাক্কায় আসন টলে গেল শিল্পপতি গৌতম আদানির ! তাঁকে হটিয়ে ফের একবার বিশ্বের সবথেকে ধনী ভারতীয় (Richest Indian in the World) হিসাবে জায়গা করে নিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani replaces Gautam Adani) ৷ ফোর্বসের সংশ্লিষ্ট তালিকার হিসাব বলছে, এই মুহূর্তে মুকেশ আম্বানির ধন-সম্পদের পরিমাণ 8 হাজার 410 কোটি মার্কিন ডলার ৷ বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিনি রয়েছেন 9 নম্বরে ৷ অন্যদিকে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কমে হয়েছে 8 হাজার 390 কোটি মার্কিন ডলার ৷ বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান দশম ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে শিল্পপতি গৌতম আদানির উত্থান হয়েছে রকেট গতিতে ৷ হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার আগে পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এবং সবথেকে ধনী ভারতীয় নাগরিক ৷ প্রসঙ্গত, ফোর্বসের তরফ থেকে প্রতিবছর বিশ্বের ধনীতম ভারতীয়দের একটি তালিকা প্রকাশ করা হয় ৷ সেই তালিকায় একটা সময় শীর্ষে থাকতেন আজিম প্রেমজি, লক্ষ্মী মিত্তলরা ৷ কিন্তু, 2006 সালে ধনী ভারতীয়দের তালিকার শীর্ষে উঠে আসেন মুকেশ ৷ তার পরের দু'বছর আবার ধনীতম ভারতীয় হন লক্ষ্মী মিত্তল ৷ কিন্তু, 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত মুকেশ পৃথিবীর সবথেকে ধনী ভারতীয় হিসাবে নিজের স্থান অটল রেখেছিলেন ৷

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য দরাজ-দিল নির্মলা

তথ্য বলছে, 2021 সালে গৌতম আদানির সম্পত্তি প্রচুর বাড়ে ৷ আর তার জেরেই 2022 সালে বিশ্বের ধনীতম ভারতীয় এবং বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি হিসাবে উঠে আসেন গৌতম ৷ কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই নিজের পুরনো জায়গায় ফিরলেন মুকেশ ৷

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট বলছে, আদানি গোষ্ঠী তাঁদের বিভিন্ন সংস্থার দরদামে বিস্তর গরমিল করেছে ৷ তাদের বিরুদ্ধে তথ্যগোপন, তথ্যবিকৃতি ও সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ ৷ আর তার জেরেই গত সপ্তাহ থেকে আদানি গোষ্ঠীর শেয়ারের দামে প্রবল পতন শুরু হয়েছে ৷ যা বুধবারও অব্যাহত রয়েছে ৷ আর এই পতনের জেরেই গৌতম আদানিকে টপকে ফের একবার বিশ্বের ধনীতম ভারতীয় হলেন মুকেশ আম্বানি ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশের জেরে বুধবার সকাল থেকে সামগ্রিকভাবে শেয়ার বাজার চাঙ্গা ছিল ৷ কিন্তু, তাতে আদানি গোষ্ঠীর কপাল ফেরেনি ৷ বম্বে স্টক এক্সচেঞ্জে এদিন সামগ্রিকভাবে তাদের প্রতি শেয়ারের দাম 3.02 শতাংশ কমে হয়েছে 2 হাজার 880.20 টাকা ৷ শেষ পাঁচদিনে আদানিদের শেয়ারের দরের পতন হয়েছে 15 শতাংশ ৷

Last Updated : Feb 1, 2023, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.