ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় জ্বালানি সংকট চরমে! সিরিয়া-ওয়েস্ট ব্যাঙ্কে হামলা ইজরায়েলের - Gaza War

ইজরায়েল হামাস যুদ্ধ দিনে দিনে আরও বাড়ছে ৷ গাজায় জ্বালানি শেষের পথে ৷ সদ্যোজাত শিশু থেকে গুরুতর জখম ব্যক্তিদের প্রাণ বাঁচাতে লড়ছেন চিকিৎসকরা ৷

ETV Bharat
ইজরায়েল ও হামাস যুদ্ধে বিধ্বস্ত গাজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 11:59 AM IST

জেরুজালেম, 23 অক্টোবর: আজ ইজরায়েল-হামাস যুদ্ধের 17তম দিন ৷ ইতিমধ্যে ইজরায়েল পালটা আক্রমণ হানতে শুরু করেছে ৷ হামাসদের নিকেশ করতে সিরিয়ার দু'টি বিমানবন্দর, ইজরায়েল অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের একটি মসজিদে হামলা চালিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী ৷

এদিকে গাজায় প্রবল জ্বালানি সংকট দেখা দিয়েছে ৷ হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ প্রায় নেই বললেই চলে ৷ এই অবস্থায় চিকিৎসকরা সদ্যোজাত-সহ নানা বয়সের রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷

প্যালেস্তাইন শরণার্থীদের সাহায্যার্থে গড়ে ওঠা রাষ্ট্রসংঘের ইউএনডব্লিউআরএ জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই গাজায় জ্বালানি ফুরিয়ে যাবে ৷ রবিবার একটি বিবৃতি এই সংগঠন জানায়, "জ্বালানি, বিদ্যুৎ ছাড়া জল সরবরাহ করা যাবে না ৷ আর জল না থাকলে হাসপাতাল, বেকারিগুলিতে কাজ করা সম্ভব নয় ৷ বহু বহু মানুষ ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষা করে আছেন ৷ তাদের কাছে সেসব জিনিস পৌঁছনোও সম্ভব হয়ে উঠবে না ৷ তাই জ্বালানি ছাড়া কোনও উপায়ে মানবিক সহায়তা করা যাবে না ৷"

এদিকে রবিবারই মিশরের রাফা সীমান্ত দিয়ে দ্বিতীয় দফায় 17টি ট্রাক বোঝাই ত্রাণসামগ্রী পৌঁছেছে গাজায় ৷ এর আগে শুক্রবার বিকেলে ইজরায়েল-হামাস যুদ্ধের পর প্রথম রাফা সীমান্তের দরজা খোলে ৷ প্রথম দফায় 20টি ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে বিধ্বস্ত গাজায় প্রবেশ করে ৷ তবে তা একেবারেই যথেষ্ট নয় বলে জানায় রাষ্ট্রসংঘ ৷

যুদ্ধ আরও ভয়াবহ আকার নিচ্ছে ৷ গত পাঁচটি যুদ্ধের মধ্যে এবারের যুদ্ধ সবচেয়ে ভয়ানক বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ৷ রবিবার প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে 4 হাজার 651 ৷ আহত হয়েছেন 14 হাজার 254 ৷ 7 অক্টোবর ভোরে হঠাৎ ইজরায়েলে আক্রমণ চালায় হামাস গোষ্ঠী ৷

এই হামলায় 1 হাজার 400 জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় 203 জনকে বন্দি করে রেখেছে হামাস ৷ যদিও সম্প্রতি 2 জন আমেরিকার নাগরিককে ছেড়ে দিয়েছে হামাস ৷

আরও পড়ুন: গাজায় হত আরও 50! পাঁচ হাসপাতালে বন্ধ চিকিৎসা পরিষেবা

জেরুজালেম, 23 অক্টোবর: আজ ইজরায়েল-হামাস যুদ্ধের 17তম দিন ৷ ইতিমধ্যে ইজরায়েল পালটা আক্রমণ হানতে শুরু করেছে ৷ হামাসদের নিকেশ করতে সিরিয়ার দু'টি বিমানবন্দর, ইজরায়েল অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের একটি মসজিদে হামলা চালিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী ৷

এদিকে গাজায় প্রবল জ্বালানি সংকট দেখা দিয়েছে ৷ হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ প্রায় নেই বললেই চলে ৷ এই অবস্থায় চিকিৎসকরা সদ্যোজাত-সহ নানা বয়সের রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷

প্যালেস্তাইন শরণার্থীদের সাহায্যার্থে গড়ে ওঠা রাষ্ট্রসংঘের ইউএনডব্লিউআরএ জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই গাজায় জ্বালানি ফুরিয়ে যাবে ৷ রবিবার একটি বিবৃতি এই সংগঠন জানায়, "জ্বালানি, বিদ্যুৎ ছাড়া জল সরবরাহ করা যাবে না ৷ আর জল না থাকলে হাসপাতাল, বেকারিগুলিতে কাজ করা সম্ভব নয় ৷ বহু বহু মানুষ ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষা করে আছেন ৷ তাদের কাছে সেসব জিনিস পৌঁছনোও সম্ভব হয়ে উঠবে না ৷ তাই জ্বালানি ছাড়া কোনও উপায়ে মানবিক সহায়তা করা যাবে না ৷"

এদিকে রবিবারই মিশরের রাফা সীমান্ত দিয়ে দ্বিতীয় দফায় 17টি ট্রাক বোঝাই ত্রাণসামগ্রী পৌঁছেছে গাজায় ৷ এর আগে শুক্রবার বিকেলে ইজরায়েল-হামাস যুদ্ধের পর প্রথম রাফা সীমান্তের দরজা খোলে ৷ প্রথম দফায় 20টি ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে বিধ্বস্ত গাজায় প্রবেশ করে ৷ তবে তা একেবারেই যথেষ্ট নয় বলে জানায় রাষ্ট্রসংঘ ৷

যুদ্ধ আরও ভয়াবহ আকার নিচ্ছে ৷ গত পাঁচটি যুদ্ধের মধ্যে এবারের যুদ্ধ সবচেয়ে ভয়ানক বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ৷ রবিবার প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে 4 হাজার 651 ৷ আহত হয়েছেন 14 হাজার 254 ৷ 7 অক্টোবর ভোরে হঠাৎ ইজরায়েলে আক্রমণ চালায় হামাস গোষ্ঠী ৷

এই হামলায় 1 হাজার 400 জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় 203 জনকে বন্দি করে রেখেছে হামাস ৷ যদিও সম্প্রতি 2 জন আমেরিকার নাগরিককে ছেড়ে দিয়েছে হামাস ৷

আরও পড়ুন: গাজায় হত আরও 50! পাঁচ হাসপাতালে বন্ধ চিকিৎসা পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.