ETV Bharat / international

Mexico Shooting: মেক্সিকোয় প্রকাশ্যে গুলি, মেয়র-সহ 18 জনের মৃত্যু

author img

By

Published : Oct 6, 2022, 9:52 AM IST

Updated : Oct 6, 2022, 10:53 AM IST

স্থানীয় সময় বুধবার বিকেলে বন্দুকবাজ গুয়েররেরোর সিটি হলে প্রকাশ্যে গুলি চালান ৷ এতে 18 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ তার মধ্যে আছেন শহরের মেয়রও (City mayor among 18 dead in deadly shooting) ৷

Mexico
ETV Bharat

মেক্সিকো, 6 অক্টোবর: একটি গুলি চালনার ঘটনায় কমপক্ষে 18 জন মারা গিয়েছেন এবং আরও তিনজন জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে ৷ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এটি পরিকল্পিত অপরাধ ৷ স্থানীয় সময় বুধবার বিকেলে গুয়েররেরোর সিটি হলে প্রকাশ্যে গুলি চলে ৷ এতে 18 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ তার মধ্যে আছেন স্থানীয় মেয়রও ৷ স্যান মিগুয়েলের টোটোলাপান শহরের এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (Mexico shooting killing more than dozens) ৷

মৃতদের মধ্যে একজনের বয়স 12 বছরের কম বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক জেকব মরালেজ ৷ ঘটনায় শোকজ্ঞাপন করেছেন স্থানীয় গভর্নর এভলিন সালগাদো । তিনি বলেন, "পৌরসভার প্রধান-সহ বাকিদের উপর হওয়া এই হামলার আমি তীব্র নিন্দা করি ।' স্প্যানিশ ভাষায় লেখা টুইটে তিনি আরও বলেন,"শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কাজ । সেই কাজে কোনওরকম ফাঁক পড়বে না ।" পাশাপাশি তিনি জানান, দোষীদের উফযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস

আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোতে এই ধরনের বন্দুকবাজের হামলা খুব নতুন ঘটনা নয়। আমেরিকার বিভিন্ন প্রদেশে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে । কখনও নিজের সহপাঠীদেরই গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে নাবালক পড়ুয়া । কখনও আবার আততায়ীর গুলিতে নিরীহ মানুষের রক্তে ভেসে গিয়েছে পানশালা। এবার এই ধরনের বর্বরোচিত ঘটনা দেখল মেক্সিকো ।

মেক্সিকো, 6 অক্টোবর: একটি গুলি চালনার ঘটনায় কমপক্ষে 18 জন মারা গিয়েছেন এবং আরও তিনজন জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে ৷ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এটি পরিকল্পিত অপরাধ ৷ স্থানীয় সময় বুধবার বিকেলে গুয়েররেরোর সিটি হলে প্রকাশ্যে গুলি চলে ৷ এতে 18 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ তার মধ্যে আছেন স্থানীয় মেয়রও ৷ স্যান মিগুয়েলের টোটোলাপান শহরের এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (Mexico shooting killing more than dozens) ৷

মৃতদের মধ্যে একজনের বয়স 12 বছরের কম বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক জেকব মরালেজ ৷ ঘটনায় শোকজ্ঞাপন করেছেন স্থানীয় গভর্নর এভলিন সালগাদো । তিনি বলেন, "পৌরসভার প্রধান-সহ বাকিদের উপর হওয়া এই হামলার আমি তীব্র নিন্দা করি ।' স্প্যানিশ ভাষায় লেখা টুইটে তিনি আরও বলেন,"শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কাজ । সেই কাজে কোনওরকম ফাঁক পড়বে না ।" পাশাপাশি তিনি জানান, দোষীদের উফযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস

আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোতে এই ধরনের বন্দুকবাজের হামলা খুব নতুন ঘটনা নয়। আমেরিকার বিভিন্ন প্রদেশে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে । কখনও নিজের সহপাঠীদেরই গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে নাবালক পড়ুয়া । কখনও আবার আততায়ীর গুলিতে নিরীহ মানুষের রক্তে ভেসে গিয়েছে পানশালা। এবার এই ধরনের বর্বরোচিত ঘটনা দেখল মেক্সিকো ।

Last Updated : Oct 6, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.