ETV Bharat / international

War Situation in Israel: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! মৃত অন্তত 300; পাশে থাকার বার্তা বাইডেনের - নতুন যুদ্ধ

Hamas Attacks Israel: প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মিনিট কুড়ির মধ্যে 5 হাজার রকেট ছোড়ে! এরপরই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। শনিবারের হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 300 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷

সৌঃ টুইটার
War Situation in Israel
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 8:10 AM IST

Updated : Oct 8, 2023, 9:17 AM IST

তেল আভিভ, 8 অক্টোবর: ইজরায়েল-হামাস সংঘাত আরও বাড়ল। আবারও আঘাত হানাল হামাস। প্রথমে হামলা চালায় হামাস। পালটা দেয় ইজরায়েল। এবার আবারও হামলা চালাল হামাস। সবমিলিয়ে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হল কমপক্ষে 300। এর আগে স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানে হামাসের রকেট । তারপর ইজরায়েলে অনুপ্রবেশ ৷ এরই পালটা দিল হামাস। ইজরায়েল কী করে এই পরিস্থিতির মোকাবিলা করে সেটাই এখন দেখার।

আচমকা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ইজরায়েলের আকাশ ৷ মাটিতে হাজার হাজার রকেট আছড়ে পড়তে শুরু করে ৷ ইজরায়েল এই হামলার জন্য প্রস্তুত ছিলেন না। মুহূর্তে ছড়ায় আতঙ্ক আর বিশৃঙ্খলা। এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 300 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ এরপরই জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার।

  • Today, I spoke with @IsraeliPM about the appalling Hamas terrorist attacks in Israel. I offered our support and reiterated my unwavering commitment to Israel’s security. @FLOTUS and I express our heartfelt condolences to the families who have lost loved ones.

    — President Biden (@POTUS) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনি শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয় ইজরায়েল সরকার। তারপর থেকেই ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা বাড়ছিল। এর মধ্যেই গতকাল আচমকা হামলা করে হামাস গোষ্ঠী ৷

হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'। ইজরায়েলের পালটা আক্রমণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে মুখ খুলেছে ভারত, আমেরিকার মতো দেশও। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্সে (টুইট) লেখেন, "ইজরায়েলে জঙ্গি হামলার খবরে অত্যন্ত মর্মাহত। নিরীহ হতাহত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে আছি।

  • Trigger warning: Hamas terrorists kidnapped an Israeli young woman earlier today.

    Hamas = Isis.

    Same ideology, different names.

    The footage coming out of southern Israel makes this absolutely clear. pic.twitter.com/DV1buYx2Br

    — Israel ישראל 🇮🇱 (@Israel) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক্সে (টুইট) লেখেন, "আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের কাছে স্পষ্ট করে দিয়েছি যে (ইজরায়েল) সরকার এবং ইজরায়েলের মানুষকে যাবতীয় সাহায্য করতে আমি তৈরি আছি ৷" তবে নতুন করে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন: হামাসের রকেট হামলার প্রত্যাঘাত, ইজরায়েলি হানায় গাজায় মৃত 198

তেল আভিভ, 8 অক্টোবর: ইজরায়েল-হামাস সংঘাত আরও বাড়ল। আবারও আঘাত হানাল হামাস। প্রথমে হামলা চালায় হামাস। পালটা দেয় ইজরায়েল। এবার আবারও হামলা চালাল হামাস। সবমিলিয়ে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হল কমপক্ষে 300। এর আগে স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানে হামাসের রকেট । তারপর ইজরায়েলে অনুপ্রবেশ ৷ এরই পালটা দিল হামাস। ইজরায়েল কী করে এই পরিস্থিতির মোকাবিলা করে সেটাই এখন দেখার।

আচমকা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ইজরায়েলের আকাশ ৷ মাটিতে হাজার হাজার রকেট আছড়ে পড়তে শুরু করে ৷ ইজরায়েল এই হামলার জন্য প্রস্তুত ছিলেন না। মুহূর্তে ছড়ায় আতঙ্ক আর বিশৃঙ্খলা। এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 300 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ এরপরই জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার।

  • Today, I spoke with @IsraeliPM about the appalling Hamas terrorist attacks in Israel. I offered our support and reiterated my unwavering commitment to Israel’s security. @FLOTUS and I express our heartfelt condolences to the families who have lost loved ones.

    — President Biden (@POTUS) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনি শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয় ইজরায়েল সরকার। তারপর থেকেই ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা বাড়ছিল। এর মধ্যেই গতকাল আচমকা হামলা করে হামাস গোষ্ঠী ৷

হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'। ইজরায়েলের পালটা আক্রমণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে মুখ খুলেছে ভারত, আমেরিকার মতো দেশও। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্সে (টুইট) লেখেন, "ইজরায়েলে জঙ্গি হামলার খবরে অত্যন্ত মর্মাহত। নিরীহ হতাহত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে আছি।

  • Trigger warning: Hamas terrorists kidnapped an Israeli young woman earlier today.

    Hamas = Isis.

    Same ideology, different names.

    The footage coming out of southern Israel makes this absolutely clear. pic.twitter.com/DV1buYx2Br

    — Israel ישראל 🇮🇱 (@Israel) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক্সে (টুইট) লেখেন, "আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের কাছে স্পষ্ট করে দিয়েছি যে (ইজরায়েল) সরকার এবং ইজরায়েলের মানুষকে যাবতীয় সাহায্য করতে আমি তৈরি আছি ৷" তবে নতুন করে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন: হামাসের রকেট হামলার প্রত্যাঘাত, ইজরায়েলি হানায় গাজায় মৃত 198

Last Updated : Oct 8, 2023, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.