ETV Bharat / international

Major Earthquakes of the World: 10টি বিধ্বংসী ভূমিকম্প, যা আজও ভোলেনি বিশ্ব - তুরস্কের ভূমিকম্প

তুরস্কের ভূমিকম্প (Turkey Earthquake Updates) ফের একবার টাটকা করে দিল অতীতের একাধিক ভয়াবহ স্মৃতি (Major Earthquakes of the World) ৷ তার মধ্যে 10টির খোঁজ দিচ্ছে ইটিভি ভারত ৷

lookback at 10 major earthquakes that rocked the world before Turkey Earthquake
ভূমিকম্পের স্মৃতিচারণ
author img

By

Published : Feb 6, 2023, 3:42 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: নতুন বছর পড়তে না পড়তে ভয়াবহ দুর্যোগ ৷ সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক (Turkey Earthquake Updates) এবং সিরিয়ার একাংশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত 600 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ এদিনের কম্পনের মাত্রা ছিল 7.8 ৷ যদিও এমন আঘাত প্রথম নয়, বিশ্বের ইতিহাসে আগেও অসংখ্য ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে (Major Earthquakes of the World) ৷ তেমনই 10টি বিধ্বংসী ভূ-কম্পনের স্মৃতিচারণ করল ইটিভি ভারত ৷

1. বল্ডিভিয়া, চিলি (1960)

ভূমিকম্পের মাত্রা ছিল 9.5 ! প্রাণ গিয়েছিল 1 হাজার 655 জনের ৷ আহত হয়েছিলেন 300 মানুষ ৷ ঘরহারা হয়েছিলেন 20 লক্ষ ! কম্পনের জেরে হাওয়াই, জাপান এবং ফিলিপিন্সেও মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷

2. প্রিন্স উইলিয়াম সাউন্ড, আলাস্কা (1964)

9.2 মাত্রার কম্পনের জেরে সমুদ্রে সুনামি আসে ৷ দুর্যোগের বলি হয় 128টি প্রাণ ৷ আলাস্কা ছাড়াও কানাডার বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয় ৷ তবে, সুনামির জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল হাওয়াইয়ের ৷

3. সুমাত্রা, ইন্দোনেশিয়া (2004)

এই দুর্যোগে মৃত্যু হয়েছিল 2 লক্ষ 27 হাজার 900 জনের ! দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার 14টি দেশের 17 লক্ষ মানুষকে তাঁদের ভিটেমাটি হারাতে হয়েছিল ৷ কম্পনের মাত্রা ছিল 9.1 ৷

আরও পড়ুন: ভূমিকম্পের বলি অন্তত 640, তুরস্ক-সিরিয়ায় হাহাকার !

4. সেন্দাই, জাপান (2011)

এই ভূমিকম্পে আনুমানিক 10 হাজার লোকের প্রাণ গিয়েছিল ৷ 9.0 মাত্রার এই কম্পনের জেরে একাধিক পরমাণু উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছিল ৷

5. কামচাটকা, রাশিয়া (1952)

কম্পনের মাত্রা ছিল 9.0 ৷ তবে, এই ঘটনায় কারও মত্যু হয়নি ৷ কিন্তু, সুনামির কারণে হাওয়াই দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

6. বায়ো-বায়ো, চিলি (2010)

8.8 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারাতে হয়েছিল 521 জনকে ৷ গৃহহীন হয়েছিলেন লক্ষাধিক মানুষ ৷

7. ইকুয়েডর (1906)

ভূমিকম্পের মাত্রা ছিল 8.8 ৷ ইকুয়াডোর এবং কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে, ঘটনায় মৃত্যুর সংখ্য়া নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ মৃতের সংখ্যা 500 থেকে 1 হাজার 500-এর মধ্যে বলে দাবি করা হয় ৷

8. ব়্যাট দ্বীপপুঞ্জ, আলাস্কা (1965)

কম্পনের মাত্রা 8.7 হলেও কাউকে প্রাণ হারাতে হয়নি ৷ কিন্তু, সুনামি ও বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

9. সুমাত্রা, ইন্দোনেশিয়া (2005)

8.6 মাত্রার কম্পনে প্রাণ হারান 1 হাজার 313 জন ৷ উপরন্তু, সুনামিতে আহত হন 400 জনেরও বেশি ৷

10. অসম ও তিব্বত (1950)

কম্পনের মাত্রা ছিল 8.6 ৷ শুধুমাত্র পূর্ব তিব্বতেই মৃত্যু হয়েছিল 780 জনের ৷ তিব্বত, ভারতের অসম এবং চিনের সংলগ্ন এলাকার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয় ৷

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: নতুন বছর পড়তে না পড়তে ভয়াবহ দুর্যোগ ৷ সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক (Turkey Earthquake Updates) এবং সিরিয়ার একাংশ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত 600 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ এদিনের কম্পনের মাত্রা ছিল 7.8 ৷ যদিও এমন আঘাত প্রথম নয়, বিশ্বের ইতিহাসে আগেও অসংখ্য ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে (Major Earthquakes of the World) ৷ তেমনই 10টি বিধ্বংসী ভূ-কম্পনের স্মৃতিচারণ করল ইটিভি ভারত ৷

1. বল্ডিভিয়া, চিলি (1960)

ভূমিকম্পের মাত্রা ছিল 9.5 ! প্রাণ গিয়েছিল 1 হাজার 655 জনের ৷ আহত হয়েছিলেন 300 মানুষ ৷ ঘরহারা হয়েছিলেন 20 লক্ষ ! কম্পনের জেরে হাওয়াই, জাপান এবং ফিলিপিন্সেও মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷

2. প্রিন্স উইলিয়াম সাউন্ড, আলাস্কা (1964)

9.2 মাত্রার কম্পনের জেরে সমুদ্রে সুনামি আসে ৷ দুর্যোগের বলি হয় 128টি প্রাণ ৷ আলাস্কা ছাড়াও কানাডার বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয় ৷ তবে, সুনামির জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল হাওয়াইয়ের ৷

3. সুমাত্রা, ইন্দোনেশিয়া (2004)

এই দুর্যোগে মৃত্যু হয়েছিল 2 লক্ষ 27 হাজার 900 জনের ! দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার 14টি দেশের 17 লক্ষ মানুষকে তাঁদের ভিটেমাটি হারাতে হয়েছিল ৷ কম্পনের মাত্রা ছিল 9.1 ৷

আরও পড়ুন: ভূমিকম্পের বলি অন্তত 640, তুরস্ক-সিরিয়ায় হাহাকার !

4. সেন্দাই, জাপান (2011)

এই ভূমিকম্পে আনুমানিক 10 হাজার লোকের প্রাণ গিয়েছিল ৷ 9.0 মাত্রার এই কম্পনের জেরে একাধিক পরমাণু উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছিল ৷

5. কামচাটকা, রাশিয়া (1952)

কম্পনের মাত্রা ছিল 9.0 ৷ তবে, এই ঘটনায় কারও মত্যু হয়নি ৷ কিন্তু, সুনামির কারণে হাওয়াই দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

6. বায়ো-বায়ো, চিলি (2010)

8.8 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারাতে হয়েছিল 521 জনকে ৷ গৃহহীন হয়েছিলেন লক্ষাধিক মানুষ ৷

7. ইকুয়েডর (1906)

ভূমিকম্পের মাত্রা ছিল 8.8 ৷ ইকুয়াডোর এবং কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে, ঘটনায় মৃত্যুর সংখ্য়া নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ মৃতের সংখ্যা 500 থেকে 1 হাজার 500-এর মধ্যে বলে দাবি করা হয় ৷

8. ব়্যাট দ্বীপপুঞ্জ, আলাস্কা (1965)

কম্পনের মাত্রা 8.7 হলেও কাউকে প্রাণ হারাতে হয়নি ৷ কিন্তু, সুনামি ও বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

9. সুমাত্রা, ইন্দোনেশিয়া (2005)

8.6 মাত্রার কম্পনে প্রাণ হারান 1 হাজার 313 জন ৷ উপরন্তু, সুনামিতে আহত হন 400 জনেরও বেশি ৷

10. অসম ও তিব্বত (1950)

কম্পনের মাত্রা ছিল 8.6 ৷ শুধুমাত্র পূর্ব তিব্বতেই মৃত্যু হয়েছিল 780 জনের ৷ তিব্বত, ভারতের অসম এবং চিনের সংলগ্ন এলাকার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.