ETV Bharat / international

Lankan Prez Rajapaksa Resigns: গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা, ই-মেলে পদত্যাগপত্র স্পিকার মাহিন্দাকে

author img

By

Published : Jul 15, 2022, 11:34 AM IST

Updated : Jul 15, 2022, 12:13 PM IST

উত্তাল শ্রীলঙ্কা ৷ চরম অর্থসংকটে দেশ ৷ শনিবারই বিদ্রোহীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে ৷ জ্বালিয়ে দেয় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়ি ৷ চাপের মুখে 13 জুলাই ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ৷ সেদিনই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন (Lankan Prez Rajapaksa Resigns) তিনি ৷

Gotabaya Rajapaksa in Singapore
সিঙ্গাপুরে গোতাবায়া রাজাপক্ষে

কলম্বো, 15 জুলাই: শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে ৷ শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণা করছেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের ফলে গত 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ সঙ্গে পালান স্ত্রী ও দুই দেহরক্ষী ৷ এরপর তাঁর সিঙ্গাপুর যাওয়ার কথাও শোনা গিয়েছিল ৷ বুধবার ইস্তফা দেওয়ার কথা জানিয়ে শেষমেশ দু'দিন পর শুক্রবার গদি ছাড়লেন গোতাবায়া (Parliament Speaker Mahinda Yapa Abeywardena announces of receiving resignation letter from President Gotabaya Rajapaksa) ৷

প্রাইভেট বিমানে সিঙ্গাপুর প্রবেশের ছাড়পত্র পেয়ে 73 বছর বয়সী রাজাপক্ষে পদত্যাগ করেন ৷ শুক্রবার সকালে স্পিকার ঘোষণা করেন প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁর পদত্যাগ নিশ্চিত করতে তাঁকে মেল করে চিঠি দিয়েছেন ৷ তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট রাজাপক্ষের পাঠানো পদত্যাগপত্র পেয়েছি ৷ প্রেসিডেন্ট ইস্তফা দিয়েছেন ৷ 14 জুলাই থেকে তা কার্যকর হয়েছে ৷" বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কা হাইকমিশনের মাধ্যমে তিনি রাজাপক্ষের ইস্তফাপত্রটি পান ৷ তাঁর মিডিয়া সচিব ইন্দুনীল আবেওয়ারদেনা বলেন, "ইমেল পেলেও সে বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘোষণা করতে চাননি স্পিকার ৷"

আরও পড়ুন: গন্তব্য সিঙ্গাপুর, মালেতে ব্যক্তিগত বিমানের অপেক্ষায় গোতাবায়া!

বিদ্রোহীরা শনিবার তাঁর বাড়ির দখল নিয়েছে ৷ প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়ি জ্বালিয়ে দিয়েছে ৷ বুধবারই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন, তার আগেই বেপাত্তা ৷ তাতে আরও উত্তাল হয়ে ওঠে দ্বীপরাষ্ট্র ৷ সূত্রে জানা গিয়েছে, তিনি ইতিমধ্যে সিঙ্গাপুরে চলে গিয়েছেন ৷

একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পিকার জানিয়েছেন, সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচন না-হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ আপাতত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ৷ তিনি জনসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আর্জি জানিয়েছেন ৷

আরও পড়ুন: জ্বলছে শ্রীলঙ্কা ! রাজাপক্ষে দেশ ছাড়তেই জারি জরুরি অবস্থা, কার্যনির্বাহী প্রেসিডেন্ট বিক্রমসিংহে

কলম্বো, 15 জুলাই: শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে ৷ শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণা করছেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা ৷ দেশজুড়ে প্রবল বিক্ষোভের ফলে গত 13 জুলাই শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া ৷ সঙ্গে পালান স্ত্রী ও দুই দেহরক্ষী ৷ এরপর তাঁর সিঙ্গাপুর যাওয়ার কথাও শোনা গিয়েছিল ৷ বুধবার ইস্তফা দেওয়ার কথা জানিয়ে শেষমেশ দু'দিন পর শুক্রবার গদি ছাড়লেন গোতাবায়া (Parliament Speaker Mahinda Yapa Abeywardena announces of receiving resignation letter from President Gotabaya Rajapaksa) ৷

প্রাইভেট বিমানে সিঙ্গাপুর প্রবেশের ছাড়পত্র পেয়ে 73 বছর বয়সী রাজাপক্ষে পদত্যাগ করেন ৷ শুক্রবার সকালে স্পিকার ঘোষণা করেন প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁর পদত্যাগ নিশ্চিত করতে তাঁকে মেল করে চিঠি দিয়েছেন ৷ তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট রাজাপক্ষের পাঠানো পদত্যাগপত্র পেয়েছি ৷ প্রেসিডেন্ট ইস্তফা দিয়েছেন ৷ 14 জুলাই থেকে তা কার্যকর হয়েছে ৷" বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কা হাইকমিশনের মাধ্যমে তিনি রাজাপক্ষের ইস্তফাপত্রটি পান ৷ তাঁর মিডিয়া সচিব ইন্দুনীল আবেওয়ারদেনা বলেন, "ইমেল পেলেও সে বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘোষণা করতে চাননি স্পিকার ৷"

আরও পড়ুন: গন্তব্য সিঙ্গাপুর, মালেতে ব্যক্তিগত বিমানের অপেক্ষায় গোতাবায়া!

বিদ্রোহীরা শনিবার তাঁর বাড়ির দখল নিয়েছে ৷ প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়ি জ্বালিয়ে দিয়েছে ৷ বুধবারই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন, তার আগেই বেপাত্তা ৷ তাতে আরও উত্তাল হয়ে ওঠে দ্বীপরাষ্ট্র ৷ সূত্রে জানা গিয়েছে, তিনি ইতিমধ্যে সিঙ্গাপুরে চলে গিয়েছেন ৷

একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পিকার জানিয়েছেন, সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচন না-হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ আপাতত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ৷ তিনি জনসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আর্জি জানিয়েছেন ৷

আরও পড়ুন: জ্বলছে শ্রীলঙ্কা ! রাজাপক্ষে দেশ ছাড়তেই জারি জরুরি অবস্থা, কার্যনির্বাহী প্রেসিডেন্ট বিক্রমসিংহে

Last Updated : Jul 15, 2022, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.