ETV Bharat / international

World Parkinson's Day 2023: পারকিনসন'স ডিজিসে আক্রান্ত হন বহু বিশিষ্ট

author img

By

Published : Apr 11, 2023, 6:39 PM IST

11 এপ্রিল পালিত হয় বিশ্ব পারকিনসন'স দিবস ৷ বিশ্বের বহু প্রখ্যাত ব্যক্তিত্ব এই রোগে আক্রান্ত হয়েছেন ৷ তেমনই কয়েকজনের কথা মনে করল ইটিভি ভারত ৷

know about Popular personalities who suffered from Parkinsons Disease on World Parkinsons Day 2023
ফাইল ছবি

হায়দরাবাদ, 11 এপ্রিল: সারাবিশ্বে 1 কোটিরও বেশি এমন মানুষ রয়েছেন, যাঁরা এক বিশেষ ধরনের মস্তিষ্কের অসুখে আক্রান্ত ৷ একে বলা হয় পারকিনসন'স ডিজিস ৷ এই অসুখের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি ৷ কিন্তু, এর সম্পর্কে বিস্তারিত তথ্য খুব কম মানুষই জানেন ৷ যেমন অনেকেই হয়তো জানেন না, বিশ্বের বহু নামী ব্যক্তিত্বও এই রোগে আক্রান্ত হয়েছেন ৷ বিশ্ব পারকিনসন'স দিবসে আমরা তেমনই কিছু মানুষের কথা জেনে নেব ৷

1) মহম্মদ আলি:

বক্সার মহম্মদ আলি শুধুমাত্র একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন না ৷ তিনি ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ৷ তিনিও আক্রান্ত হন মস্তিষ্কের এই জটিল অসুখে ৷ খেলা থেকে অবসর নেওয়ার মাত্র তিনবছর পর তাঁর শরীরে পারকিনসনসের উপস্থিতি ধরা পড়ে ৷ পরবর্তীতে এই অসুখ সংক্রান্ত গবেষণার কাজে জড়িয়ে পড়েন আলি ৷ গবেষণার জন্য যাতে অর্থের কোনও অভাব না হয়, তা নিশ্চিত করতে নিজেই উদ্যোগী হন তিনি ৷ সারা বিশ্বে এই অসুখ সম্পর্কে সচেতনতামূলক প্রচার কর্মসূচির ব্যবস্থা করেন ৷ আমেরিকার অ্য়ারিজোনায় তাঁর চেষ্টাতেই গড়ে ওঠে দ্য মহম্মদ আলি পারকিনসন সেন্টার ৷

2) রবিন উইলিয়ামস:

হলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা ছিলেন রবিন উইলিয়ামস ৷ সিরিয়াস চরিত্র থেকে পিটার প্য়ানের মতো রূপকথার নায়ক, কিংবা যেকোনও ব্যাঙ্গাত্মক চরিত্রে তাঁর অভিনয় দর্শক কোনও দিন ভুলবে না ৷ 2014 সালের অগাস্ট মাসে প্রয়াত হন এই গুণী মানুষটি ৷ তার ঠিক তিনমাস আগে জানা যায়, তিনি পারকিনসন'স ডিজিসে আক্রান্ত ৷

3) জর্জ এইচ ডাব্লিউ বুশ:

ভাসকিউলার পারকিনসনিজমে আক্রান্ত ছিলেন আমেরিকার প্রাক্তন ও প্রয়াত এই প্রেসিডেন্ট ৷ কিন্তু, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয়াল এই ব্যধির সঙ্গে সাফল্যের সঙ্গে লড়াই করে গিয়েছেন তিনি ৷ বস্তুত, আমেরিকার ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ওই দেশে যে ক'জন প্রেসিডেন্ট পদে বসেছেন, তাঁদের মধ্য়ে জর্জ এইচ ডাব্লিউ বুশই দীর্ঘতম জীবনযাপন করেছেন ৷ তাঁর মৃত্যু হয় 94 বছর বয়সে ৷

4) পোপ জন পল-2:

ভ্য়াটিক্য়ানের 400 বছরের ইতিহাসে পোপ জন পল-2 হলেন একমাত্র ব্যক্তি যিনি জন্মসূত্রে ইতালীয় না হয়েও পোপের পদে বসেছিলেন ৷ 2001 সালে পারকিনসনসে আক্রান্ত হন তিনিও ৷ তখন তাঁর বয়স 81 বছর ৷ যতদিন বেঁচে ছিলেন, মানবতা এবং মানবাধিকারের পক্ষে সওয়াল করেছেন পোপ জন পল-2 ৷ 2005 সালে প্রয়াত হন তিনি ৷

5) অ্য়ালান আলডা:

87 বছরের অ্য়ালান আলডা অত্যন্ত গুণী একজন মানুষ ৷ তিনি একাধারে অভিনেতা, পরিচালক, লেখক ৷ 2015 সালে পারকিনসনসে আক্রান্ত হন তিনি ৷ 2018 সালে নিজের অসুখের কথা প্রকাশ্যে আনেন অ্যালান ৷

6) নীল ডায়মন্ড:

প্রখ্য়াত সঙ্গীতশিল্পী ও গীতিকার, গ্র্য়ামি পুরস্কার বিজেতা নীল ডায়মন্ডও এই অসুখে আক্রান্ত হন ৷ যার জেরে 2018 সালে তাঁকে তাঁর সফর বাতিল করতে হয় ৷

7) স্যালভেডর ড্যালি:

স্য়ালভেডর ড্যালির বয়স যখন 76 বছর, তখন হঠাৎ করে তাঁর হাত তীব্রভাবে কাঁপতে শুরু করে ৷ প্রখ্য়াত এই চিত্রশিল্পী জানতে পারেন তিনি পারকিনসন'স ডিজিসে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন: আজ বিশ্ব পারকিনসন দিবস, স্নায়ুরোগের বিরুদ্ধে সমন্বয়ই হোক লড়াই

হায়দরাবাদ, 11 এপ্রিল: সারাবিশ্বে 1 কোটিরও বেশি এমন মানুষ রয়েছেন, যাঁরা এক বিশেষ ধরনের মস্তিষ্কের অসুখে আক্রান্ত ৷ একে বলা হয় পারকিনসন'স ডিজিস ৷ এই অসুখের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি ৷ কিন্তু, এর সম্পর্কে বিস্তারিত তথ্য খুব কম মানুষই জানেন ৷ যেমন অনেকেই হয়তো জানেন না, বিশ্বের বহু নামী ব্যক্তিত্বও এই রোগে আক্রান্ত হয়েছেন ৷ বিশ্ব পারকিনসন'স দিবসে আমরা তেমনই কিছু মানুষের কথা জেনে নেব ৷

1) মহম্মদ আলি:

বক্সার মহম্মদ আলি শুধুমাত্র একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন না ৷ তিনি ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ৷ তিনিও আক্রান্ত হন মস্তিষ্কের এই জটিল অসুখে ৷ খেলা থেকে অবসর নেওয়ার মাত্র তিনবছর পর তাঁর শরীরে পারকিনসনসের উপস্থিতি ধরা পড়ে ৷ পরবর্তীতে এই অসুখ সংক্রান্ত গবেষণার কাজে জড়িয়ে পড়েন আলি ৷ গবেষণার জন্য যাতে অর্থের কোনও অভাব না হয়, তা নিশ্চিত করতে নিজেই উদ্যোগী হন তিনি ৷ সারা বিশ্বে এই অসুখ সম্পর্কে সচেতনতামূলক প্রচার কর্মসূচির ব্যবস্থা করেন ৷ আমেরিকার অ্য়ারিজোনায় তাঁর চেষ্টাতেই গড়ে ওঠে দ্য মহম্মদ আলি পারকিনসন সেন্টার ৷

2) রবিন উইলিয়ামস:

হলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা ছিলেন রবিন উইলিয়ামস ৷ সিরিয়াস চরিত্র থেকে পিটার প্য়ানের মতো রূপকথার নায়ক, কিংবা যেকোনও ব্যাঙ্গাত্মক চরিত্রে তাঁর অভিনয় দর্শক কোনও দিন ভুলবে না ৷ 2014 সালের অগাস্ট মাসে প্রয়াত হন এই গুণী মানুষটি ৷ তার ঠিক তিনমাস আগে জানা যায়, তিনি পারকিনসন'স ডিজিসে আক্রান্ত ৷

3) জর্জ এইচ ডাব্লিউ বুশ:

ভাসকিউলার পারকিনসনিজমে আক্রান্ত ছিলেন আমেরিকার প্রাক্তন ও প্রয়াত এই প্রেসিডেন্ট ৷ কিন্তু, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয়াল এই ব্যধির সঙ্গে সাফল্যের সঙ্গে লড়াই করে গিয়েছেন তিনি ৷ বস্তুত, আমেরিকার ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ওই দেশে যে ক'জন প্রেসিডেন্ট পদে বসেছেন, তাঁদের মধ্য়ে জর্জ এইচ ডাব্লিউ বুশই দীর্ঘতম জীবনযাপন করেছেন ৷ তাঁর মৃত্যু হয় 94 বছর বয়সে ৷

4) পোপ জন পল-2:

ভ্য়াটিক্য়ানের 400 বছরের ইতিহাসে পোপ জন পল-2 হলেন একমাত্র ব্যক্তি যিনি জন্মসূত্রে ইতালীয় না হয়েও পোপের পদে বসেছিলেন ৷ 2001 সালে পারকিনসনসে আক্রান্ত হন তিনিও ৷ তখন তাঁর বয়স 81 বছর ৷ যতদিন বেঁচে ছিলেন, মানবতা এবং মানবাধিকারের পক্ষে সওয়াল করেছেন পোপ জন পল-2 ৷ 2005 সালে প্রয়াত হন তিনি ৷

5) অ্য়ালান আলডা:

87 বছরের অ্য়ালান আলডা অত্যন্ত গুণী একজন মানুষ ৷ তিনি একাধারে অভিনেতা, পরিচালক, লেখক ৷ 2015 সালে পারকিনসনসে আক্রান্ত হন তিনি ৷ 2018 সালে নিজের অসুখের কথা প্রকাশ্যে আনেন অ্যালান ৷

6) নীল ডায়মন্ড:

প্রখ্য়াত সঙ্গীতশিল্পী ও গীতিকার, গ্র্য়ামি পুরস্কার বিজেতা নীল ডায়মন্ডও এই অসুখে আক্রান্ত হন ৷ যার জেরে 2018 সালে তাঁকে তাঁর সফর বাতিল করতে হয় ৷

7) স্যালভেডর ড্যালি:

স্য়ালভেডর ড্যালির বয়স যখন 76 বছর, তখন হঠাৎ করে তাঁর হাত তীব্রভাবে কাঁপতে শুরু করে ৷ প্রখ্য়াত এই চিত্রশিল্পী জানতে পারেন তিনি পারকিনসন'স ডিজিসে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন: আজ বিশ্ব পারকিনসন দিবস, স্নায়ুরোগের বিরুদ্ধে সমন্বয়ই হোক লড়াই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.