লন্ডন, 10 সেপ্টেম্বর: রাজা তৃতীয় চার্লসকে (King Charles III) শনিবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সম্রাট (New British Monarch) ঘোষণা করা হল ৷ এদিন এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যা ঐতিহ্য ও রাজনীতির প্রতীক ৷ এবং এই প্রথমবার এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হল জাতীয় টেলিভিশনে ৷
আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সম্রাট ঘোষিত হওয়ার পর চার্লস বলেন, ব্রিটেনের সার্বভৌমত্ব অটুট রাখতে তাঁর উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত ৷ প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর পর যাঁরা ব্রিটিশ সিংহাসনের দাবিদার ছিলেন, সেই তালিকায় সকলের উপরে নাম ছিল চার্লসের ৷ হিসাব অনুসারে, রানির মৃত্যুর পরই তাই সিংহাসন, রাজমুকুট এবং রাজদণ্ড পেয়েছেন তিনি ৷ কিন্তু, রাজা ও সম্রাট হিসাবে তাঁকে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা একটি প্রাচীন ঐতিহ্য ৷ শনিবার প্রথা মেনে সেই রীতিই পালন করা হল ৷
আরও পড়ুন: "আমার ডার্লিং মামা",জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রয়াত মাকে স্মরণ রাজা তৃতীয় চার্লসের
উল্লেখ্য, 1952 সালে ব্রিটেনের সম্রাজ্ঞী হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তারপর থেকে টানা সাত দশক ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন তিনি ৷ তাই 70 বছর পর আবারও রাজ্য়াভিষেকের এই অনুষ্ঠানের সাক্ষী থাকল ব্রিটেন-সহ সারা দুনিয়া ৷ এদিন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন যোগদান পরিষদের সদস্যরা ৷ যোগদান পরিষদ গঠিত হয় দেশের প্রবীণ রাজনীতিক এবং আমলাদের নিয়ে ৷ যাঁরা বিভিন্ন সময় সম্রাটকে পরামর্শ দেন ৷ আনুষ্ঠানিকভাবে ক্ষমতার পালাবদলের আগেই একটি বৈঠক করেন যোগদান পরিষদের সদস্যরা ৷ এই বৈঠকেই চার্লসের উপাধি স্থির করা হয় ৷ যুবরাজ চার্লস থেকে তিনি হয়ে যান রাজা তৃতীয় চার্লস ৷ নিময় অনুসারে, এরপর দফায় দফায় একাধিক শপথগ্রহণ ও ঘোষণা করতে হবে চার্লসকে ৷
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অভ্য়াগতরা ছাড়াও রাজ পরিবারের তরফে উপস্থিত ছিলেন সম্রাটের স্ত্রী রানি ক্য়ামিলিয়া (Camilla, The Queen Consort) ৷ ছিলেন সম্রাটের বড় ছেলে যুবরাজ উইলিয়াম ৷ চার্লসের পরবর্তীকালে উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের অন্যতম দাবিদার ৷