ETV Bharat / international

Mikhail Gorbachev: মিস্টার ইন্ডিয়া, আপনার প্রশ্ন কী ? গর্বাচেভের দরবারে বাঙালি সাংবাদিকের সেই অবিস্মরণীয় মুহূর্ত

author img

By

Published : Aug 31, 2022, 10:56 AM IST

Updated : Aug 31, 2022, 12:20 PM IST

অলিম্পিক্সকে বয়কট মুক্ত করতে সূচনা হয়েছিল গুডউইল গেমসের ৷ একমাত্র ভারতীয় ক্রীড়া সাংবাদিক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন চিরঞ্জীব ওরফে চিত্ত বিশ্বাস ৷ তিনি সদ্যপ্রয়াত মিখাইল গর্বাচেভকে অনুরোধ জানিয়েছিলেন, অলিম্পিক্সকে বয়কট মুক্ত করা হোক ৷ প্রবীণ সাংবাদিক একান্ত সাক্ষাৎকার দিলেন ইটিভি ভারতের প্রতিনিধি সৌমি বিশ্বাসকে (ETV Bharat Interview on Mikhail Gorbachev) ৷

Etv Bharat
মিখাইল গর্বাচেভ

কলকাতা, 31 অগস্ট: সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা তথা প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ ৷ মঙ্গলবার মস্কোয় প্রয়াত হন 91 বছর বয়সী এই নেতা , জানিয়েছে ক্রেমলিন ৷ অলিম্পিক্স চালু হওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ 1986 সালে ইউএসএসআরে 'গুডউইল গেমস' হয় ৷ সে সময় অলিম্পিক বন্ধ হয়ে গিয়েছিল ৷ ভারত থেকে সেই গেমস কভার করতে সোভিয়েত গিয়েছিলেন একমাত্র ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীব ওরফে চিত্তরঞ্জন বিশ্বাস ৷ সেই সময়ের সোভিয়েত প্রেসিডেন্ট সহজে দেখা দিতেন না ৷ কিন্তু গর্বাচেভের মুখোমুখি হয়েছিলেন এই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ৷ তাঁকে প্রশ্ন করেছিলেন,"অলিম্পিক্স কি বন্ধ হয়ে যাবে ?" ৷ এ নিয়ে আজ ইটিভি ভারতের প্রতিনিধির কাছে স্মৃতিচারণ করলেন অশীতিপর এই সাংবাদিক (Octogenarian Indian Sports Journalist Chiranjeev recounts his memory of meeting Mikhail Gorbachev) ৷

1986 গুডউইল গেমস, সোভিয়েত রাশিয়া (Goodwill Games)

সালটা 1986 ৷ মস্কোতে প্রথম গুডউইল গেমস হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যুগ্ম ব্যবস্থাপনায় সেটা হয়েছিল ৷ ভারত থেকে একমাত্র আমন্ত্রিত হয়েছিলাম আমি ৷ কারণ 1984-তে আমেরিকার শিল্পপতি টেড টার্নারের (Ted Turner) সঙ্গে আমার আলাপ হয় লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Los Angeles Olympics 1984) ৷ তখনই তিনি আমায় বলেছিলেন, এমন কিছু একটা করতে হবে, যাতে অলিম্পিক্স বয়কট মুক্ত হয় ৷

USSR Last President Mikhail Gorbachev
সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

টেড টার্নার সারা পৃথিবী ঘুরে প্রত্য়েকটি দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলে মতামত আদায় করেন যে, অলিম্পিক্স হবে সকলের অংশগ্রহণের জন্য ৷ অলিম্পিক্সকে বয়কট মুক্ত করতেই মস্কোতে সূচনা 'গুডউইল গেমস'-এর ৷ টেড টার্নার (Ted Turner) আমায় মস্কো আসার জন্য আমন্ত্রণ জানান ৷ আমি মস্কো গেলাম ৷

সাধারণত রুশ প্রেসিডেন্ট কারও সঙ্গে কথা বলেন না ৷ সাংবাদিকদের দেখা দেন না ৷ সেবার (1986) একটা ব্যতিক্রমী ঘটনা ঘটল ৷ গুডউইল গেমসের জন্য ক্রেমলিনে বিভিন্ন দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই সব দেশ থেকে একজন করে সাংবাদিককে ডাকা হয় সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সঙ্গে দেখা করার জন্য ৷

আরও পড়ুন: প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ

ভারত থেকে একমাত্র আমি গিয়েছিলাম ৷ তাই আমারও ডাক পড়ল ৷ আমি ভাবিনি, আমার জীবনে এমন একটা সুযোগ আসবে যে আমি সোভিয়েত প্রেসিডেন্টের মুখোমুখি হতে পারব ৷ আমরা ক্রেমলিনে গেলাম এবং প্রোটোকল অনুযায়ী নিরাপত্তাজনিত সব পরীক্ষা হল ৷ এর আগেই আমার সঙ্গে আলাপ হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট উআন আন্তোনিও সামারাঞ্চের (Juan Antonio Samaranch) সঙ্গে ৷ তিনি মস্কো অলিম্পিক্সের পরেই আইওসির প্রেসিডেন্ট হন ৷ তাঁর সঙ্গে আমার নয়াদিল্লি, লস অ্যাঞ্জেলেস, বার্লিন এবং মস্কোতেও দেখা হয় ৷ তিনিও সেখানে আমায় দেখে উচ্ছ্বসিত হন ৷

প্রয়াত মিখাইল গর্বাচেভকে নিয়ে স্মৃতিচারণ প্রবীণ সাংবাদিক চিরঞ্জীব ওরফে চিত্ত বিশ্বাসের

এই প্রথম গর্বাচেভকে সামনাসামনি দেখলাম ৷ আমার মতোই তাঁর মাথাতেও চুল খুব কম ৷ খুব ফর্সা, কিন্তু কপালে একটা কালো দাগ ৷ যাকে আমরা জরুল বলে থাকি ৷ প্রশ্ন পর্ব তখনও শুরু হয়নি ৷ প্রেসিডেন্ট গর্বাচেভ আমার দিকে আঙুল দেখিয়ে রুশ ভাষায় জিজ্ঞেস করলেন, "মিস্টার ইন্ডিয়া, আপনার প্রশ্ন কী ?" ('What is your question Mr India ?') ৷ আরেকজন ইংরেজিতে তরজমা করে দিলেন ৷ আমি উঠে দাঁড়িয়ে একটাই কথা বললাম, "মিস্টার প্রেসিডেন্ট, এবার কি অলিম্পক্স বয়কট মুক্ত হবে ?" সেদিন রুশ ভাষায় তিনি কী বলেছিলেন, আজ তা স্পষ্ট মনে নেই । তবে এই 2022 সালেও মনে পড়ছে হাসিমুখে গর্বাচেভ বলছেন 'নিয়েত, নিয়েত' ৷ দোভাষী জানালেন প্রেসিডেন্ট বলছেন, অলিম্পিক্স বয়কট মুক্ত হবে ৷ পাশেই ছিলেন আইওসির প্রেসিডেন্ট ৷ দুই প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে বললেন, "অলিম্পিক্স বয়কট মুক্ত হবে ৷" তাঁর পাশেই ছিলে টেড টার্নার ৷ আমরা সবাই করতালি দিয়ে উঠলাম ৷ এটা আমার সাংবাদিক জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যা আমি কোনওদিন ভুলতে পারব না ৷ অনুষ্ঠানে সারাক্ষণই দেখলাম, তাঁর মুখে হাসি লেগে আছে ৷ যেন একটা বিরাট যুদ্ধ জয় করেছেন ৷ সেদিনই আশা করেছিলাম, পৃথিবীর শান্তি, মৈত্রীর গেমস এবার বয়কট মুক্ত হবেই ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

আজ সকালে মিখাইল গর্বাচেভের মৃত্যুর এই মর্মান্তিক খবর পেয়ে শোকাহত প্রবীণ সাংবাদিক চিরঞ্জীব ৷ তিনি বললেন,"সেই মানুষটি চলে গেলেন, যিনি সোভিয়েত ইউনিয়নের দ্বার খুলে দিয়েছিলেন পৃথিবীর কাছে ৷ যেখানে আর কোনও বাধা বিপত্তি থাকবে না ৷ পেরেস্ত্রোয়িকা তাঁর সৃষ্টি ৷" আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তাঁর মতো মানুষকে দরকার । রাশিয়ায় আজ কমিউনিস্ট শাসন নেই ৷ মনে হয়, মিখাইল গর্বাচেভ থাকলে হয়তো দেশটা অন্যরকম ভাবে চলত ৷ তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হতে দিতেন না ৷ তিনি শান্তিকামী মানুষ ছিলেন বলেই শান্তিতে নোবেল পেয়েছিলেন ৷ শান্তিকামী মানুষ বলেই তো তিনি অলিম্পিক্সকে বয়কট মুক্ত করেছিলেন । আমি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ বার বার মনে পড়ছে 'নো বয়কট'"৷

কলকাতা, 31 অগস্ট: সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা তথা প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ ৷ মঙ্গলবার মস্কোয় প্রয়াত হন 91 বছর বয়সী এই নেতা , জানিয়েছে ক্রেমলিন ৷ অলিম্পিক্স চালু হওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ 1986 সালে ইউএসএসআরে 'গুডউইল গেমস' হয় ৷ সে সময় অলিম্পিক বন্ধ হয়ে গিয়েছিল ৷ ভারত থেকে সেই গেমস কভার করতে সোভিয়েত গিয়েছিলেন একমাত্র ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীব ওরফে চিত্তরঞ্জন বিশ্বাস ৷ সেই সময়ের সোভিয়েত প্রেসিডেন্ট সহজে দেখা দিতেন না ৷ কিন্তু গর্বাচেভের মুখোমুখি হয়েছিলেন এই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ৷ তাঁকে প্রশ্ন করেছিলেন,"অলিম্পিক্স কি বন্ধ হয়ে যাবে ?" ৷ এ নিয়ে আজ ইটিভি ভারতের প্রতিনিধির কাছে স্মৃতিচারণ করলেন অশীতিপর এই সাংবাদিক (Octogenarian Indian Sports Journalist Chiranjeev recounts his memory of meeting Mikhail Gorbachev) ৷

1986 গুডউইল গেমস, সোভিয়েত রাশিয়া (Goodwill Games)

সালটা 1986 ৷ মস্কোতে প্রথম গুডউইল গেমস হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যুগ্ম ব্যবস্থাপনায় সেটা হয়েছিল ৷ ভারত থেকে একমাত্র আমন্ত্রিত হয়েছিলাম আমি ৷ কারণ 1984-তে আমেরিকার শিল্পপতি টেড টার্নারের (Ted Turner) সঙ্গে আমার আলাপ হয় লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে (Los Angeles Olympics 1984) ৷ তখনই তিনি আমায় বলেছিলেন, এমন কিছু একটা করতে হবে, যাতে অলিম্পিক্স বয়কট মুক্ত হয় ৷

USSR Last President Mikhail Gorbachev
সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

টেড টার্নার সারা পৃথিবী ঘুরে প্রত্য়েকটি দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলে মতামত আদায় করেন যে, অলিম্পিক্স হবে সকলের অংশগ্রহণের জন্য ৷ অলিম্পিক্সকে বয়কট মুক্ত করতেই মস্কোতে সূচনা 'গুডউইল গেমস'-এর ৷ টেড টার্নার (Ted Turner) আমায় মস্কো আসার জন্য আমন্ত্রণ জানান ৷ আমি মস্কো গেলাম ৷

সাধারণত রুশ প্রেসিডেন্ট কারও সঙ্গে কথা বলেন না ৷ সাংবাদিকদের দেখা দেন না ৷ সেবার (1986) একটা ব্যতিক্রমী ঘটনা ঘটল ৷ গুডউইল গেমসের জন্য ক্রেমলিনে বিভিন্ন দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই সব দেশ থেকে একজন করে সাংবাদিককে ডাকা হয় সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সঙ্গে দেখা করার জন্য ৷

আরও পড়ুন: প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ

ভারত থেকে একমাত্র আমি গিয়েছিলাম ৷ তাই আমারও ডাক পড়ল ৷ আমি ভাবিনি, আমার জীবনে এমন একটা সুযোগ আসবে যে আমি সোভিয়েত প্রেসিডেন্টের মুখোমুখি হতে পারব ৷ আমরা ক্রেমলিনে গেলাম এবং প্রোটোকল অনুযায়ী নিরাপত্তাজনিত সব পরীক্ষা হল ৷ এর আগেই আমার সঙ্গে আলাপ হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট উআন আন্তোনিও সামারাঞ্চের (Juan Antonio Samaranch) সঙ্গে ৷ তিনি মস্কো অলিম্পিক্সের পরেই আইওসির প্রেসিডেন্ট হন ৷ তাঁর সঙ্গে আমার নয়াদিল্লি, লস অ্যাঞ্জেলেস, বার্লিন এবং মস্কোতেও দেখা হয় ৷ তিনিও সেখানে আমায় দেখে উচ্ছ্বসিত হন ৷

প্রয়াত মিখাইল গর্বাচেভকে নিয়ে স্মৃতিচারণ প্রবীণ সাংবাদিক চিরঞ্জীব ওরফে চিত্ত বিশ্বাসের

এই প্রথম গর্বাচেভকে সামনাসামনি দেখলাম ৷ আমার মতোই তাঁর মাথাতেও চুল খুব কম ৷ খুব ফর্সা, কিন্তু কপালে একটা কালো দাগ ৷ যাকে আমরা জরুল বলে থাকি ৷ প্রশ্ন পর্ব তখনও শুরু হয়নি ৷ প্রেসিডেন্ট গর্বাচেভ আমার দিকে আঙুল দেখিয়ে রুশ ভাষায় জিজ্ঞেস করলেন, "মিস্টার ইন্ডিয়া, আপনার প্রশ্ন কী ?" ('What is your question Mr India ?') ৷ আরেকজন ইংরেজিতে তরজমা করে দিলেন ৷ আমি উঠে দাঁড়িয়ে একটাই কথা বললাম, "মিস্টার প্রেসিডেন্ট, এবার কি অলিম্পক্স বয়কট মুক্ত হবে ?" সেদিন রুশ ভাষায় তিনি কী বলেছিলেন, আজ তা স্পষ্ট মনে নেই । তবে এই 2022 সালেও মনে পড়ছে হাসিমুখে গর্বাচেভ বলছেন 'নিয়েত, নিয়েত' ৷ দোভাষী জানালেন প্রেসিডেন্ট বলছেন, অলিম্পিক্স বয়কট মুক্ত হবে ৷ পাশেই ছিলেন আইওসির প্রেসিডেন্ট ৷ দুই প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে বললেন, "অলিম্পিক্স বয়কট মুক্ত হবে ৷" তাঁর পাশেই ছিলে টেড টার্নার ৷ আমরা সবাই করতালি দিয়ে উঠলাম ৷ এটা আমার সাংবাদিক জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যা আমি কোনওদিন ভুলতে পারব না ৷ অনুষ্ঠানে সারাক্ষণই দেখলাম, তাঁর মুখে হাসি লেগে আছে ৷ যেন একটা বিরাট যুদ্ধ জয় করেছেন ৷ সেদিনই আশা করেছিলাম, পৃথিবীর শান্তি, মৈত্রীর গেমস এবার বয়কট মুক্ত হবেই ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

আজ সকালে মিখাইল গর্বাচেভের মৃত্যুর এই মর্মান্তিক খবর পেয়ে শোকাহত প্রবীণ সাংবাদিক চিরঞ্জীব ৷ তিনি বললেন,"সেই মানুষটি চলে গেলেন, যিনি সোভিয়েত ইউনিয়নের দ্বার খুলে দিয়েছিলেন পৃথিবীর কাছে ৷ যেখানে আর কোনও বাধা বিপত্তি থাকবে না ৷ পেরেস্ত্রোয়িকা তাঁর সৃষ্টি ৷" আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তাঁর মতো মানুষকে দরকার । রাশিয়ায় আজ কমিউনিস্ট শাসন নেই ৷ মনে হয়, মিখাইল গর্বাচেভ থাকলে হয়তো দেশটা অন্যরকম ভাবে চলত ৷ তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হতে দিতেন না ৷ তিনি শান্তিকামী মানুষ ছিলেন বলেই শান্তিতে নোবেল পেয়েছিলেন ৷ শান্তিকামী মানুষ বলেই তো তিনি অলিম্পিক্সকে বয়কট মুক্ত করেছিলেন । আমি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ বার বার মনে পড়ছে 'নো বয়কট'"৷

Last Updated : Aug 31, 2022, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.