ETV Bharat / international

Russian Missile on Poland: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে 'রাশিয়ার মিসাইল আক্রমণ', জরুরি বৈঠকে বাইডেন - রাশিয়া

সম্প্রতি খারসন ছেড়ে চলে গিয়েছে রাশিয়া ৷ তারপর হঠাৎ গতকাল রাতে পোল্যান্ডের পূর্বপ্রান্তে 'মিসাইল ছোড়ে' পুতিন সরকার ৷ এতে দু'জন মারা গিয়েছেন (2 people died over Russian Missile Attack) ৷

Russian Missile Attack
ETV Bharat
author img

By

Published : Nov 16, 2022, 8:06 AM IST

Updated : Nov 16, 2022, 8:54 AM IST

নুসা ডুয়া (ইন্দোনেশিয়া), 16 নভেম্বর: জরুরি বৈঠক ডাকলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এখন জি-20 গোষ্ঠীর সম্মেলন চলছে ইন্দোনেশিয়ায় ৷ এর মধ্যে পোল্যান্ডের দাবি রাশিয়া তাদের দেশে মিসাইল হামলা চালিয়েছে ৷ দেশের পূর্বপ্রান্তে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইলের আঘাতে দু'জন প্রাণ হারিয়েছেন ৷ জানা গিয়েছে, এই মিসাইল রাশিয়ায় তৈরি ৷ সারারাত মিসাইল বিস্ফোরণের খবরে জেগেই কাটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ রাশিয়ার এই আক্রমণ নিয়ে বুধবার ভোরে তিনি জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বৈঠকে ডাকলেন ৷ পাশাপাশি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির আলাদা বৈঠকও হবে বলে জানা গিয়েছে (American President Joe Biden calls emergency meeting over Russia missile attack on Poland) ৷

প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) জি-20 সম্মেলন থেকে বলেন, "একের পর এক মিসাইল ছোড়া হয়েছে পশ্চিম ইউক্রেনে ৷ আমরা এখনও ইউক্রেনে পাশে আছি, যেমনটা শুরুতে ছিলাম ৷ তাদের বাঁচাতে যা করা দরকার, করব ৷"

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয় চলতি বছরের 24 ফেব্রুয়ারি ৷ তারপর এই প্রথম ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনও দেশে মিসাইল ছুড়ল রাশিয়া ৷ পোল্যান্ডের বিদেশমন্ত্রী ওই মিসাইলগুলিকে রাশিয়ায় তৈরি বলে জানিয়েছেন ৷ তবে এই মিসাইল রাশিয়া থেকেই ছোড়া হয়েছে কি না, সে নিয়ে যথেষ্ট সতর্ক প্রেসিডেন্ট আনদ্রেজজ় দুডা (President Andrzej Duda) ৷ তিনি জানান, সরকারি ভাবে নিশ্চিত নয় এই মিসাইলগুলি কারা ছুড়েছে অথবা কোথায় তৈরি ৷ তাঁর মতে, 'খুব সম্ভবত' রাশিয়ার মিসাইল ৷ কিন্তু তা খতিয়ে দেখতে হবে ৷

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতের পরিণতি লক্ষ্য করছি, মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি ন্যাটোর সেক্রেটারি-জেনারেল জেন্স স্টোলটেনবার্গও (Jens Stoltenberg) জরুরি বৈঠক ডেকেছেন ৷ ইউক্রেনের পশ্চিমে এই হামলা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদও (UN Security Council) বুধবার বৈঠকের পরিকল্পনা করছে ৷ এই ঘটনার বিবৃতিতে এখনও পর্যন্ত পোল্যান্ড এবং ন্যাটো- কেউই সরাসরি রাশিয়ার উল্লেখ করেনি ৷ ন্যাটো এই ঘটনাকে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে উল্লেখ করেছে ৷ কারণ রাশিয়া যদি পোল্যান্ডকে ইচ্ছাকৃত আক্রমণ করেও থাকে, তাহলে এর জন্য 30টি দেশের ঝুঁকি আরও বাড়বে ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে দেশগুলি এমনিতেই জেরবার ৷

পোল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন-সীমান্তে একটি গ্রামে শস্যের ক্ষেতে এই মিসাইলগুলি আছড়ে পড়ে ৷ সরকারি সূত্রে খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার কথা অস্বীকার করেছে ৷ পোল্যান্ডের বিদেশ মন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে সমন পাঠিয়েছে এবং 'এখুনি এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা' চেয়েছে ৷

এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine Prez Zelenskyy) ৷ তিনি পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলেছেন ৷ এই ঘটনায় রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, "ইউক্রেন, পোল্যান্ড, সমগ্র ইউরোপ এবং বিশ্বকে রাশিয়ার মতো জঙ্গি দেশের হাত থেকে সুরক্ষিত রাখতে হবে ৷"

আরও পড়ুন: রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর

নুসা ডুয়া (ইন্দোনেশিয়া), 16 নভেম্বর: জরুরি বৈঠক ডাকলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এখন জি-20 গোষ্ঠীর সম্মেলন চলছে ইন্দোনেশিয়ায় ৷ এর মধ্যে পোল্যান্ডের দাবি রাশিয়া তাদের দেশে মিসাইল হামলা চালিয়েছে ৷ দেশের পূর্বপ্রান্তে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইলের আঘাতে দু'জন প্রাণ হারিয়েছেন ৷ জানা গিয়েছে, এই মিসাইল রাশিয়ায় তৈরি ৷ সারারাত মিসাইল বিস্ফোরণের খবরে জেগেই কাটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ রাশিয়ার এই আক্রমণ নিয়ে বুধবার ভোরে তিনি জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বৈঠকে ডাকলেন ৷ পাশাপাশি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির আলাদা বৈঠকও হবে বলে জানা গিয়েছে (American President Joe Biden calls emergency meeting over Russia missile attack on Poland) ৷

প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) জি-20 সম্মেলন থেকে বলেন, "একের পর এক মিসাইল ছোড়া হয়েছে পশ্চিম ইউক্রেনে ৷ আমরা এখনও ইউক্রেনে পাশে আছি, যেমনটা শুরুতে ছিলাম ৷ তাদের বাঁচাতে যা করা দরকার, করব ৷"

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয় চলতি বছরের 24 ফেব্রুয়ারি ৷ তারপর এই প্রথম ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনও দেশে মিসাইল ছুড়ল রাশিয়া ৷ পোল্যান্ডের বিদেশমন্ত্রী ওই মিসাইলগুলিকে রাশিয়ায় তৈরি বলে জানিয়েছেন ৷ তবে এই মিসাইল রাশিয়া থেকেই ছোড়া হয়েছে কি না, সে নিয়ে যথেষ্ট সতর্ক প্রেসিডেন্ট আনদ্রেজজ় দুডা (President Andrzej Duda) ৷ তিনি জানান, সরকারি ভাবে নিশ্চিত নয় এই মিসাইলগুলি কারা ছুড়েছে অথবা কোথায় তৈরি ৷ তাঁর মতে, 'খুব সম্ভবত' রাশিয়ার মিসাইল ৷ কিন্তু তা খতিয়ে দেখতে হবে ৷

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতের পরিণতি লক্ষ্য করছি, মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি ন্যাটোর সেক্রেটারি-জেনারেল জেন্স স্টোলটেনবার্গও (Jens Stoltenberg) জরুরি বৈঠক ডেকেছেন ৷ ইউক্রেনের পশ্চিমে এই হামলা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদও (UN Security Council) বুধবার বৈঠকের পরিকল্পনা করছে ৷ এই ঘটনার বিবৃতিতে এখনও পর্যন্ত পোল্যান্ড এবং ন্যাটো- কেউই সরাসরি রাশিয়ার উল্লেখ করেনি ৷ ন্যাটো এই ঘটনাকে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে উল্লেখ করেছে ৷ কারণ রাশিয়া যদি পোল্যান্ডকে ইচ্ছাকৃত আক্রমণ করেও থাকে, তাহলে এর জন্য 30টি দেশের ঝুঁকি আরও বাড়বে ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে দেশগুলি এমনিতেই জেরবার ৷

পোল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন-সীমান্তে একটি গ্রামে শস্যের ক্ষেতে এই মিসাইলগুলি আছড়ে পড়ে ৷ সরকারি সূত্রে খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার কথা অস্বীকার করেছে ৷ পোল্যান্ডের বিদেশ মন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে সমন পাঠিয়েছে এবং 'এখুনি এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা' চেয়েছে ৷

এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukraine Prez Zelenskyy) ৷ তিনি পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলেছেন ৷ এই ঘটনায় রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, "ইউক্রেন, পোল্যান্ড, সমগ্র ইউরোপ এবং বিশ্বকে রাশিয়ার মতো জঙ্গি দেশের হাত থেকে সুরক্ষিত রাখতে হবে ৷"

আরও পড়ুন: রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর

Last Updated : Nov 16, 2022, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.