ETV Bharat / international

NASA Captures Exoplanet Image: এই প্রথম নাসার টেলিস্কোপে উঠল সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি

এই প্রথমবার সৌরমণ্ডলের (Solar System) বাইরের কোনও গ্রহের ছবি তুলল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র 'নাসা' (NASA)-এর 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ' (James Webb Space Telescope) ৷ গ্রহটির নাম 'এইচআইপি 65426 বি' (HIP 65426 b) ৷

James Webb Space Telescope of NASA Captures Exoplanet Image for the First Time
NASA Captures Exoplanet Image: এই প্রথম নাসার টেলিস্কোপে উঠল সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি !
author img

By

Published : Sep 2, 2022, 3:00 PM IST

ওয়াশিংটন, 2 সেপ্টেম্বর: আমাদের সৌরমণ্ডলের (Solar System) বাইরে থাকা একটি গ্রহের ছবি তুলল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র 'নাসা' (NASA)-এর 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ' (James Webb Space Telescope) ৷ এই প্রথম নাসা-র এই টেলিস্কোপটি ব্যবহার করে এমন কোনও ছবি তোলা হল (NASA Captures Exoplanet Image) ৷ মার্কিন বিজ্ঞানীরা এই গ্রহটির নামকরণ করেছেন 'এইচআইপি 65426 বি' (HIP 65426 b) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিশাল আকারের এই গ্রহটি আদতে বাষ্প দিয়ে তৈরি ৷ ফলে এখানে পাথুরে জমি বা মাটি পাওয়া সম্ভব নয় ৷ তাই এটি মানুষের বসবাসের যোগ্য নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

এই গ্রহটির ভর সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির তুলনায় 6 থেকে 12 গুণ বেশি ৷ প্রাথমিকভাবে এর যে বৈশিষ্ট্যগুলি পাওয়া গিয়েছে, সেই অনুসারে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন গবেষকরা ৷ তাঁরা জানিয়েছেন, এই গ্রহটি বয়সে একেবারেই নবীন ৷ এর জন্ম হয়েছে মাত্র 200 লক্ষ বছর আগে ৷ যেখানে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর !

আরও পড়ুন: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের (University of Exeter) পদার্থবিদ্য়া ও জ্যোতির্বিদ্য়ার অধ্যাপক সাশা হিঙ্কলে এই প্রসঙ্গে বলেন, "এটি একটি যুগান্তকারী ঘটনা ৷ শুধুমাত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্যই নয়, এই ঘটনা সামগ্রিকভাবে জ্যোতির্বিদ্যার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

সূত্রের খবর, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি অত্যন্ত শক্তিশালী ৷ সেটি খুব সহজেই সৌরমণ্ডলের বাইরের বিভিন্ন গ্রহের ছবি তুলতে সক্ষম ৷ এইচআইপি 65426 বি নামক গ্রহটির ছবি চারটি ভিন্ন আলোক ফিল্টারের সাহায্যে তোলা হয়েছে ৷ সেটি খতিয়ে দেখলেই বোঝা যায়, ইনফ্রারেড গেজের মাধ্যমে এই ছবি তোলা হয়েছে ৷ বিজ্ঞানীদের অনুমান, সৌরজগতের বাইরে এমন অসংখ্য গ্রহ রয়েছে, যাদের সঙ্গে এখনও পর্যন্ত আমাদের সেভাবে আলাপ হয়নি ৷ এই ঘটনা সেক্ষেত্রে একটি মাইলফলকের থেকে কম কিছু নয় ৷ কারণ, আগামী দিনে এই পদ্ধতিতেই সৌরমণ্ডলের বাইরে এমন আরও অনেক গ্রহের ছবি তোলা সম্ভব হবে ৷ তার জেরে হাতে আসবে নিত্যনতুন তথ্য ৷

সূত্রের দাবি, এইচআইপি 65426 বি নামক গ্রহটিকে 2017 সালে আবিষ্কার করেছিলেন মহাকাশ্চারীরা ৷ সেই সময় European Southern Observatory-এর মাধ্যমে সেটির ছবিও তোলা হয়েছিল ৷ চিলিতে অবস্থিত এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের বিরাট টেলিস্কোপের সাহায্য়ে সেই ছবি তোলা হয়েছিল ৷ কিন্তু, তার সঙ্গে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবির গুণগত ফারাক রয়েছে ৷ পৃথিবী থেকে তোলা ছবিতে অনেক সূক্ষ বিষয় অদেখা থেকে গিয়েছে ৷ কিন্তু, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে 'আড়ালে থাকা' সেইসব বৈশিষ্ট্য সহজেই ধরা পড়েছে ৷

ওয়াশিংটন, 2 সেপ্টেম্বর: আমাদের সৌরমণ্ডলের (Solar System) বাইরে থাকা একটি গ্রহের ছবি তুলল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র 'নাসা' (NASA)-এর 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ' (James Webb Space Telescope) ৷ এই প্রথম নাসা-র এই টেলিস্কোপটি ব্যবহার করে এমন কোনও ছবি তোলা হল (NASA Captures Exoplanet Image) ৷ মার্কিন বিজ্ঞানীরা এই গ্রহটির নামকরণ করেছেন 'এইচআইপি 65426 বি' (HIP 65426 b) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিশাল আকারের এই গ্রহটি আদতে বাষ্প দিয়ে তৈরি ৷ ফলে এখানে পাথুরে জমি বা মাটি পাওয়া সম্ভব নয় ৷ তাই এটি মানুষের বসবাসের যোগ্য নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

এই গ্রহটির ভর সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির তুলনায় 6 থেকে 12 গুণ বেশি ৷ প্রাথমিকভাবে এর যে বৈশিষ্ট্যগুলি পাওয়া গিয়েছে, সেই অনুসারে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন গবেষকরা ৷ তাঁরা জানিয়েছেন, এই গ্রহটি বয়সে একেবারেই নবীন ৷ এর জন্ম হয়েছে মাত্র 200 লক্ষ বছর আগে ৷ যেখানে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর !

আরও পড়ুন: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের (University of Exeter) পদার্থবিদ্য়া ও জ্যোতির্বিদ্য়ার অধ্যাপক সাশা হিঙ্কলে এই প্রসঙ্গে বলেন, "এটি একটি যুগান্তকারী ঘটনা ৷ শুধুমাত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্যই নয়, এই ঘটনা সামগ্রিকভাবে জ্যোতির্বিদ্যার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

সূত্রের খবর, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি অত্যন্ত শক্তিশালী ৷ সেটি খুব সহজেই সৌরমণ্ডলের বাইরের বিভিন্ন গ্রহের ছবি তুলতে সক্ষম ৷ এইচআইপি 65426 বি নামক গ্রহটির ছবি চারটি ভিন্ন আলোক ফিল্টারের সাহায্যে তোলা হয়েছে ৷ সেটি খতিয়ে দেখলেই বোঝা যায়, ইনফ্রারেড গেজের মাধ্যমে এই ছবি তোলা হয়েছে ৷ বিজ্ঞানীদের অনুমান, সৌরজগতের বাইরে এমন অসংখ্য গ্রহ রয়েছে, যাদের সঙ্গে এখনও পর্যন্ত আমাদের সেভাবে আলাপ হয়নি ৷ এই ঘটনা সেক্ষেত্রে একটি মাইলফলকের থেকে কম কিছু নয় ৷ কারণ, আগামী দিনে এই পদ্ধতিতেই সৌরমণ্ডলের বাইরে এমন আরও অনেক গ্রহের ছবি তোলা সম্ভব হবে ৷ তার জেরে হাতে আসবে নিত্যনতুন তথ্য ৷

সূত্রের দাবি, এইচআইপি 65426 বি নামক গ্রহটিকে 2017 সালে আবিষ্কার করেছিলেন মহাকাশ্চারীরা ৷ সেই সময় European Southern Observatory-এর মাধ্যমে সেটির ছবিও তোলা হয়েছিল ৷ চিলিতে অবস্থিত এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের বিরাট টেলিস্কোপের সাহায্য়ে সেই ছবি তোলা হয়েছিল ৷ কিন্তু, তার সঙ্গে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবির গুণগত ফারাক রয়েছে ৷ পৃথিবী থেকে তোলা ছবিতে অনেক সূক্ষ বিষয় অদেখা থেকে গিয়েছে ৷ কিন্তু, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে 'আড়ালে থাকা' সেইসব বৈশিষ্ট্য সহজেই ধরা পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.