ETV Bharat / international

Israel-Hamas Conflict: 6 দিনে গাজায় 6 হাজার বোমা ফেলল ইজরায়েল! ভয়াবহতা মনে করাচ্ছে জাফনার স্মৃতি - Gaza Strip

শুক্রবার সপ্তম দিনে পড়েছে ইজরায়েল ও হামাস সংঘর্ষ ৷ ইজরায়েলের বায়ুসেনার দাবি 6 দিনে 6 হাজার বোমা তারা ফেলেছে গাজা ভূ-খণ্ডে ৷

ETV Bharat
বিধ্বস্ত গাজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 5:46 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ শুক্রবার সপ্তম দিনে পড়েছে ৷ যুদ্ধ শুরুর পর গত 6 দিনে গাজা ভূ-খণ্ডে প্রায় 6 হাজার বোমা ফেলেছে ইজরায়েলের বায়ু সেনা ৷ গত শনিবার সকালে ইজরায়েলে একসঙ্গে প্রায় 5 হাজার রকেট হামলা চালায় গাজার জঙ্গি সংগঠন হামাস ৷ এরপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে গত কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ৷ স্থলপথের পাশাপাশি আকাশপথেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ এবার সরকারিভাবে সেদেশের বায়ু সেনার তরফে জানানো হল, গত 6 দিনে গাজায় প্রায় 6 হাজার বোমা নিক্ষেপ করা হয়েছে ৷

  • 🚨FOOTAGE: The Israeli army displays its ammunition and says that it will attack Gaza with all of this ammunition.

    Source: Bader pic.twitter.com/ZuF6gjGGP9

    — Mario Nawfal (@MarioNawfal) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে হামাসকে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে, তাদের সমূলে ধ্বংস করার কথা ঘোষণা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই যুদ্ধের পর পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেতানিয়াহু ৷ সেই নির্দেশ পালনেই গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নিয়েছে ইজরায়েলি সেনা ৷ গাজায় ব্যাপক সংখ্যায় ইজরায়েলের এই বোমা ফেলার ঘটনাকে 2009 সালের শ্রীলঙ্কার জাফনায় সেদেশের সেনা বাহিনীর অভিযান ও 2000 সালে রাশিয়ার সঙ্গে চেচেন জঙ্গিদের সংঘর্ষের সময়ের সঙ্গে তুলনা করেছেন লন্ডনের কিং কলেজের জার্মান ও ইউরোপিয় স্টাডি বিষয়ের অধ্যাপক অ্যালেক্সান্ডার ক্লার্কসন ৷

  • Israel blockade: Gaza is on brink of running out of food, water, electricity and critical supplies, says UNWFP https://t.co/tkz1UYhO8I

    — ETV Bharat (@ETVBharatEng) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2009 সালে এলটিটিই (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম) জঙ্গিদের দমন করতে তাদের ঘাটি জাফনা ও মুল্লাইথিভুতে হামলা চালিয়েছিল শ্রীলঙ্কার সেনা বাহিনী ৷ সেসময় অভিযোগ উঠেছিল জনবসতি এলাকায় একের পর এক ভয়ঙ্কর ক্লাস্টার বোমা ফেলেছিল শ্রীলঙ্কার বায়ুসেনা ৷ রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় 40 থেকে 70 হাজার মানুষ প্রাণ হারান ৷ অন্যান্য কিছু সংস্থার মতে, সেবার হতাহতের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 40 হাজার ৷ এই প্রসঙ্গে অধ্যাপক অ্যালেক্সান্ডার ক্লার্কসন সোশাল মিডিয়া এক্স-এ লিখেছেন, ইজরায়েলের এই ব্যাপক হামলা চেচেন জঙ্গিদের বিরুদ্ধে গ্রোজনিতে রাশিয়ার হামলা ও জাফনা-মুল্লাইথিভুতে শ্রীলঙ্কার হামলার সঙ্গে তুলনীয় ৷ গত 20 বছরে এই মাত্রায় কোনও পালটা প্রত্যাঘাত আমেরিকা ও ইউরোপের দেশগুলিও করেনি ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ ইজরায়েলের, উপেক্ষা করতে বলল হামাস

ইজরায়েলের দাবি, প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে তাদের কয়েক ডজন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হচ্ছে হামাসের ঘাঁটিগুলি লক্ষ্য করে ৷ এখনও পর্যন্ত বায়ুসেনা প্রায় 6 হাজার বোমা ফেলেছে সেখানে ৷ যুদ্ধের ফলে ইতিমধ্যেই গাজায় খাদ্য, জল, বিদ্যুৎ-সহ আপৎকালীন পরিষেবা সংকট দেখা দিয়েছে ৷ প্যালেস্তাইনের উদ্বাস্তুদের নিয়ে কাজ করা রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA (ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি) জানিয়েছে, গাজায় বসবাসকারী প্রায় 23 লাখ বাসিন্দার জন্য বাইরে থেকে কোনও সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না এই হামলার জন্য ৷ প্রায় 2 লক্ষ 20 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন গাজার বিভিন্ন স্কুলে ৷ 2017 সালে সিরিয়ার রাক্কা শহরে মার্কিন সেনা যে হামলা চালিয়েছিল, ইতিমধ্যেই সেই ব্যাপকতাও ছাড়িয়ে গিয়েছে গাজায় ইজরায়েলের হামলা ৷

  • A lot of analysts and journalists are struggling to grasp that at this rate the best points of comparison will end up being early 00s Grozny, late 00s Jaffna and Mullaitivu than any of the US or European counter-insurgency wars of the last 20 years. https://t.co/ZVgeaNaQBb

    — Alexander Clarkson  (@APHClarkson) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তথ্য বলছে, 2014 থেকে 2019 সাল পর্যন্ত আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় আমেরিকা ও তার সঙ্গীরা প্রতি মাসে গড়ে প্রায় 2 হাজার থেকে 5 হাজার বোমা নিক্ষেপ করত, 2017 সালে রাক্কায় তা সর্বোচ্চ 4 হাজারে পৌঁছোয় ৷ ওয়েসলি মর্গ্যান নামে এক যুদ্ধ বিশ্লেষকের দাবি ইজরায়েল ইতিমধ্যেই সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে ৷ তথ্য বলছে, 2017 সালের 6 জুন থেকে 17 অক্টোবর পর্যন্ত এই চার মাস এক সপ্তাহে 30 হাজার শেল রাক্কায় নিক্ষেপ করে মার্কিন বায়ু সেনা ৷

আরও পড়ুন: গাজায় অমিল বিদ্যুৎ-জ্বালানি-ওষুধ-ইন্টারনেট, যুদ্ধের ষষ্ঠ দিনে মৃত সংখ্যা 2 হাজার ছাড়াল

ইজরায়েলের দাবি, তাদের সেনা শতাধিক জঙ্গিকে খতম করেছে ও প্রায় 3 হাজার 600টি জায়গায় হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হয়েছে হামাসের বিভিন্ন দফতর, সেনা পরিকাঠামো, অস্ত্র উৎপাদন কেন্দ্র, গোয়েন্দা শাখা, রকেট সিস্টেম ও হামাস নেতাদের বাসস্থানকে টার্গেট করে ৷ আরও হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলি সেনা ৷

হায়দরাবাদ, 13 অক্টোবর: ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ শুক্রবার সপ্তম দিনে পড়েছে ৷ যুদ্ধ শুরুর পর গত 6 দিনে গাজা ভূ-খণ্ডে প্রায় 6 হাজার বোমা ফেলেছে ইজরায়েলের বায়ু সেনা ৷ গত শনিবার সকালে ইজরায়েলে একসঙ্গে প্রায় 5 হাজার রকেট হামলা চালায় গাজার জঙ্গি সংগঠন হামাস ৷ এরপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে গত কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ৷ স্থলপথের পাশাপাশি আকাশপথেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ এবার সরকারিভাবে সেদেশের বায়ু সেনার তরফে জানানো হল, গত 6 দিনে গাজায় প্রায় 6 হাজার বোমা নিক্ষেপ করা হয়েছে ৷

  • 🚨FOOTAGE: The Israeli army displays its ammunition and says that it will attack Gaza with all of this ammunition.

    Source: Bader pic.twitter.com/ZuF6gjGGP9

    — Mario Nawfal (@MarioNawfal) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে হামাসকে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে, তাদের সমূলে ধ্বংস করার কথা ঘোষণা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই যুদ্ধের পর পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেতানিয়াহু ৷ সেই নির্দেশ পালনেই গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নিয়েছে ইজরায়েলি সেনা ৷ গাজায় ব্যাপক সংখ্যায় ইজরায়েলের এই বোমা ফেলার ঘটনাকে 2009 সালের শ্রীলঙ্কার জাফনায় সেদেশের সেনা বাহিনীর অভিযান ও 2000 সালে রাশিয়ার সঙ্গে চেচেন জঙ্গিদের সংঘর্ষের সময়ের সঙ্গে তুলনা করেছেন লন্ডনের কিং কলেজের জার্মান ও ইউরোপিয় স্টাডি বিষয়ের অধ্যাপক অ্যালেক্সান্ডার ক্লার্কসন ৷

  • Israel blockade: Gaza is on brink of running out of food, water, electricity and critical supplies, says UNWFP https://t.co/tkz1UYhO8I

    — ETV Bharat (@ETVBharatEng) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2009 সালে এলটিটিই (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম) জঙ্গিদের দমন করতে তাদের ঘাটি জাফনা ও মুল্লাইথিভুতে হামলা চালিয়েছিল শ্রীলঙ্কার সেনা বাহিনী ৷ সেসময় অভিযোগ উঠেছিল জনবসতি এলাকায় একের পর এক ভয়ঙ্কর ক্লাস্টার বোমা ফেলেছিল শ্রীলঙ্কার বায়ুসেনা ৷ রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় 40 থেকে 70 হাজার মানুষ প্রাণ হারান ৷ অন্যান্য কিছু সংস্থার মতে, সেবার হতাহতের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ 40 হাজার ৷ এই প্রসঙ্গে অধ্যাপক অ্যালেক্সান্ডার ক্লার্কসন সোশাল মিডিয়া এক্স-এ লিখেছেন, ইজরায়েলের এই ব্যাপক হামলা চেচেন জঙ্গিদের বিরুদ্ধে গ্রোজনিতে রাশিয়ার হামলা ও জাফনা-মুল্লাইথিভুতে শ্রীলঙ্কার হামলার সঙ্গে তুলনীয় ৷ গত 20 বছরে এই মাত্রায় কোনও পালটা প্রত্যাঘাত আমেরিকা ও ইউরোপের দেশগুলিও করেনি ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ ইজরায়েলের, উপেক্ষা করতে বলল হামাস

ইজরায়েলের দাবি, প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে তাদের কয়েক ডজন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হচ্ছে হামাসের ঘাঁটিগুলি লক্ষ্য করে ৷ এখনও পর্যন্ত বায়ুসেনা প্রায় 6 হাজার বোমা ফেলেছে সেখানে ৷ যুদ্ধের ফলে ইতিমধ্যেই গাজায় খাদ্য, জল, বিদ্যুৎ-সহ আপৎকালীন পরিষেবা সংকট দেখা দিয়েছে ৷ প্যালেস্তাইনের উদ্বাস্তুদের নিয়ে কাজ করা রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA (ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি) জানিয়েছে, গাজায় বসবাসকারী প্রায় 23 লাখ বাসিন্দার জন্য বাইরে থেকে কোনও সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না এই হামলার জন্য ৷ প্রায় 2 লক্ষ 20 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন গাজার বিভিন্ন স্কুলে ৷ 2017 সালে সিরিয়ার রাক্কা শহরে মার্কিন সেনা যে হামলা চালিয়েছিল, ইতিমধ্যেই সেই ব্যাপকতাও ছাড়িয়ে গিয়েছে গাজায় ইজরায়েলের হামলা ৷

  • A lot of analysts and journalists are struggling to grasp that at this rate the best points of comparison will end up being early 00s Grozny, late 00s Jaffna and Mullaitivu than any of the US or European counter-insurgency wars of the last 20 years. https://t.co/ZVgeaNaQBb

    — Alexander Clarkson  (@APHClarkson) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তথ্য বলছে, 2014 থেকে 2019 সাল পর্যন্ত আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় আমেরিকা ও তার সঙ্গীরা প্রতি মাসে গড়ে প্রায় 2 হাজার থেকে 5 হাজার বোমা নিক্ষেপ করত, 2017 সালে রাক্কায় তা সর্বোচ্চ 4 হাজারে পৌঁছোয় ৷ ওয়েসলি মর্গ্যান নামে এক যুদ্ধ বিশ্লেষকের দাবি ইজরায়েল ইতিমধ্যেই সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে ৷ তথ্য বলছে, 2017 সালের 6 জুন থেকে 17 অক্টোবর পর্যন্ত এই চার মাস এক সপ্তাহে 30 হাজার শেল রাক্কায় নিক্ষেপ করে মার্কিন বায়ু সেনা ৷

আরও পড়ুন: গাজায় অমিল বিদ্যুৎ-জ্বালানি-ওষুধ-ইন্টারনেট, যুদ্ধের ষষ্ঠ দিনে মৃত সংখ্যা 2 হাজার ছাড়াল

ইজরায়েলের দাবি, তাদের সেনা শতাধিক জঙ্গিকে খতম করেছে ও প্রায় 3 হাজার 600টি জায়গায় হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হয়েছে হামাসের বিভিন্ন দফতর, সেনা পরিকাঠামো, অস্ত্র উৎপাদন কেন্দ্র, গোয়েন্দা শাখা, রকেট সিস্টেম ও হামাস নেতাদের বাসস্থানকে টার্গেট করে ৷ আরও হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলি সেনা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.