জেরুজালেম, 11 জানুয়ারি: গাজায় দখলদারি চালিয়ে যাওয়া বা সাধারণ নাগরিকদের বাস্তুচ্যুত করার কোনও ইচ্ছে নেই ইজরায়েলের । এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ সংবাদ সংস্থা সিনহুয়ার মতে, গাজা স্ট্রিপে প্যালেস্তাইনিদের গণহত্যার বিষয়ে হেগের আন্তর্জাতিক আদালতে শুনানি শুরুর একদিন আগে বুধবার নেতানিয়াহু এই মন্তব্য করেন ।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আমি কয়েকটি বিষয় একেবারে পরিষ্কার করতে চাই ৷ স্থায়ীভাবে গাজা দখল বা সাধারণ নাগকিরকে বাস্তুচ্যুত করার কোনও ইচ্ছা নেই ইজরায়েলের ৷ ইজরায়েলের গাজায় হামলা চালিয়েছে হামাস জঙ্গিদের লক্ষ্য করে ৷ প্যালেস্তাইনের সাধারণ নাগকিরদের উপর হামলা চালানো হয়নি এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণ কাজটি করছি ।"
নেতানিয়াহুর কথায়, সাধারণ নাগরিকদের যাতে মৃত্য়ু না হয় তা সর্বাত্মক চেষ্টা করছে ইজরায়েলি সেনাবাহিনী ৷ অন্যদিকে হামাস প্যালেস্তাইনের নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের বাঁচানোর সবরকম চেষ্টা করছে । আমাদের লক্ষ্য হল, হামাস জঙ্গিদের হাত থেকে গাজাকে এবং আমাদের বন্দিদের মুক্ত করা ৷"
2023 সালের 7 অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালায় হামাস ৷ এই আক্রমণে ইজরায়েলের প্রায় 1 হাজার 200 জনের মৃত্যু হয় ৷ যার মধ্যে 790 জন সাধারণ নাগরিক ছিলেন ৷ সেসময় হামাস 253 জন ইজরায়েলিদের বন্দি করেছিল ৷ তার মধ্যে 132 জন এখনও গাজায় আটক রয়েছেন । পরবর্তীতে ইজরায়েল হামলা চালায় গাজায় ৷ ইতিমধ্যে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনে প্যালেস্তাইনিদের মৃতের সংখ্যা বেড়ে 23 হাজার 357 হয়েছে এবং গাজার 2.3 মিলিয়ন জনসংখ্যার প্রায় 1.9 মিলিয়ন বাস্তুচ্যুত হয়েছে ৷ কারণ ইজরায়েলি বোমাবর্ষণের ফলে একাধিক এলাকা ধ্বংসসস্তুপে পরিণত হয়েছে ৷
আরও পড়ুন: