ETV Bharat / international

Airstrike on Gaza Hospital: গাজার হাসপাতালে ইজরায়েলি বোমা হামলার তীব্র নিন্দায় সরব রাষ্ট্রসংঘ-হু

Israel-Hamas Conflict: গাজার হাসপাতালে ইজরায়েলি বোমা হামলা অন্তত 500 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

Airstrike on Gaza Hospital
গাজার হাসপাতালে হামলায় আহতরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 9:58 AM IST

Updated : Oct 18, 2023, 11:45 AM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর: গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ভয়ংকর বলে আখ্যা দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ ওই হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন বহু মানুষ ৷ এই হামলার পর থেকে একে-অপরকে দোষারোপ করছে হামাস ও ইজরায়েল ৷ এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে গুতেরেস মনে করিয়ে দেন যে, হাসপাতাল এবং সমস্ত চিকিৎসা কর্মী আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত । গাজার স্বাস্থ্য মন্ত্রকের অনুমান, হাসপাতালে বোমা হামলায় প্রায় 500 জনের প্রাণহানি হয়েছে ৷

মঙ্গলবার প্যালেস্তাইনি শরণার্থীদের সহায়তাকারী রাষ্ট্রসংঘ এজেন্সি পরিচালিত স্কুলে হামলারও নিন্দা করেছেন গুতেরেস ৷ সেই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ৷ হাসপাতালে হামলাকে একেবারেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷

  • I am horrified by the killing of hundreds of Palestinian civilians in a strike on a hospital in Gaza today, which I strongly condemn. My heart is with the families of the victims. Hospitals and medical personnel are protected under international humanitarian law.

    — António Guterres (@antonioguterres) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লিখেছেন, "আজ গাজার একটি হাসপাতালে হামলায় শত শত প্যালেস্তাইনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি আতঙ্কিত, যার আমি তীব্র নিন্দা জানাই । আমার হৃদয় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে । হাসপাতাল এবং চিকিৎসা কর্মীরা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত ।"

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, "আমরা এখনও এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও জানি না, তবে যা স্পষ্ট তা হল হিংসা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত ।" তিনি বলেন যে, হাসপাতালগুলি পবিত্র এবং যে কোনও মূল্যে সুরক্ষিত করা উচিত ৷ এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের অবশ্যই জবাবদিহি করতে হবে ।"

  • .@WHO strongly condemns the attack on Al Ahli Arab Hospital in north Gaza.

    Early reports indicate hundreds of deaths and injuries.

    We call for the immediate protection of civilians and health care, and for the evacuation orders to be reversed.#NotATarget https://t.co/6I4t99WV03

    — Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হামলা চালানোর আগে ইজরায়েল প্যালেস্তাইনের নাগরিকদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিলেন বলে বাস্তুচ্যুত বেসামরিক ব্যক্তিরা হাসপাতালে আশ্রয় খুঁজছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: গাজার হাসাপাতালে বিস্ফোরণে মৃত কমপক্ষে 500 ! ইজরায়েল সফরে কাটছাঁট বাইডেনের

আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলার নিন্দা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ৷ হু-এর প্রধান টেডরস আধানাম ঘেব্রেইসাস এক্স হ্যান্ডেলে বলেছেন, "হু এই হামলার তীব্র নিন্দা করে ৷" তিনি বেসামরিক নাগরিকদের এবং স্বাস্থ্য পরিষেবার অবিলম্বে সুরক্ষার জন্য এবং উচ্ছেদের আদেশ প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছেন ।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরশাহী বলেছে যে, তারা রাশিয়ার সঙ্গে গাজা শহরের হাসপাতালে হামলা-সহ প্যালেস্তাইনের বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ।

এমএসএফ হাসপাতালে বোমা হামলার নিন্দা করেছে ৷ মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স একটি বিবৃতিতে বলেছে, "গাজা শহরের আহলি আরব হাসপাতালে সাম্প্রতিক ইজরায়েলি বোমা হামলায় আমরা আতঙ্কিত ৷ ওই হাসপাতাল রোগীদের চিকিৎসারত ছিল এবং বাস্তুচ্যুত গাজাবাসীদের আশ্রয় দিয়েছিল ৷ ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে । এটি একটি গণহত্যা । এটা একেবারেই গ্রহণযোগ্য নয় ৷"

গাজার এমএসএফ ডাক্তার ঘাসান আবু সিত্তাহ বলেন, "আমরা হাসপাতালে অপারেশন করছিলাম, সেখানে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়, এবং অপারেটিং রুমের ছাদ ভেঙে পড়ে । এটি একটি গণহত্যা ।"

হায়দরাবাদ, 18 অক্টোবর: গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ভয়ংকর বলে আখ্যা দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ ওই হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন বহু মানুষ ৷ এই হামলার পর থেকে একে-অপরকে দোষারোপ করছে হামাস ও ইজরায়েল ৷ এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে গুতেরেস মনে করিয়ে দেন যে, হাসপাতাল এবং সমস্ত চিকিৎসা কর্মী আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত । গাজার স্বাস্থ্য মন্ত্রকের অনুমান, হাসপাতালে বোমা হামলায় প্রায় 500 জনের প্রাণহানি হয়েছে ৷

মঙ্গলবার প্যালেস্তাইনি শরণার্থীদের সহায়তাকারী রাষ্ট্রসংঘ এজেন্সি পরিচালিত স্কুলে হামলারও নিন্দা করেছেন গুতেরেস ৷ সেই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ৷ হাসপাতালে হামলাকে একেবারেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷

  • I am horrified by the killing of hundreds of Palestinian civilians in a strike on a hospital in Gaza today, which I strongly condemn. My heart is with the families of the victims. Hospitals and medical personnel are protected under international humanitarian law.

    — António Guterres (@antonioguterres) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লিখেছেন, "আজ গাজার একটি হাসপাতালে হামলায় শত শত প্যালেস্তাইনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি আতঙ্কিত, যার আমি তীব্র নিন্দা জানাই । আমার হৃদয় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে । হাসপাতাল এবং চিকিৎসা কর্মীরা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত ।"

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, "আমরা এখনও এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও জানি না, তবে যা স্পষ্ট তা হল হিংসা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত ।" তিনি বলেন যে, হাসপাতালগুলি পবিত্র এবং যে কোনও মূল্যে সুরক্ষিত করা উচিত ৷ এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের অবশ্যই জবাবদিহি করতে হবে ।"

  • .@WHO strongly condemns the attack on Al Ahli Arab Hospital in north Gaza.

    Early reports indicate hundreds of deaths and injuries.

    We call for the immediate protection of civilians and health care, and for the evacuation orders to be reversed.#NotATarget https://t.co/6I4t99WV03

    — Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হামলা চালানোর আগে ইজরায়েল প্যালেস্তাইনের নাগরিকদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিলেন বলে বাস্তুচ্যুত বেসামরিক ব্যক্তিরা হাসপাতালে আশ্রয় খুঁজছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: গাজার হাসাপাতালে বিস্ফোরণে মৃত কমপক্ষে 500 ! ইজরায়েল সফরে কাটছাঁট বাইডেনের

আল-আহলি আরব হাসপাতালে বোমা হামলার নিন্দা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ৷ হু-এর প্রধান টেডরস আধানাম ঘেব্রেইসাস এক্স হ্যান্ডেলে বলেছেন, "হু এই হামলার তীব্র নিন্দা করে ৷" তিনি বেসামরিক নাগরিকদের এবং স্বাস্থ্য পরিষেবার অবিলম্বে সুরক্ষার জন্য এবং উচ্ছেদের আদেশ প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছেন ।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরশাহী বলেছে যে, তারা রাশিয়ার সঙ্গে গাজা শহরের হাসপাতালে হামলা-সহ প্যালেস্তাইনের বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ।

এমএসএফ হাসপাতালে বোমা হামলার নিন্দা করেছে ৷ মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স একটি বিবৃতিতে বলেছে, "গাজা শহরের আহলি আরব হাসপাতালে সাম্প্রতিক ইজরায়েলি বোমা হামলায় আমরা আতঙ্কিত ৷ ওই হাসপাতাল রোগীদের চিকিৎসারত ছিল এবং বাস্তুচ্যুত গাজাবাসীদের আশ্রয় দিয়েছিল ৷ ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে । এটি একটি গণহত্যা । এটা একেবারেই গ্রহণযোগ্য নয় ৷"

গাজার এমএসএফ ডাক্তার ঘাসান আবু সিত্তাহ বলেন, "আমরা হাসপাতালে অপারেশন করছিলাম, সেখানে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়, এবং অপারেটিং রুমের ছাদ ভেঙে পড়ে । এটি একটি গণহত্যা ।"

Last Updated : Oct 18, 2023, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.