লন্ডন, 27 নভেম্বর: সর্বগ্রাসীবাদ ও যুদ্ধে ভেঙে পড়া আয়ারল্যান্ডে পরিবারকে রক্ষা করতে একজন মহিলার সংগ্রামের কথা একটি উপন্যাসে তুলে ধরেছিলেন সাহিত্যিক পল লিঞ্চ ৷ সেই উপন্যাসের জন্য ওই আইরিশ লেখককে বুকার পুরস্কার দেওয়া হল ৷ বিচারকদের মতে, এই উপন্যাস হৃদয় ছুঁয়ে যাওয়া ৷
লিঞ্চের উপন্যাসের নাম ‘প্রফেট সং’ ৷ রবিবার লন্ডনে তাঁকে এই উপন্যাসের জন্য বুকার পুরস্কার তুলে দেওয়া হয় ৷ যার পুরস্কার মূল্য 50 হাজার পাউন্ড ৷ মার্কিন ডলারে যার পরিমাণ 63 হাজার ৷ কানাডার লেখক ইসি এডুগান বিচারক কমিটির চেয়ারম্যান ছিলেন ৷ তিনি লিঞ্চের লেখনির ভূয়সী প্রশংসা করেছেন ৷
ইসি এডুগান ছাড়াও বিচারক কমিটিতে আরও চারজন ছিলেন ৷ শনিবার তাঁরা প্রায় ছ‘ঘণ্টা বৈঠক করেন ৷ সেখানেই তাঁরা এই পুরস্কার দেওয়ার জন্য পল লিঞ্চকে বেছে নেন ৷ ইসি এডুগান বলেন, "আমরা সবাই শেষ পর্যন্ত অনুভব করেছি যে এটাই সেই বই যা আমরা বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই এবং এটা সত্যই কল্পকাহিনীর একটি নিপুণ কাজ ।"
46 বছরের লিঞ্চকে এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছিল বুকিরা ৷ সেই কারণে তাঁর উপন্যাসের বিক্রিও বেড়ে যায় হু হু করে ৷ শেষপর্যন্ত দেখা যায় বুকিরাই ঠিক ৷ আয়ারল্যান্ড, যুক্তরাজ্য বা ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অন্য পাঁচজন ফাইনালিস্টকে পরাজিত করে লিঞ্চই সেরার পুরস্কার পান ৷ এই পুরস্কারের জন্য প্রকাশকদের তরফে এবার 163টি উপন্যাস জমা দেওয়া হয়েছিল ৷ সেগুলি থেকেই ‘প্রফেট সং’-কে বেছে নেওয়া হয়েছে সেরা হিসেবে ৷
বুকার পুরস্কার পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট ওয়েবসাইটে বলেন, "আমি আধুনিক বিশৃঙ্খলা দেখার চেষ্টা করছিলাম । পশ্চিমী গণতন্ত্রে অস্থিরতা । সিরিয়ার সমস্যা একটি সমগ্র জাতিকে ধ্বংস করা, এর উদ্বাস্তু সংকটের মাত্রা এবং পশ্চিমীদের উদাসীনতা । আমি পাঠকের নিমগ্নতাকে এমন মাত্রায় আরও গভীর করতে চেয়েছিলাম যে বইয়ের শেষে তারা শুধু জানবেন না, বরং বিষয়টিকে নিজের সমস্যা বলে অনুভব করবেন ।"
উল্লেখ্য, 1969 সালে প্রথমবার বুকার পুরস্কার দেওয়া শুরু হয় ৷ বিশ্বের যেকোনও প্রান্তের লেখক ইংরেজি ভাষায় উপন্য়াস লিখে এই পুরস্কার পেতে পারেন ৷ তবে তা যুক্তরাজ্য বা ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে প্রকাশিত হতে হবে ৷ এই পুরস্কার পাওয়ার ফলে অনেক লেখক বা লেখিকার জীবনও পরিবর্তিত হয়েছে ৷
রবিবার সেন্ট্রাল লন্ডনের পূর্বতন ভিক্টোরিয়ান ফিশ মার্কেটের ওল্ড বিলিংসগেটে এক অনুষ্ঠানে পল লিঞ্চের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৷ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কার লেখক সেহান করুণাতিলকা ৷ তিনি গত বছর বুকার পুরস্কার পেয়েছিলেন ৷
আরও পড়ুন: