ETV Bharat / international

Indonesian boat Capsizes: ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে মৃত অন্তত 15, নিখোঁজ 19 - ইন্দোনেশিয়ায় নৌকায় যাতায়াত

Indonesian Boat Capsizes off Sulawesi Island: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি নৌকা ডুবে গিয়েছে ৷ এতে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে ৷ 19 জন এখনও নিখোঁজ ৷ তাদের সন্ধানে তল্লাশি চলছে ৷ ওই নৌকায় 40 জন যাত্রী ছিল ৷ ছ’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ স্থানীয় সময় রবিবার মধ্যরাতে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে ৷

Indonesian boat Capsizes
Indonesian boat Capsizes
author img

By

Published : Jul 24, 2023, 1:45 PM IST

জাকার্তা, 24 জুলাই: নৌকাডুবিতে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইন্দোনেশিয়া থেকে ৷ সেখানকার সুলাওয়েসি দ্বীপের কাছে এই নৌকাডুবি ঘটে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ৷ এখনও নিখোঁজ 19 জন ৷ বহন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ৷ বুটনের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান মহম্মদ আরাফা জানিয়েছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের বুটন সেন্ট্রাল রিজেন্সির ল্যান্টো গ্রাম থেকে কাছের লাগি গ্রামে যাচ্ছিল ৷ সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷

তিনি আরও জানান, কাঠের নৌকাতে 40 জন ছিলেন৷ কিন্তু ওই নৌকার বহন ক্ষমতা 20 ৷ ফলে বহন ক্ষমতার চেয়ে দ্বিগুণ ছিল ওই নৌকায় ৷ সেই কারণেই নৌকাটি ডুবে যায় ৷ 15 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ছ’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ বাকি 19 জনের খোঁজ নেই ৷ তাঁদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা ৷ তিনটি রাবারের নৌকা, দু’টি মাছ ধরার নৌকা ও ছ’জন ডুবুরি নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ৷

রবিবার রিজেন্সির নবম বর্ষপূর্তি ছিল ৷ সেই কারণে ওই গ্রামে হাজার হাজার মানুষ ওই গ্রামে হাজির হয়েছিলেন ৷ কেউ যাত্রিবাহী নৌকায় সেখানে গিয়েছিলেন ৷ কেউ আবার মাছ ধরার নৌকায় সওয়ার হয়ে ওই এলাকায় হাজির হন ৷ একই ভাবে সেখান থেকে ফিরছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷

তবে প্রায় 17 হাজার দ্বীপ মিলিয়ে তৈরি হওয়া দেশ ইন্দোনেশিয়ায় নৌকায় যাতায়াত খুবই স্বাভাবিক বিষয় ৷ কিন্তু অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ প্রায়ই ওঠে সেখানে ৷ তার জেরে দুর্ঘটনা আগেও হয়েছে ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ 2018 সালে উত্তর সুমাত্রা প্রদেশের একটি হ্রদে প্রায় 200 জন লোক নিয়ে একটি নৌকা ডুবে যায় ৷ এতে 167 জনের মৃত্যু হয় ।

আরও পড়ুন: কানাডা থেকে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা ! নদীতে ডুবে মৃত ভারতীয়-সহ 8

1999 সালের ফেব্রুয়ারিতে, একটি যাত্রীবাহী জাহাজে 332 জনের বেশি লোক ছিল ৷ ওই জাহাজেও যাত্রী সংখ্যা বহন ক্ষমতার চেয়ে বেশি ছিল ৷ ওই জাহাজ ডুবে যাওয়ার ফলে বহু মানুষের মৃত্যু হয় ৷ সংখ্যাটা তিনশোর বেশি ৷ তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি ৷ শুধু জানা যায় যে ওই জাহাজে সওয়ার হওয়াদের মধ্য়ে মাত্র 20 জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷

জাকার্তা, 24 জুলাই: নৌকাডুবিতে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইন্দোনেশিয়া থেকে ৷ সেখানকার সুলাওয়েসি দ্বীপের কাছে এই নৌকাডুবি ঘটে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ৷ এখনও নিখোঁজ 19 জন ৷ বহন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ৷ বুটনের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান মহম্মদ আরাফা জানিয়েছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের বুটন সেন্ট্রাল রিজেন্সির ল্যান্টো গ্রাম থেকে কাছের লাগি গ্রামে যাচ্ছিল ৷ সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷

তিনি আরও জানান, কাঠের নৌকাতে 40 জন ছিলেন৷ কিন্তু ওই নৌকার বহন ক্ষমতা 20 ৷ ফলে বহন ক্ষমতার চেয়ে দ্বিগুণ ছিল ওই নৌকায় ৷ সেই কারণেই নৌকাটি ডুবে যায় ৷ 15 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ছ’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ বাকি 19 জনের খোঁজ নেই ৷ তাঁদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা ৷ তিনটি রাবারের নৌকা, দু’টি মাছ ধরার নৌকা ও ছ’জন ডুবুরি নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ৷

রবিবার রিজেন্সির নবম বর্ষপূর্তি ছিল ৷ সেই কারণে ওই গ্রামে হাজার হাজার মানুষ ওই গ্রামে হাজির হয়েছিলেন ৷ কেউ যাত্রিবাহী নৌকায় সেখানে গিয়েছিলেন ৷ কেউ আবার মাছ ধরার নৌকায় সওয়ার হয়ে ওই এলাকায় হাজির হন ৷ একই ভাবে সেখান থেকে ফিরছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷

তবে প্রায় 17 হাজার দ্বীপ মিলিয়ে তৈরি হওয়া দেশ ইন্দোনেশিয়ায় নৌকায় যাতায়াত খুবই স্বাভাবিক বিষয় ৷ কিন্তু অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ প্রায়ই ওঠে সেখানে ৷ তার জেরে দুর্ঘটনা আগেও হয়েছে ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ 2018 সালে উত্তর সুমাত্রা প্রদেশের একটি হ্রদে প্রায় 200 জন লোক নিয়ে একটি নৌকা ডুবে যায় ৷ এতে 167 জনের মৃত্যু হয় ।

আরও পড়ুন: কানাডা থেকে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা ! নদীতে ডুবে মৃত ভারতীয়-সহ 8

1999 সালের ফেব্রুয়ারিতে, একটি যাত্রীবাহী জাহাজে 332 জনের বেশি লোক ছিল ৷ ওই জাহাজেও যাত্রী সংখ্যা বহন ক্ষমতার চেয়ে বেশি ছিল ৷ ওই জাহাজ ডুবে যাওয়ার ফলে বহু মানুষের মৃত্যু হয় ৷ সংখ্যাটা তিনশোর বেশি ৷ তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি ৷ শুধু জানা যায় যে ওই জাহাজে সওয়ার হওয়াদের মধ্য়ে মাত্র 20 জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.