ETV Bharat / international

Racial Abuse: অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় বংশোদ্ভূত, তদন্ত শুরু

Racial Abuse in Australia: গত 15 বছর ধরে জার্নেল সিং নামে এক ব্যক্তি অস্ট্রেলিয়ায় থাকেন ৷ তাসমানিয়ার হোবার্টে তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে ৷ তাঁর অভিযোগ যে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হচ্ছে ৷ তিনি এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ শুরু হয়েছে তদন্ত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 6:35 PM IST

Updated : Nov 16, 2023, 7:38 PM IST

Racial Abuse
Racial Abuse

মেলবোর্ন, 16 নভেম্বর: বর্ণবিদ্বেষের শিকার এক রেস্তোরাঁ মালিক ৷ এমনই অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ায় ৷ তিনি সেখানেই থাকেন ৷ সেখানেই তাঁর রেস্তোরাঁ রয়েছে ৷ তাঁর দাবি, গত কয়েকমাসে বারবার তাঁকে বারবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে ৷ অনেকেই তাঁকে ব্যাঙ্গ করে ‘গো হোম’ বা দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন ৷ অনেকে আবার তাঁর গাড়িতে কুকুরের মল-মূত্র লাগিয়ে দিয়ে গিয়েছেন ৷

যাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছ, ওই ব্যক্তির নাম জার্নেল সিং ৷ তিনি তাসমানিয়ার হোবার্টে একটি রেস্তোরাঁ চালান ৷ অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে এই খবর জানিয়েছে ৷ জার্নেল সিং ওই সংবাদমাধ্যমকে বলেছে, "আগে কখনও আমার সঙ্গে এমনটি ঘটেনি, এবং এটি গত দুই, তিন মাস ধরে এমন চলছে ৷"

তিনি আরও বলেন, "আপনার বাড়িতে যখন এমন ঘটনা ঘটে, তখন সেটা মানসিকভাবে খুব চাপের হয় ৷ বিশেষ করে আপনার নাম লক্ষ্য করে আক্রমণ করা হয়, তখন বিষয়টি অত্যন্ত মানসিক চাপের । তখন মনে হয় কিছু একটা করতে হবে ৷"

তিনি জানিয়েছেন, গাড়িতে কুকুরের মল-মূত্র লাগিয়ে দেওয়ার ঘটনা টানা তিন-চারদিন ধরে হয়েছে ৷ বাড়ির দেওয়ালে লিখে দেওয়া হয়েছে, ‘গো হোম ইন্ডিয়ান’ ৷ অর্থাৎ বাড়ি ফিরে যাও ভারতীয় ৷ বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন ৷ কিন্তু এর কোনও ভিডিয়ো প্রমাণ নেই ৷ ফলে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, তা খুঁজতে সমস্যায় পড়ছেন তদন্তকারীরা ৷

জার্নেল সিং জানিয়েছেন যে তিনি গত 15 বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন ৷ তার মধ্যে গত 10 বছর তিনি তাসমানিয়ায় আছেন ৷ কিন্তু এমন ঘটনার মুখোমুখি তিনি কখনও আগে হননি ৷ প্রথমে তিনি ভেবেছিলেন যে কমবয়সী কারও কাজ ৷ তাই প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ পরে বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ৷

এই ঘটনা নিয়ে তাসমানিয়া পুলিশ কমান্ডার জেসন এলমার একটি বিবৃতি দিয়েছেন ৷ সেখানে জানানো হয়েছে যে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে ৷ এই ধরনের ঘটনাকে বরদাস্ত করা হবে না ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের
  2. কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের

মেলবোর্ন, 16 নভেম্বর: বর্ণবিদ্বেষের শিকার এক রেস্তোরাঁ মালিক ৷ এমনই অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ায় ৷ তিনি সেখানেই থাকেন ৷ সেখানেই তাঁর রেস্তোরাঁ রয়েছে ৷ তাঁর দাবি, গত কয়েকমাসে বারবার তাঁকে বারবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে ৷ অনেকেই তাঁকে ব্যাঙ্গ করে ‘গো হোম’ বা দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন ৷ অনেকে আবার তাঁর গাড়িতে কুকুরের মল-মূত্র লাগিয়ে দিয়ে গিয়েছেন ৷

যাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছ, ওই ব্যক্তির নাম জার্নেল সিং ৷ তিনি তাসমানিয়ার হোবার্টে একটি রেস্তোরাঁ চালান ৷ অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে এই খবর জানিয়েছে ৷ জার্নেল সিং ওই সংবাদমাধ্যমকে বলেছে, "আগে কখনও আমার সঙ্গে এমনটি ঘটেনি, এবং এটি গত দুই, তিন মাস ধরে এমন চলছে ৷"

তিনি আরও বলেন, "আপনার বাড়িতে যখন এমন ঘটনা ঘটে, তখন সেটা মানসিকভাবে খুব চাপের হয় ৷ বিশেষ করে আপনার নাম লক্ষ্য করে আক্রমণ করা হয়, তখন বিষয়টি অত্যন্ত মানসিক চাপের । তখন মনে হয় কিছু একটা করতে হবে ৷"

তিনি জানিয়েছেন, গাড়িতে কুকুরের মল-মূত্র লাগিয়ে দেওয়ার ঘটনা টানা তিন-চারদিন ধরে হয়েছে ৷ বাড়ির দেওয়ালে লিখে দেওয়া হয়েছে, ‘গো হোম ইন্ডিয়ান’ ৷ অর্থাৎ বাড়ি ফিরে যাও ভারতীয় ৷ বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন ৷ কিন্তু এর কোনও ভিডিয়ো প্রমাণ নেই ৷ ফলে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, তা খুঁজতে সমস্যায় পড়ছেন তদন্তকারীরা ৷

জার্নেল সিং জানিয়েছেন যে তিনি গত 15 বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন ৷ তার মধ্যে গত 10 বছর তিনি তাসমানিয়ায় আছেন ৷ কিন্তু এমন ঘটনার মুখোমুখি তিনি কখনও আগে হননি ৷ প্রথমে তিনি ভেবেছিলেন যে কমবয়সী কারও কাজ ৷ তাই প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ পরে বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ৷

এই ঘটনা নিয়ে তাসমানিয়া পুলিশ কমান্ডার জেসন এলমার একটি বিবৃতি দিয়েছেন ৷ সেখানে জানানো হয়েছে যে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে ৷ এই ধরনের ঘটনাকে বরদাস্ত করা হবে না ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের
  2. কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের
Last Updated : Nov 16, 2023, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.