ETV Bharat / international

Drunk Woman Raped: ব্রিটেনে নেশাগ্রস্ত মহিলাকে ধর্ষণ, ছ'বছরের সাজা ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের - প্রীত ভিকাল

ব্রিটেনে নেশাগ্রস্ত মহিলাকে ধর্ষণে ছয় বছরের সাজা পেল ভারতীয় বংশোদ্ভূত ছাত্র ৷ যুবকের বয়স 20 বছর ৷

six years imprisonment
মহিলাকে ধর্ষণ
author img

By

Published : Jun 18, 2023, 6:23 PM IST

লন্ডন, 18 জুন: নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়ে ব্রিটেনে মহিলাকে ধর্ষণ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার ৷ এই ঘটনায় ছ'বছরেরও বেশি কারাদণ্ড পেল 20 বছর বয়সি অভিযুক্ত তরুণ ৷ গতবছর ওয়েলসে বন্ধুদের সঙ্গে নাইট আউট বেরিয়ে ছিলেন নির্যাতিতা মহিলা ৷ তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই ছাত্র প্রীত ভিকালের বিরুদ্ধে ৷ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা করেছে আদালত ৷ সিসিটিভি ফুটেজে মদ্যপ মহিলাকে তার কাধে তুলে কার্ডিফ শহরের দিকে নিয়ে যেতে দেখা গিয়েছে প্রীত ভিকালকে । পরবর্তীতে জেরায় ভিকাল ধর্ষণের কথা স্বীকার করে নেয় ৷ এরপরেই তরুণ অপরাধীদের প্রতিষ্ঠানের তরফে তাকে ছয় বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ শুক্রবার সাউথ ওয়েলস পুলিশ এমনটাই জানিয়েছে ।

গোয়েন্দা কনস্টেবল নিক উডল্যান্ড জানান, কার্ডিফ শহরে বন্ধুদের সঙ্গে নাইট আউট করার সময় ওই মহিলার সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভারতীয় বংশোদ্ভূত ভিকালের দেখা হয় । কার্ডিফে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত ৷ তবে প্রীত ভিকাল যা ঘটিয়েছে, সেটি ব্যতিক্রম ঘটনা ৷ সে একজন নেশাগ্রস্ত এবং দুর্বল মহিলার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেছে ৷ ওই মহিলা তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তাদের থেকে কোনওভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ সেই পরিস্থিতিরই সুযোগ নেয় অভিযুক্ত ছাত্র ৷

আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

প্রসিকিউটর ম্যাথিউ কোবে জানান, ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতিতাকে তাঁর সম্মতি ছাড়া নিজের ঘরে নিয়ে এসেছিল ৷ সেখানেই তাঁকে ধর্ষণ করে ৷ পুলিশ আধিকারিররা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও নির্যাতিতার সঙ্গে ওই ছাত্রের একটি ইনস্টাগ্রামে কথোপকথন থেকে তাকে সনাক্ত করে ৷ পরে তাকে গ্রেফতার করা হয়েছিল । প্রীত ভিকাল ওই ঘটনার দিন তার বিছানায় ওই নেশাগ্রস্ত মহিলার সঙ্গে ছবিও তোলে বলে জানা গিয়েছে ।

লন্ডন, 18 জুন: নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়ে ব্রিটেনে মহিলাকে ধর্ষণ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার ৷ এই ঘটনায় ছ'বছরেরও বেশি কারাদণ্ড পেল 20 বছর বয়সি অভিযুক্ত তরুণ ৷ গতবছর ওয়েলসে বন্ধুদের সঙ্গে নাইট আউট বেরিয়ে ছিলেন নির্যাতিতা মহিলা ৷ তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই ছাত্র প্রীত ভিকালের বিরুদ্ধে ৷ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা করেছে আদালত ৷ সিসিটিভি ফুটেজে মদ্যপ মহিলাকে তার কাধে তুলে কার্ডিফ শহরের দিকে নিয়ে যেতে দেখা গিয়েছে প্রীত ভিকালকে । পরবর্তীতে জেরায় ভিকাল ধর্ষণের কথা স্বীকার করে নেয় ৷ এরপরেই তরুণ অপরাধীদের প্রতিষ্ঠানের তরফে তাকে ছয় বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ শুক্রবার সাউথ ওয়েলস পুলিশ এমনটাই জানিয়েছে ।

গোয়েন্দা কনস্টেবল নিক উডল্যান্ড জানান, কার্ডিফ শহরে বন্ধুদের সঙ্গে নাইট আউট করার সময় ওই মহিলার সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভারতীয় বংশোদ্ভূত ভিকালের দেখা হয় । কার্ডিফে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত ৷ তবে প্রীত ভিকাল যা ঘটিয়েছে, সেটি ব্যতিক্রম ঘটনা ৷ সে একজন নেশাগ্রস্ত এবং দুর্বল মহিলার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেছে ৷ ওই মহিলা তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তাদের থেকে কোনওভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ সেই পরিস্থিতিরই সুযোগ নেয় অভিযুক্ত ছাত্র ৷

আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

প্রসিকিউটর ম্যাথিউ কোবে জানান, ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতিতাকে তাঁর সম্মতি ছাড়া নিজের ঘরে নিয়ে এসেছিল ৷ সেখানেই তাঁকে ধর্ষণ করে ৷ পুলিশ আধিকারিররা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও নির্যাতিতার সঙ্গে ওই ছাত্রের একটি ইনস্টাগ্রামে কথোপকথন থেকে তাকে সনাক্ত করে ৷ পরে তাকে গ্রেফতার করা হয়েছিল । প্রীত ভিকাল ওই ঘটনার দিন তার বিছানায় ওই নেশাগ্রস্ত মহিলার সঙ্গে ছবিও তোলে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.