ETV Bharat / international

US Intelligence over India: পাকিস্তানের উস্কানিতে সামরিক জবাব দেবে ভারত, মার্কিন গোয়েন্দার রিপোর্ট - India China Conflict

খোদ মার্কিন গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদি সামরিক উপায়ে উত্তর দেবেন ৷ চিনের সঙ্গেও ভারতের সংঘর্ষ বৃদ্ধির ঝুঁকি রয়েছে (US Intelligence report over India-Pakistan and India-China Relation) ৷

India Military
ভারতীয় সেনাবাহিনী
author img

By

Published : Mar 9, 2023, 12:23 PM IST

ওয়াশিংটন, 9 মার্চ: ভারতের সঙ্গে পাকিস্তান ও চিন- দুই প্রতিবেশী তথা শত্রু দেশের সঙ্গে বিবাদ আরও বাড়তে পারে ৷ এমন আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ৷ এমনকী নরেন্দ্র মোদির সরকারের জমানায় ভারত-পাকিস্তান ও ভারত-চিন সংঘর্ষের সম্ভাবনা প্রবল ৷ পাকিস্তানের উসকানিতে ভারতের সেনাবাহিনী অতীতের থেকে বেশি জবাব দেবে মনে করছে খোদ মার্কিন গোয়েন্দারা (US Intelligence reports over conflict among India, Pakistan and China ) ৷

আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি একটি বার্ষিক রিপোর্ট পেশ করে মার্কিন কংগ্রেসে ৷ সেখান থেকে এই তথ্য উঠে এসেছে ৷ রিপোর্টে জানানো হয়েছে, ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে ৷ এই সমস্যা কিছুটা হলেও মিটেছে ৷ কিন্তু 2020 সালে দুই দেশের সীমান্ত সংঘাত এই দশকের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা ৷ ভারত ও চিনের বিতর্কিত সীমান্ত এলাকায় সেনার সংখ্যা বাড়িয়েছে দু'দেশই ৷ এতে দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘর্ষের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ৷ শুধু দু'টি দেশই নয় এর মধ্যে সরাসরি জড়িয়ে পড়বে আমেরিকার জনগণ, তাদের স্বার্থ ৷ হয়তো আমেরিকাকে হস্তক্ষেপ করতে হবে ৷ এর আগে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি সংলগ্ন অঞ্চলে হওয়া স্থিতাবস্থা থেকে বোঝা যায় এখানে ছোটখাটো ঝামেলা লেগেই থাকে ৷ যা খুব সহজে বাড়তে পারে ৷

ওই রিপোর্টে ভারত-পাকিস্তানের মধ্যে সংকটের কথা উল্লেখ করা হয়েছে ৷ দু'টি দেশই পরমাণু শক্তিধর দেশ ৷ রিপোর্টে বলা হয়েছে, "ইতিহাস বলছে পাকিস্তান ভারত-বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে মদত দিয়ে এসেছে ৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পাকিস্তানের উসকানিমূলক কাজকর্মে ভারত অতীতের থেকে বেশি জবাব দেবে এবং তা হবে সামরিক বাহিনীর মাধ্যমে ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধার ঝুঁকি প্রবল ৷ কাশ্মীরে উত্তপ্ত এবং অস্থির আবহাওয়া অথবা ভারতে জঙ্গি হামলা তার সম্ভাবনা বাড়িয়ে দেবে ৷" আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, আমেরিকা-পাকিস্তানের মধ্যে সন্ত্রাস-বিরোধী আলোচনায় একটা সুযোগ তৈরি হতে পারে ৷ সন্ত্রাসবাদী কাজকর্মের হুমকি এবং চরমপন্থী হিংসাত্মক আক্রমণ বিষয়ে আমেরিকা পাকিস্তানের সঙ্গে কাজ করার ইচ্ছে জানাতে পারবে ৷

আরও পড়ুন: সন্ত্রাসে মদত নিয়ে পাকিস্তানের মন্ত্রীকেই প্রশ্ন করুন, পাক-সাংবাদিককে কড়াবার্তা জয়শঙ্করের

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.