ETV Bharat / international

Indian Student Death:আমেরিকায় ভারতীয় ছাত্রীর মৃত্যুতে মশকরা! কড়া বার্তা দিল্লির - গাড়ির ধাক্কায় মৃত্যু

সিয়াটেলে ভারতীয় ছাত্রী জাহ্নবীর মৃত্যু ঘিরে বিতর্ক ৷ প্রকাশিত ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে সিয়াটেল পুলিশ এই পড়ুয়ার মৃত্যু নিয়ে ঠাট্টা-তামাশা করছে ৷ এর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলল ভারত সরকার ৷

ETV Bharat
ভারতীয় ছাত্রী জাহ্নবীর মৃত্যুতে কড়া বার্তা ভারত সরকারের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 2:34 PM IST

সানফ্রান্সিসকো ও নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: ভারতীয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে হাসছে পুলিশ ৷ বডিক্যাম ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য ৷ এই আচরণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত সরকার ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ভারতের বিদেশমন্ত্রক ৷

সাউথ লেক ইউনিয়নের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রী জাহ্নবী কান্দুলা পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৷ এবছরের 23 জানুয়ারি তিনি ডেক্সটার এভিনিউ নর্থ এবং থমাস স্ট্রিটের মাঝে হাঁটছিলেন ৷ সেই সময় সিয়াটেল পুলিশের গাড়ি প্যাট্রোলিং করছিল ৷ 120 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়িটি চালাচ্ছিলেন পুলিশ আধিকারিক কেভিন ডাভ ৷ দ্রুতগতিতে ছুটে আসা ওই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশ থেকে সিয়াটেলের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন ৷ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আগেই অসময়ে তাঁর মৃত্যু হয় ৷

  • .. for a thorough investigation & action against those involved in this tragic case.
    The Consulate & Embassy will continue to closely follow up on this matter with all concerned authorities.@IndianEmbassyUS @MEAIndia

    — India in SF (@CGISFO) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে সিয়াটেল পুলিশ ৷ এই ভিডিয়োয় আরও একটি মর্মান্তিক মুহূর্ত ধরা পড়েছে ৷ পুলিশ আধিকারিক ড্যানিয়েল অডারার এই ঘটনা নিয়ে মশকরা করছেন ৷ তিনি সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের সহ-সভাপতিও ৷

ঘটনাটি নজরে আসতেই সানফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেট এর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানায় ৷ সেই সূত্র ধরে এক্সে (টুইটারে) বিদেশমন্ত্রক লেখে, "জানুয়ারি মাসে সিয়াটেলে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহ্নবী কান্দুলার ৷ সংবাদমাধ্যমে এই বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা খুবই দুঃখজনক ৷ ওয়াশিংটন স্টেট এবং সিয়াটেলের সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা এই বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছি ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছি ৷ পাশাপাশি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের নজরেও বিষয়টি আনা হয়েছে ৷ এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ৷ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন ৷ কী ব্যবস্থা নেওয়া হল, সে বিষয়ে খেয়াল রাখছে কনস্যুলেট এবং দূতাবাস ৷"

আরও পড়ুন: ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টা, বডিক্যামে ধরা পড়া ভিডিয়োর জেরে তদন্তে সিয়াটেল পুলিশ

ভিডিয়োয় দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক ড্যানিয়েল অডারার বলছেন, "তিনি মৃত ৷" এরপরই খুব জোরে হেসে বলছেন, "তিনি একজন নাগরিক ৷" এরপর তিনি হাসতে হাসতে দাবি করছেন, "হ্যাঁ, শুধু এগারো হাজার ডলারের একটা চেক লিখে দিলেই চলবে ৷" এতেই থামেননি ড্যানিয়েল ৷ তাঁকে বলতে শোনা যাচ্ছে, "তাঁর বয়স মাত্র 26 ৷ তাঁর মূল্য তেমন একটা নেই ৷"

সানফ্রান্সিসকো ও নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: ভারতীয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে হাসছে পুলিশ ৷ বডিক্যাম ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য ৷ এই আচরণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত সরকার ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ভারতের বিদেশমন্ত্রক ৷

সাউথ লেক ইউনিয়নের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রী জাহ্নবী কান্দুলা পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৷ এবছরের 23 জানুয়ারি তিনি ডেক্সটার এভিনিউ নর্থ এবং থমাস স্ট্রিটের মাঝে হাঁটছিলেন ৷ সেই সময় সিয়াটেল পুলিশের গাড়ি প্যাট্রোলিং করছিল ৷ 120 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়িটি চালাচ্ছিলেন পুলিশ আধিকারিক কেভিন ডাভ ৷ দ্রুতগতিতে ছুটে আসা ওই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশ থেকে সিয়াটেলের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন ৷ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আগেই অসময়ে তাঁর মৃত্যু হয় ৷

  • .. for a thorough investigation & action against those involved in this tragic case.
    The Consulate & Embassy will continue to closely follow up on this matter with all concerned authorities.@IndianEmbassyUS @MEAIndia

    — India in SF (@CGISFO) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে সিয়াটেল পুলিশ ৷ এই ভিডিয়োয় আরও একটি মর্মান্তিক মুহূর্ত ধরা পড়েছে ৷ পুলিশ আধিকারিক ড্যানিয়েল অডারার এই ঘটনা নিয়ে মশকরা করছেন ৷ তিনি সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের সহ-সভাপতিও ৷

ঘটনাটি নজরে আসতেই সানফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেট এর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানায় ৷ সেই সূত্র ধরে এক্সে (টুইটারে) বিদেশমন্ত্রক লেখে, "জানুয়ারি মাসে সিয়াটেলে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহ্নবী কান্দুলার ৷ সংবাদমাধ্যমে এই বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা খুবই দুঃখজনক ৷ ওয়াশিংটন স্টেট এবং সিয়াটেলের সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা এই বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছি ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছি ৷ পাশাপাশি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের নজরেও বিষয়টি আনা হয়েছে ৷ এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ৷ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন ৷ কী ব্যবস্থা নেওয়া হল, সে বিষয়ে খেয়াল রাখছে কনস্যুলেট এবং দূতাবাস ৷"

আরও পড়ুন: ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টা, বডিক্যামে ধরা পড়া ভিডিয়োর জেরে তদন্তে সিয়াটেল পুলিশ

ভিডিয়োয় দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক ড্যানিয়েল অডারার বলছেন, "তিনি মৃত ৷" এরপরই খুব জোরে হেসে বলছেন, "তিনি একজন নাগরিক ৷" এরপর তিনি হাসতে হাসতে দাবি করছেন, "হ্যাঁ, শুধু এগারো হাজার ডলারের একটা চেক লিখে দিলেই চলবে ৷" এতেই থামেননি ড্যানিয়েল ৷ তাঁকে বলতে শোনা যাচ্ছে, "তাঁর বয়স মাত্র 26 ৷ তাঁর মূল্য তেমন একটা নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.