ETV Bharat / international

Imran's Supporters Protest: ইমরানের গ্রেফতারির পর অশান্ত পাকিস্তান, সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা

author img

By

Published : May 9, 2023, 9:57 PM IST

Updated : May 9, 2023, 10:24 PM IST

তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানকে রেঞ্জার্স বাহিনীর গ্রেফতারির প্রতিবাদে এদিন রাওয়ালপিন্ডিতে সেনার সদর দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে এক সেনা কমান্ডারের বাসভবন জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা ৷

Imran Khan Arrest
সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা
সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা

ইসলামাবাদ, 9 মে: গ্রেফতার ইমরান খান ৷ আর প্রাক্তন পাক অধিনায়কের নাটকীয় গ্রেফতারির পরই অশান্ত হয়ে উঠল পাকিস্তান ৷ ইমরানের গ্রেফতারির প্রতিবাদে তাঁর উন্মত্ত অনুরাগীরা সেনার সদর দফতর জ্বালিয়ে দিতেও কুণ্ঠাবোধ করল না ৷ সোশাল মিডিয়ায় অশান্ত ওয়াঘার ওপারের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানকে রেঞ্জার্স বাহিনীর গ্রেফতারির প্রতিবাদে এদিন রাওয়ালপিন্ডিতে সেনার সদর দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে এক সেনা কমান্ডারের বাসভবন জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা ৷

এদিন হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টের উদ্দেশে সকালেই রওনা হয়েছিলেন ইমরান ৷ যাওয়ার পথে গাড়িতে বসেই নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে টুইটারে একটি ভিডিয়ো আপলোড করেন বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক ৷ পরে আদালতে পৌঁছে বায়োমেট্রিক প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে রেঞ্জার্স বাহিনী ৷ কলার ধরে টেনে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গাড়িতে তোলে তারা ৷ উল্লেখ্য, সোমবারই ইমরানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা আইএসআই পাক সেনার কাছে অভিযোগ জানায় ৷

যদিও যে অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়, তাকে ভিত্তিহীন বলে দাবি করে ইমরান ও তাঁর দল ৷ ঠিক তার পরদিনই গ্রেফতার হতে হল পিটিআই চেয়ারম্যানকে ৷ আর ইমরান আহমেদ খান নিয়াজির খবর ছড়িয়ে পড়া মাত্রই দেশের বিভিন্ন প্রদেশে শুরু হয় প্রতিবাদ ৷ হিংসার আগুন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র ৷ হিংসার আঁচ থেকে রেহাই পায়নি পুলিশের গাড়ি কিংবা সরকারি সম্পত্তি ৷ রাওয়ালপিন্ডিতে এদিন ইমরানের সমর্থকেরা সেনার সদর দফতরের গেট ভেঙে নজিরবিহীনভাবে ভিতরে ঢুকে পড়ে এবং স্লোগান দিতে থাকে ৷ দফতরে উপস্থিত সেনারা উন্মত্ত জনতাকে আটকানোর কোনও প্রচেষ্টাই করেনি ৷

আরও পড়ুন: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ইসলামাবাদে জারি 144 ধারা

সেদেশের পঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত সরকার রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে রেঞ্জার্সকে তলব করেছে ৷ পঞ্জাব প্রদেশে ইতিমধ্যেই জারি হয়েছে 144 ধারা ৷ একইসঙ্গে যে সকল জায়গায় হিংসা ছড়িয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে ৷ ইসলামাবাদেও জারি হয়েছে কারফিউ ৷ হিংসার ঘটনায় দেশের সমস্ত বেসরকারি স্কুল আগামিকাল অর্থাৎ, বুধবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে ৷

সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা

ইসলামাবাদ, 9 মে: গ্রেফতার ইমরান খান ৷ আর প্রাক্তন পাক অধিনায়কের নাটকীয় গ্রেফতারির পরই অশান্ত হয়ে উঠল পাকিস্তান ৷ ইমরানের গ্রেফতারির প্রতিবাদে তাঁর উন্মত্ত অনুরাগীরা সেনার সদর দফতর জ্বালিয়ে দিতেও কুণ্ঠাবোধ করল না ৷ সোশাল মিডিয়ায় অশান্ত ওয়াঘার ওপারের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানকে রেঞ্জার্স বাহিনীর গ্রেফতারির প্রতিবাদে এদিন রাওয়ালপিন্ডিতে সেনার সদর দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে এক সেনা কমান্ডারের বাসভবন জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা ৷

এদিন হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টের উদ্দেশে সকালেই রওনা হয়েছিলেন ইমরান ৷ যাওয়ার পথে গাড়িতে বসেই নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে টুইটারে একটি ভিডিয়ো আপলোড করেন বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক ৷ পরে আদালতে পৌঁছে বায়োমেট্রিক প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে রেঞ্জার্স বাহিনী ৷ কলার ধরে টেনে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গাড়িতে তোলে তারা ৷ উল্লেখ্য, সোমবারই ইমরানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা আইএসআই পাক সেনার কাছে অভিযোগ জানায় ৷

যদিও যে অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়, তাকে ভিত্তিহীন বলে দাবি করে ইমরান ও তাঁর দল ৷ ঠিক তার পরদিনই গ্রেফতার হতে হল পিটিআই চেয়ারম্যানকে ৷ আর ইমরান আহমেদ খান নিয়াজির খবর ছড়িয়ে পড়া মাত্রই দেশের বিভিন্ন প্রদেশে শুরু হয় প্রতিবাদ ৷ হিংসার আগুন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র ৷ হিংসার আঁচ থেকে রেহাই পায়নি পুলিশের গাড়ি কিংবা সরকারি সম্পত্তি ৷ রাওয়ালপিন্ডিতে এদিন ইমরানের সমর্থকেরা সেনার সদর দফতরের গেট ভেঙে নজিরবিহীনভাবে ভিতরে ঢুকে পড়ে এবং স্লোগান দিতে থাকে ৷ দফতরে উপস্থিত সেনারা উন্মত্ত জনতাকে আটকানোর কোনও প্রচেষ্টাই করেনি ৷

আরও পড়ুন: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ইসলামাবাদে জারি 144 ধারা

সেদেশের পঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত সরকার রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে রেঞ্জার্সকে তলব করেছে ৷ পঞ্জাব প্রদেশে ইতিমধ্যেই জারি হয়েছে 144 ধারা ৷ একইসঙ্গে যে সকল জায়গায় হিংসা ছড়িয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে ৷ ইসলামাবাদেও জারি হয়েছে কারফিউ ৷ হিংসার ঘটনায় দেশের সমস্ত বেসরকারি স্কুল আগামিকাল অর্থাৎ, বুধবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে ৷

Last Updated : May 9, 2023, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.