ETV Bharat / international

Imran to Appeal Pak SC : বিদেশি শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্তে চেয়ে আদালতের পথে ইমরান

author img

By

Published : Apr 6, 2022, 9:19 PM IST

2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) ৷ সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ায় তিনি গদিচ্যূত হয়েছেন ৷ যদিও অনাস্থা প্রস্তাবে হারার প্রবল সম্ভাবনা ছিল তাঁর সরকারের ৷ ইমরানের দাবি, তাঁকে গদিচ্যূত করতে বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে ৷

imran khan to demand judicial inquiry into lettergate from pakistan supreme court
Imran to Appeal Pak SC : বিদেশি শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্তে চেয়ে আদালতের পথে ইমরান

ইসলামাবাদ, 6 এপ্রিল : এবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) ৷ তাঁর সরকার ফেলে দেওয়া নিয়ে বিদেশি শক্তির হুমকি চিঠি সংক্রান্ত বিষয়ে তদন্ত চান ইমরান (Imran Khan to Demand Judicial Inquiry into Lettergate from Pakistan Supreme Court) ৷ তাঁর দাবি এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত হোক ৷ সেই কারণে তিনি পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন ৷

পাকিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে ইমরান সে দেশের শীর্ষ আদালতের কাছে এই নিয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় কমিশন তৈরির দাবি জানাতে চলেছেন ৷

অন্যদিকে ইমরান খানের ভাগ্যও ঝুলছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হাতে ৷ কারণ, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়া এবং সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়া নিয়ে ওই মামলা রুজু হয়েছে ৷ সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিস দেওয়া হয়েছে এই নিয়ে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ইমরান খান রাশিয়া সফরে যান ৷ ক্রেমলিনে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে ৷ তাঁর দেশে ফেরার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ৷ ইমরানের বিরুদ্ধে দু’বার অনাস্থা এসেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷

শরিক দল ছেড়ে যাওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে ইমরান সরকার ৷ ফলে তাঁর সরকারের পতন আসন্ন ছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে পাক প্রেসিডেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন ৷ এবার ওই দেশে ভোটের পালা ৷ যদিও এই বিরোধীরা ক্ষুব্ধ ৷ তাই সে দেশের সুপ্রিম কোর্ট এই মামলায় কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সবপক্ষ ৷

এরই মধ্যে ইমরান একাধিকবার তাঁর সরকার ফেলা নিয়ে বিদেশি শক্তির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন ৷ এই নিয়ে একটি চিঠিও ফাঁস হয়েছে বলে দাবি করেন ৷ ইমরানের পাশে দাঁড়িয়ে রাশিয়া এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগে (Russia Slams US on Pakistan Political Crisis) ৷ তাই এখন দেখার ইমরানের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় !

আরও পড়ুন : Russia Slams US on Pakistan Crisis : পুতিনের সঙ্গে বৈঠকে বসায় মার্কিন কোপে গদিচ্যুত ইমরান, দাবি রাশিয়ার

ইসলামাবাদ, 6 এপ্রিল : এবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) ৷ তাঁর সরকার ফেলে দেওয়া নিয়ে বিদেশি শক্তির হুমকি চিঠি সংক্রান্ত বিষয়ে তদন্ত চান ইমরান (Imran Khan to Demand Judicial Inquiry into Lettergate from Pakistan Supreme Court) ৷ তাঁর দাবি এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত হোক ৷ সেই কারণে তিনি পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন ৷

পাকিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে ৷ সেখানে দাবি করা হয়েছে যে ইমরান সে দেশের শীর্ষ আদালতের কাছে এই নিয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় কমিশন তৈরির দাবি জানাতে চলেছেন ৷

অন্যদিকে ইমরান খানের ভাগ্যও ঝুলছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হাতে ৷ কারণ, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়া এবং সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়া নিয়ে ওই মামলা রুজু হয়েছে ৷ সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিস দেওয়া হয়েছে এই নিয়ে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ইমরান খান রাশিয়া সফরে যান ৷ ক্রেমলিনে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে ৷ তাঁর দেশে ফেরার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ৷ ইমরানের বিরুদ্ধে দু’বার অনাস্থা এসেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷

শরিক দল ছেড়ে যাওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে ইমরান সরকার ৷ ফলে তাঁর সরকারের পতন আসন্ন ছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে পাক প্রেসিডেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন ৷ এবার ওই দেশে ভোটের পালা ৷ যদিও এই বিরোধীরা ক্ষুব্ধ ৷ তাই সে দেশের সুপ্রিম কোর্ট এই মামলায় কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সবপক্ষ ৷

এরই মধ্যে ইমরান একাধিকবার তাঁর সরকার ফেলা নিয়ে বিদেশি শক্তির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন ৷ এই নিয়ে একটি চিঠিও ফাঁস হয়েছে বলে দাবি করেন ৷ ইমরানের পাশে দাঁড়িয়ে রাশিয়া এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগে (Russia Slams US on Pakistan Political Crisis) ৷ তাই এখন দেখার ইমরানের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় !

আরও পড়ুন : Russia Slams US on Pakistan Crisis : পুতিনের সঙ্গে বৈঠকে বসায় মার্কিন কোপে গদিচ্যুত ইমরান, দাবি রাশিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.