ETV Bharat / international

Imran Khan: ‘প্রত্যাশিত’ গ্রেফতারির আগে রেকর্ড করা ভিডিয়ো বার্তায় আন্দোলনের ডাক ইমরানের

Imran Khan on His Arrest in Toshakhana Case: তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের জেল হয়েছে ইমরান খানের ৷ শনিবার রায় ঘোষণার পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ গ্রেফতারির আগেই ভিডিয়ো বার্তা রেকর্ড করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি জানান, তাঁকে গ্রেফতার করা হবে তা তিনি আগে থেকেই জানতেন ৷

Imran Khan
Imran Khan
author img

By

Published : Aug 5, 2023, 8:12 PM IST

লাহোর, 5 অগস্ট: গ্রেফতারির আশঙ্কা করে আগেই নিজের ভিডিয়ো বার্তা রেকর্ড করে রেখেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সেই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েওছেন যে তাঁকে গ্রেফতার করা হবে এটা তিনি জানতেন ৷ তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে তাই তিনি বার্তা দিয়েছেন, চুপচাপ বসে না থেকে সমর্থকরা যেন স্বাধীনতা ও অধিকারের দাবিতে লড়াইয়ে নামেন ৷

তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ৷ সেই সাজা ঘোষণা হওয়ার পরই তাঁকে লাহোরের জামান পার্কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পাকিস্তানের পুলিশ ৷ তার পরই ইমরানের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷

ওই ভিডিয়োতে ইমরানকে বলতে শোনা যায়, "যখন এই ভিডিয়ো বার্তাটি আপনাদের কাছে পৌঁছাবে, তখন আমি গ্রেফতার হয়ে জেলে চলে গিয়েছি... সেজন্য আমার একটি অনুরোধ... আপনাদের সকলের কাছে একটি আবেদন... আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না । আমার প্রচেষ্টা আমার জন্য নয়, আমার জনগণের জন্য, আমার সম্প্রদায়ের জন্য, আপনাদের জন্য, আমি এটি আপনাদের জন্য করছি, আমি এটি আপনার সন্তানদের সৌভাগ্যের জন্য করছি ।"

ভিডিয়োতে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আরও বলতে দেখা যায়, "আপনি যদি আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান তবে আপনি দাসত্বের জীবনযাপন করবেন, এবং মনে রাখবেন, দাসদের জীবন নেই ৷" সমর্থকদের প্রতি তাঁর আরও বার্তা, স্বাধীনতা কখনও কেউ হাতে তুলে দিয়ে যায় না ৷

পাকিস্তানের বর্তমান ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হতে চলেছে আগামী 12 অগস্ট ৷ ফলে শীঘ্রই সেখানে নির্বাচন হবে ৷ সেই ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পাকিস্তানের সাধারণ মানুষ যাতে শাহবাজ শরিফের সরকারকে সরিয়ে দেয়, সেই আবেদনও এদিন ওই ভিডিয়ো বার্তায় করেছেন ইমরান খান ৷ তাছাড়া তিনি দোষ চাপিয়েছেন পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরিফের উপরও ৷ সরাসরি নওয়াজের নাম না নিয়ে তাঁর গ্রেফতারিকে তিনি ‘লন্ডন প্ল্য়ান’ বলে উল্লেখ করেছেন ৷ কারণ, নওয়াজ এখন লন্ডনে রয়েছেন ৷

এর আগে গত 9 মে দুর্নীতির মামলায় পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স গ্রেফতার করেছিল পিটিআই চেয়ারম্যান ইমরানকে ৷ তার পর পিটিআই সমর্থকদের তাণ্ডবের সাক্ষী ছিল গোটা দেশ ৷ সরকার বিরোধী বিক্ষোভে তারা অচল করে দিয়েছিল পাকিস্তান ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পান ইমরান ৷ কিন্তু সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগে 1 হাজার পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে মহিলারাও রয়েছেন ৷ অনেকের বিরুদ্ধে আর্মি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে৷ তাদের পুলিশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ৷

আরও পড়ুন: তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’

সম্ভবত সেই কারণেই এখনও পর্যন্ত ইমরানের গ্রেফতারি নিয়ে হিংসাত্মক কোনও আন্দোলন পাকিস্তানে শুরু হওয়ার খবর পাওয়া যায়নি ৷

লাহোর, 5 অগস্ট: গ্রেফতারির আশঙ্কা করে আগেই নিজের ভিডিয়ো বার্তা রেকর্ড করে রেখেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সেই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েওছেন যে তাঁকে গ্রেফতার করা হবে এটা তিনি জানতেন ৷ তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে তাই তিনি বার্তা দিয়েছেন, চুপচাপ বসে না থেকে সমর্থকরা যেন স্বাধীনতা ও অধিকারের দাবিতে লড়াইয়ে নামেন ৷

তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ৷ সেই সাজা ঘোষণা হওয়ার পরই তাঁকে লাহোরের জামান পার্কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পাকিস্তানের পুলিশ ৷ তার পরই ইমরানের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷

ওই ভিডিয়োতে ইমরানকে বলতে শোনা যায়, "যখন এই ভিডিয়ো বার্তাটি আপনাদের কাছে পৌঁছাবে, তখন আমি গ্রেফতার হয়ে জেলে চলে গিয়েছি... সেজন্য আমার একটি অনুরোধ... আপনাদের সকলের কাছে একটি আবেদন... আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না । আমার প্রচেষ্টা আমার জন্য নয়, আমার জনগণের জন্য, আমার সম্প্রদায়ের জন্য, আপনাদের জন্য, আমি এটি আপনাদের জন্য করছি, আমি এটি আপনার সন্তানদের সৌভাগ্যের জন্য করছি ।"

ভিডিয়োতে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আরও বলতে দেখা যায়, "আপনি যদি আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান তবে আপনি দাসত্বের জীবনযাপন করবেন, এবং মনে রাখবেন, দাসদের জীবন নেই ৷" সমর্থকদের প্রতি তাঁর আরও বার্তা, স্বাধীনতা কখনও কেউ হাতে তুলে দিয়ে যায় না ৷

পাকিস্তানের বর্তমান ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হতে চলেছে আগামী 12 অগস্ট ৷ ফলে শীঘ্রই সেখানে নির্বাচন হবে ৷ সেই ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পাকিস্তানের সাধারণ মানুষ যাতে শাহবাজ শরিফের সরকারকে সরিয়ে দেয়, সেই আবেদনও এদিন ওই ভিডিয়ো বার্তায় করেছেন ইমরান খান ৷ তাছাড়া তিনি দোষ চাপিয়েছেন পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরিফের উপরও ৷ সরাসরি নওয়াজের নাম না নিয়ে তাঁর গ্রেফতারিকে তিনি ‘লন্ডন প্ল্য়ান’ বলে উল্লেখ করেছেন ৷ কারণ, নওয়াজ এখন লন্ডনে রয়েছেন ৷

এর আগে গত 9 মে দুর্নীতির মামলায় পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স গ্রেফতার করেছিল পিটিআই চেয়ারম্যান ইমরানকে ৷ তার পর পিটিআই সমর্থকদের তাণ্ডবের সাক্ষী ছিল গোটা দেশ ৷ সরকার বিরোধী বিক্ষোভে তারা অচল করে দিয়েছিল পাকিস্তান ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পান ইমরান ৷ কিন্তু সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগে 1 হাজার পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে মহিলারাও রয়েছেন ৷ অনেকের বিরুদ্ধে আর্মি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে৷ তাদের পুলিশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ৷

আরও পড়ুন: তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’

সম্ভবত সেই কারণেই এখনও পর্যন্ত ইমরানের গ্রেফতারি নিয়ে হিংসাত্মক কোনও আন্দোলন পাকিস্তানে শুরু হওয়ার খবর পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.