ইসলামাবাদ (পাকিস্তান), 12 মে: সুপ্রিম কোর্ট মুক্তি দেওয়ার পর শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে তিনি হাজির হন ইসলামাবাদের উচ্চ আদালতে ৷ আল কাদির ট্রাস্ট মামলাতেই এই হাজিরা ৷
এই মামলাতেই তিনি গ্রেফতার হয়েছিলেন গত মঙ্গলবার ৷ গত বুধবার আদালত তাঁকে আটদিনের জন্য পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাবের হেফাজতে পাঠায় ৷ কিন্তু বৃহস্পতিবার পরিস্থিতি একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে যায় ৷ পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারিকে বেআইনি বলে জানিয়ে দেয় ৷ তাঁর মুক্তিরও নির্দেশ দেয় ৷ তাঁর গ্রেফতারির পর ওই দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য প্রশাসনকে কাঠগড়ায় তোলে আদালত ৷
মুক্তি দেওয়ার পাশাপাশি এদিন ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির দিতে বলেছিল পাকিস্তানের শীর্ষ আদালত ৷ সেই মোতাবেক এদিন আদালতে আসেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ৷ তিনি এ দিন আদালতে জামিনের আবেদন করবেন ৷ সেই আবেদনের শুনানি হবে দুই বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেব ও সামান ইমতিয়াজের বিশেষ বেঞ্চে ৷
এদিকে ইমরানের এই হাজিরাকে কেন্দ্র করে ইসলামাবাদ শহরেও আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ তাছাড়া আদালতের বাইরে ইমরানের দলের সমর্থকরাও হাজির হয়েছেন ৷ সমর্থকদের দাবি, আদালত থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ কারণ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মুক্তি দিলেও ইমরানকে পুলিশ লাইনের গেস্ট হাউজে পাঠিয়েছিলেন ৷ সেখান থেকেই আদালতে আসেন ইমরান ৷ তাই এখনও পর্যন্ত তিনি সাধারণের সঙ্গে কথা বলতে পারেননি ৷ ফলে তিনি কি বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা ৷
অন্যদিকে ইমরানের দলের অন্য নেতাদের গ্রেফতারি এখনও চলছে ৷ পিটিআই নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পঞ্জাবের ইয়াসমিন রশিদ শুক্রবার লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া দলের সিনিয়র সহ সভাপতি ড. শিরিন মাজারিকেও গ্রেফতার করেছে পুলিশ ৷
আরও পড়ুন: গ্রেফতার বেআইনি, ইমরানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের