ETV Bharat / international

আইসল্যান্ডের রেইকানেসে ভয়াবহ অগ্ন্যুৎপাত! পাহাড়ের চূড়া বেয়ে নামছে লাভার স্রোত

Iceland Volcano Eruption: অগ্ন্যুৎপাত শুরু হয়েছে আইসল্যান্ডে ৷ এর আগে নভেম্বর মাসে বারবার ভূমিকম্প হওয়ায় বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার কথা জানানো হয়েছিল ৷ তখনই অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হয়েছিল ৷

ETV Bharat
আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:28 AM IST

স্টকহোম, 19 ডিসেম্বর: অগ্ন্যুৎপাত শুরু হল আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ স্থানীয় সময় সোমবার রাতে এই অগ্ন্যুৎপাতে ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসতে থাকে ৷ লাভার ধোঁয়ায় আকাশ কমলা রঙের হয়ে গিয়েছে ৷ দেশের সিভিল ডিফেন্স এলাকাবাসীকে সতর্ক করেছে ৷ কয়েক সপ্তাহ আগেই রেইকানেস থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে ৷ তারপরে এই অগ্ন্যুৎপাত ৷

আইসল্যান্ডের মেটেওরোলজিক্যাল অফিস জানিয়েছে, গ্রিনডাভিক শহর থেকে 4 কিলোমিটার দূরে এই অগ্ন্যুৎপাত হয়েছে ৷ ওয়েব ক্যামে এই অগ্ন্যুৎপাতের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে ৷ স্থানীয় সময় রাত 10.17 মিনিটে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় ৷ আলোর সঙ্গে সঙ্গে অগ্ন্যুৎপাত শুরু হয় ৷ লাভা, গলে যাওয়া পাথর পাহাড়ের চূড়া দিয়ে বেরিয়ে আসতে শুরু করে ৷ উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার এই অগ্ন্যুৎপাতের নির্দিষ্ট জায়গা এবং এই অগ্ন্যুৎপাতের আয়তন চিহ্নিত করার কাজ শুরু করবে ৷ কত পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে, তাও পরিমাপ করা হবে ৷

আইসল্যান্ডের সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, প্রতি সেকেন্ডে কমপক্ষে 100 কিউবিক মিটার জুড়ে এই ম্যাগমা স্রোত বয়ে চলেছে ৷ এটা অনেক বড় ধরনের অগ্ন্যুৎপাত ৷ তাই অন্ততপক্ষে এই এলাকায় যথেষ্ট বড় মাপের অগ্ন্যুৎপাত বলে মনে হচ্ছে ৷

নভেম্বরে ঘনঘন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছিল এই এলাকা ৷ তখনই অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হয়েছিল ৷ এর ফলে সেই সময় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ৷ ইউরোপের এই দেশটি উত্তর আটলান্টিকের এমন একটি জায়গায় অবস্থিত, যা অগ্ন্যুৎপাতের হট স্পট ৷ প্রতি 4-5 বছর অন্তর এখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে ৷

2010 সালে হেইয়াফিয়াতলাইয়ারকাতুল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয় ৷ এর ফলে বিপুল পরিমাণ ছাই ছড়িয়ে পড়ে ৷ এই ছাইয়ের পরিমাণ এত বেশি ছিল যে, বেশ কিছু দিন ইউরোপ আকাশে বিমান চলাচল বন্ধ রাখা হয় ৷ আশঙ্কা করা হয়, ওই ছাইয়ে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে ৷ রেইকানেস অঞ্চলে অবস্থিত গ্রিনডাভিক একটা ছোট্ট শহর ৷ এখানে 3 হাজার 400 জন মানুষ বসবাস করে ৷ আইসল্যান্ডের রাজধানী রেইকাভিক থেকে 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত রেইকানেস ৷

আরও পড়ুন:

  1. একাধিক ভূকম্পে আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কা, ঘরবাড়ি খালি করার নির্দেশ প্রশাসনের
  2. আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত! ভয়ংকর সুন্দর দৃশ্যে শিহরিত বিশ্ববাসী
  3. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

স্টকহোম, 19 ডিসেম্বর: অগ্ন্যুৎপাত শুরু হল আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ স্থানীয় সময় সোমবার রাতে এই অগ্ন্যুৎপাতে ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসতে থাকে ৷ লাভার ধোঁয়ায় আকাশ কমলা রঙের হয়ে গিয়েছে ৷ দেশের সিভিল ডিফেন্স এলাকাবাসীকে সতর্ক করেছে ৷ কয়েক সপ্তাহ আগেই রেইকানেস থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে ৷ তারপরে এই অগ্ন্যুৎপাত ৷

আইসল্যান্ডের মেটেওরোলজিক্যাল অফিস জানিয়েছে, গ্রিনডাভিক শহর থেকে 4 কিলোমিটার দূরে এই অগ্ন্যুৎপাত হয়েছে ৷ ওয়েব ক্যামে এই অগ্ন্যুৎপাতের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে ৷ স্থানীয় সময় রাত 10.17 মিনিটে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় ৷ আলোর সঙ্গে সঙ্গে অগ্ন্যুৎপাত শুরু হয় ৷ লাভা, গলে যাওয়া পাথর পাহাড়ের চূড়া দিয়ে বেরিয়ে আসতে শুরু করে ৷ উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার এই অগ্ন্যুৎপাতের নির্দিষ্ট জায়গা এবং এই অগ্ন্যুৎপাতের আয়তন চিহ্নিত করার কাজ শুরু করবে ৷ কত পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে, তাও পরিমাপ করা হবে ৷

আইসল্যান্ডের সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, প্রতি সেকেন্ডে কমপক্ষে 100 কিউবিক মিটার জুড়ে এই ম্যাগমা স্রোত বয়ে চলেছে ৷ এটা অনেক বড় ধরনের অগ্ন্যুৎপাত ৷ তাই অন্ততপক্ষে এই এলাকায় যথেষ্ট বড় মাপের অগ্ন্যুৎপাত বলে মনে হচ্ছে ৷

নভেম্বরে ঘনঘন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছিল এই এলাকা ৷ তখনই অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হয়েছিল ৷ এর ফলে সেই সময় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ৷ ইউরোপের এই দেশটি উত্তর আটলান্টিকের এমন একটি জায়গায় অবস্থিত, যা অগ্ন্যুৎপাতের হট স্পট ৷ প্রতি 4-5 বছর অন্তর এখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে ৷

2010 সালে হেইয়াফিয়াতলাইয়ারকাতুল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয় ৷ এর ফলে বিপুল পরিমাণ ছাই ছড়িয়ে পড়ে ৷ এই ছাইয়ের পরিমাণ এত বেশি ছিল যে, বেশ কিছু দিন ইউরোপ আকাশে বিমান চলাচল বন্ধ রাখা হয় ৷ আশঙ্কা করা হয়, ওই ছাইয়ে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে ৷ রেইকানেস অঞ্চলে অবস্থিত গ্রিনডাভিক একটা ছোট্ট শহর ৷ এখানে 3 হাজার 400 জন মানুষ বসবাস করে ৷ আইসল্যান্ডের রাজধানী রেইকাভিক থেকে 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত রেইকানেস ৷

আরও পড়ুন:

  1. একাধিক ভূকম্পে আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কা, ঘরবাড়ি খালি করার নির্দেশ প্রশাসনের
  2. আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত! ভয়ংকর সুন্দর দৃশ্যে শিহরিত বিশ্ববাসী
  3. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.