ETV Bharat / international

Iceland Volcanic Eruption: একাধিক ভূকম্পে আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কা, ঘরবাড়ি খালি করার নির্দেশ প্রশাসনের - Iceland declares emergency evacuation

ছোট ছোট ভূমিকম্প হয়েই চলেছে আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, মাটির তলায় লাভা জমে এই কম্পন সৃষ্টি হয়েছে ৷ ওই লাভা ভূ-ত্বক দিয়ে বেরিয়ে আসতে পারে ৷ আর তাই তড়িঘড়ি ঘরবাড়ি খালি করে অন্যত্র চলে যাওয়ার সতর্কতা জারি করল সরকার ৷

ETV Bharat
আইসল্যান্ডে ভূমিকম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 1:46 PM IST

Updated : Nov 11, 2023, 1:54 PM IST

রেইকানেস (আইসল্যান্ড), 11 নভেম্বর: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে এলাকা ৷ আর তা থেকে এবার অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করছে দেশের আবহাওয়া দফতর ৷ তাই জরুরিভিত্তিতে সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিল আইসল্যান্ডের সরকার ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্যই এমন সিদ্ধান্ত।

  • The Government of Iceland continues to monitor the situation in close collaboration with the Department of Civil Protection and Emergency Management and the Icelandic Meteorological Office.

    For updated information please visit: https://t.co/SX6fw8RLNe

    — MFA Iceland 🇮🇸 (@MFAIceland) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় সময় শুক্রবার রাতে বারবার কম্পন অনুভূত হয় রেইকানেস এবং গ্রিনডাভিকের বসবাসযোগ্য এলাকাগুলিতে ৷ এরপরই আইসল্যান্ডের হাওয়া অফিস সতর্কতা জারি করে ৷ পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে এলাকাবাসীদের ওই এলাকাগুলির বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয় ৷

আইসল্যান্ডের সংশ্লিষ্ট প্রশাসন রেইকানেসে জরুরি অবস্থার ঘোষণা করেছে ৷ পাশাপাশি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজরও রাখছে সরকার ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, রেইকানেসের কয়েকটি জায়গায় জমি একটু উপরে উঠে এসেছে ৷ গ্রিনডাভিকের দক্ষিণে কম্পন অনুভূত হচ্ছে ৷

স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত এই কম্পনের প্রকৃতি দেখে এবং পাশাপাশি জিপিএসের গতিবিধি দেখার পর মনে করা হচ্ছে, গ্রিনডাভিকের তলায় লাভার চলন শুরু হয়েছে ৷ এখনই এটা জানা সম্ভব নয় যে, ঠিক কোথায় ম্যাগমা বা লাভা রয়েছে বা কোন জায়গায় সেটি ভূ-স্তরের কাছে পৌঁছবে ৷ তবে এই ইঙ্গিত মিলেছে যে, যথেষ্ট পরিমাণে লাভা রয়েছে ৷ ফাগরাডালসফিয়াকে অগ্ন্যুৎপাতের সময় যে পরিমাণ লাভা বেরিয়ে এসেছিল, তার থেকে এই লাভার পরিমাণ অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ 2021 সালের 19 মার্চ এইরকম কম্পন অনুভূত হয়েছিল ৷

সেই হিসেব অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূকম্পনের বেশ কয়েকদিন পর ম্যাগমা বা লাভা ভূ-ত্বকের সংস্পর্শে পৌঁছতে পারে ৷ এদিকে দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র ব্লু লেগুন জিওথার্মাল স্পাটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভূকম্পনের ফলে এলাকায় অগ্ন্যুৎপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷

স্বভাবতই এলাকাবাসীর মধ্য়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ যে কোনও মুহূর্তে লাভা বেরিয়ে আসবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷ বিগত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই রেইকানেস এলাকায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে ৷ এর কারণ ভূত্বকের নীচে জমে ওঠা ম্যাগমা বা লাভা ৷ একটি হিসেব বলছে, 27 অক্টোবর থেকে এই অঞ্চলের জমি 9 সেন্টিমিটার উঁপরে উঠে এসেছে ৷ তবে এখনই লাভা উদগীরণ নাও হতে পারে বলে মনে করছে দেশের আবহাওয়া দফতর ৷ বিশেষজ্ঞরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখতে চাইছে আইসল্যান্ড।

আরও পড়ুন:

1. ফের ভূকম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল এবারও নেপাল

2. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

3. 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

রেইকানেস (আইসল্যান্ড), 11 নভেম্বর: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে এলাকা ৷ আর তা থেকে এবার অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করছে দেশের আবহাওয়া দফতর ৷ তাই জরুরিভিত্তিতে সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিল আইসল্যান্ডের সরকার ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্যই এমন সিদ্ধান্ত।

  • The Government of Iceland continues to monitor the situation in close collaboration with the Department of Civil Protection and Emergency Management and the Icelandic Meteorological Office.

    For updated information please visit: https://t.co/SX6fw8RLNe

    — MFA Iceland 🇮🇸 (@MFAIceland) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্থানীয় সময় শুক্রবার রাতে বারবার কম্পন অনুভূত হয় রেইকানেস এবং গ্রিনডাভিকের বসবাসযোগ্য এলাকাগুলিতে ৷ এরপরই আইসল্যান্ডের হাওয়া অফিস সতর্কতা জারি করে ৷ পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে এলাকাবাসীদের ওই এলাকাগুলির বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয় ৷

আইসল্যান্ডের সংশ্লিষ্ট প্রশাসন রেইকানেসে জরুরি অবস্থার ঘোষণা করেছে ৷ পাশাপাশি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজরও রাখছে সরকার ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, রেইকানেসের কয়েকটি জায়গায় জমি একটু উপরে উঠে এসেছে ৷ গ্রিনডাভিকের দক্ষিণে কম্পন অনুভূত হচ্ছে ৷

স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত এই কম্পনের প্রকৃতি দেখে এবং পাশাপাশি জিপিএসের গতিবিধি দেখার পর মনে করা হচ্ছে, গ্রিনডাভিকের তলায় লাভার চলন শুরু হয়েছে ৷ এখনই এটা জানা সম্ভব নয় যে, ঠিক কোথায় ম্যাগমা বা লাভা রয়েছে বা কোন জায়গায় সেটি ভূ-স্তরের কাছে পৌঁছবে ৷ তবে এই ইঙ্গিত মিলেছে যে, যথেষ্ট পরিমাণে লাভা রয়েছে ৷ ফাগরাডালসফিয়াকে অগ্ন্যুৎপাতের সময় যে পরিমাণ লাভা বেরিয়ে এসেছিল, তার থেকে এই লাভার পরিমাণ অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ 2021 সালের 19 মার্চ এইরকম কম্পন অনুভূত হয়েছিল ৷

সেই হিসেব অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূকম্পনের বেশ কয়েকদিন পর ম্যাগমা বা লাভা ভূ-ত্বকের সংস্পর্শে পৌঁছতে পারে ৷ এদিকে দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র ব্লু লেগুন জিওথার্মাল স্পাটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভূকম্পনের ফলে এলাকায় অগ্ন্যুৎপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷

স্বভাবতই এলাকাবাসীর মধ্য়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ যে কোনও মুহূর্তে লাভা বেরিয়ে আসবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷ বিগত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই রেইকানেস এলাকায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে ৷ এর কারণ ভূত্বকের নীচে জমে ওঠা ম্যাগমা বা লাভা ৷ একটি হিসেব বলছে, 27 অক্টোবর থেকে এই অঞ্চলের জমি 9 সেন্টিমিটার উঁপরে উঠে এসেছে ৷ তবে এখনই লাভা উদগীরণ নাও হতে পারে বলে মনে করছে দেশের আবহাওয়া দফতর ৷ বিশেষজ্ঞরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখতে চাইছে আইসল্যান্ড।

আরও পড়ুন:

1. ফের ভূকম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল এবারও নেপাল

2. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

3. 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

Last Updated : Nov 11, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.