ETV Bharat / international

Arrest warrant against Putin: 'ইউক্রেন হামলায় দায়ী', পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক আদালতের - Russian President Putin

রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC issues arrest warrant against Russian President Putin) ৷ এক বিবৃতিতে আদালত জানিয়েছে, যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত পুতিন ৷ ইউক্রেনে শিশুমৃত্যুর জন্য দায়ী রাশিয়ান প্রেসিডেন্ট ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 11:09 PM IST

দ্য হেগ, 17 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রুশ কুটনীতিবিদ মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক আদালত (International Criminal Court) ৷ জানা গিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকেই দায়ী করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC issues arrest warrant against Russian President Putin)৷

আদালত শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত পুতিন ৷ ইউক্রেনে শিশুমৃত্যুর জন্য দায়ী । বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশনে শিশুদের স্থানান্তর করা হয়েছে ৷ কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷

যদিও আইসিসি-র এই পদক্ষেপের পর এখনও পর্যন্ত ক্রেমলিনের তরফে কোনও মন্তব্য আসেনি ৷ গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়া নৃশংসতার কথা অস্বীকার করেছে । এই বিষয়েই তদন্ত শুরু করেছিল রাষ্টসংঘ ৷ দু'দিন আগে তাদের জেনোসাইড (গণহত্যা) সম্পর্কিত শাখা এই তদন্তের রিপোর্ট প্রকাশ করে ৷ তারপরেই এহেন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ৷

জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের গণহত্যা বিষয়ক শাখার ওই রিপোর্টে বলা হয়েছে, জোর করে শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর পাঁচটি কাজের মধ্যে একটি হিসাবে সংজ্ঞায়িত করে ৷ এটিকে গণহত্যা হিসাবে বিচার করা যেতে পারে । তবে জার্মান ভিত্তিক সংবাদসংস্থা ডিডব্লিউ নিউজ জানিয়েছে, রাশিয়া দ্য হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক্তিয়ারকে স্বীকৃতি দেয় না ৷

রাশিয়া 2000 সালে রোম সংবিধিতে স্বাক্ষর করে ৷ যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যার আওতাধীন ৷ কিন্তু সদস্য হওয়ার চুক্তিটি অনুমোদন করেনি ক্রেমলিন । আনুষ্ঠানিকভাবে 2016 সালে আইসিসি-র প্রতিষ্ঠাতা বিধি থেকে বেরিয়ে যায় রাশিয়া ৷ 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে ক্রেমলিন বেশ কয়েকটি বিশিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ৷ গত বছরের মার্চ মাসে, ইউক্রেনের উপর আক্রমণের জন্য রাশিয়াকে ইউরোপ মহাদেশের শীর্ষস্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কাউন্সিল অফ ইউরোপ থেকে বহিষ্কার করা হয় । পালটা মস্কোও 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের হুমকি দিয়েছে ।

আরও পড়ুন: ইমরান আত্মসমর্পণে রাজি হলে বন্ধ হবে গ্রেফতারির প্রক্রিয়া, জানালেন বিচারক

দ্য হেগ, 17 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রুশ কুটনীতিবিদ মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক আদালত (International Criminal Court) ৷ জানা গিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকেই দায়ী করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC issues arrest warrant against Russian President Putin)৷

আদালত শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত পুতিন ৷ ইউক্রেনে শিশুমৃত্যুর জন্য দায়ী । বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশনে শিশুদের স্থানান্তর করা হয়েছে ৷ কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷

যদিও আইসিসি-র এই পদক্ষেপের পর এখনও পর্যন্ত ক্রেমলিনের তরফে কোনও মন্তব্য আসেনি ৷ গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়া নৃশংসতার কথা অস্বীকার করেছে । এই বিষয়েই তদন্ত শুরু করেছিল রাষ্টসংঘ ৷ দু'দিন আগে তাদের জেনোসাইড (গণহত্যা) সম্পর্কিত শাখা এই তদন্তের রিপোর্ট প্রকাশ করে ৷ তারপরেই এহেন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ৷

জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের গণহত্যা বিষয়ক শাখার ওই রিপোর্টে বলা হয়েছে, জোর করে শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর পাঁচটি কাজের মধ্যে একটি হিসাবে সংজ্ঞায়িত করে ৷ এটিকে গণহত্যা হিসাবে বিচার করা যেতে পারে । তবে জার্মান ভিত্তিক সংবাদসংস্থা ডিডব্লিউ নিউজ জানিয়েছে, রাশিয়া দ্য হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক্তিয়ারকে স্বীকৃতি দেয় না ৷

রাশিয়া 2000 সালে রোম সংবিধিতে স্বাক্ষর করে ৷ যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যার আওতাধীন ৷ কিন্তু সদস্য হওয়ার চুক্তিটি অনুমোদন করেনি ক্রেমলিন । আনুষ্ঠানিকভাবে 2016 সালে আইসিসি-র প্রতিষ্ঠাতা বিধি থেকে বেরিয়ে যায় রাশিয়া ৷ 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে ক্রেমলিন বেশ কয়েকটি বিশিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ৷ গত বছরের মার্চ মাসে, ইউক্রেনের উপর আক্রমণের জন্য রাশিয়াকে ইউরোপ মহাদেশের শীর্ষস্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কাউন্সিল অফ ইউরোপ থেকে বহিষ্কার করা হয় । পালটা মস্কোও 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের হুমকি দিয়েছে ।

আরও পড়ুন: ইমরান আত্মসমর্পণে রাজি হলে বন্ধ হবে গ্রেফতারির প্রক্রিয়া, জানালেন বিচারক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.