ETV Bharat / international

Israel-Hamas War: গাজার প্রধান হাসপাতালের বাইরে মুহুর্মুহু বিমান হামলা, পালাতে অক্ষম আটকে থাকা লোকেরা - গাজার প্রধান হাসপাতাল

Heavy fighting near main Gaza hospital: গাজার বাসিন্দারা শিফা হাসপাতালের চারপাশে মুহুর্মুহু বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ৷ শেষ জেনারেটরের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় আরও কয়েকটি শিশু ও রোগীর মৃত্যু হয়েছে ৷

Israel-Hamas War
ইজরায়েল-গাজা যুদ্ধ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 3:06 PM IST

গাজা, 13 নভেম্বর: গাজার বৃহত্তম হাসপাতালের বাইরে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ তেল আভিভ দাবি করেছিল যে, হাসপাতালের ভেতরে আটকে পড়া শিশু ও অন্যান্যদের তারা সহায়তা করছে ৷ তবে এই দাবি সর্বৈব মিথ্যে বলে জানালেন হাসপাতালের ভিতরে আটকে থাকা স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্যরা ৷ তাঁরা জানিয়েছেন, হাসপাতালের ঠিক বাইরেই লড়াই চলছে, যেখানে ইনকিউবেটরগুলি বিদ্যুত ছাড়াই নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে এবং জরুরি পরিষেবাও দেওয়া যাচ্ছে না ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির জরুরি আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হামাসের হাতে বন্দি হওয়া প্রায় 240 জন বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ৷ গাজায় হামাসের 16 বছরের শাসনের অবসান ঘটাতে ইজরায়েল তার পূর্ণ শক্তি নিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু ৷ তিনি এ কথা বলার একদিন পরই বাসিন্দারা শিফা হাসপাতালের চারপাশে পরপর বিমান হামলা এবং গোলাবর্ষণের কথা জানিয়েছেন ।

কোনও প্রমাণ ছাড়াই ইজরায়েল অভিযোগ করেছে যে, হাসপাতাল প্রাঙ্গণের ভিতরে এবং নীচে একটি কমান্ড পোস্ট লুকিয়ে রেখেছে হামাস ৷ যদিও হামাস ও হাসপাতালের কর্মচারীরা এই অভিযোগ অস্বীকার করেছে । হাসপাতালে আশ্রয় নেওয়া আহমেদ আল-বুর্শ আতঙ্কের সুরে জানিয়েছেন, "ওরা বাইরে আছে, গেট থেকে খুব বেশি দূরে নয় ৷"

শনিবার হাসপাতালের শেষ জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গিয়েছে, যার ফলে তিনটি প্রিম্যাচিওর শিশু এবং আরও চারজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক । তারা জানিয়েছে যে, আরও 36টি শিশু মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে ।

ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা শিফার কাছে রাতারাতি 300 লিটার (79 গ্যালন) জ্বালানি রেখেছিল একটি জরুরি জেনারেটরের জন্য, যা প্রিম্যাচিওর শিশুদের জন্য ইনকিউবেটর চালাতে কাজে লাগানো হত ৷ কিন্তু সামরিক বাহিনী বলেছে, হামাস হাসপাতালটিকে জ্বালানি পেতে বাধা দিয়েছে ।

ডক্টরস উইদাউট বর্ডার ইন্টারন্যাশনালের সভাপতি ক্রিস্টোস ক্রিস্টো সিবিএসের ফেস দ্য নেশনকে বলেছেন, রোগীদের সরিয়ে নিতে কয়েক সপ্তাহ সময় লাগবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক্স সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন যে, শিফা তিন দিন ধরে জল ছাড়াই আছে এবং এখন আর হাসপাতাল হিসাবে কাজ করছে না ।

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধ থামাতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী, আগে পণবন্দিদের ছাড়ার দাবি
  2. প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত

গাজা, 13 নভেম্বর: গাজার বৃহত্তম হাসপাতালের বাইরে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ তেল আভিভ দাবি করেছিল যে, হাসপাতালের ভেতরে আটকে পড়া শিশু ও অন্যান্যদের তারা সহায়তা করছে ৷ তবে এই দাবি সর্বৈব মিথ্যে বলে জানালেন হাসপাতালের ভিতরে আটকে থাকা স্বাস্থ্য আধিকারিক এবং অন্যান্যরা ৷ তাঁরা জানিয়েছেন, হাসপাতালের ঠিক বাইরেই লড়াই চলছে, যেখানে ইনকিউবেটরগুলি বিদ্যুত ছাড়াই নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে এবং জরুরি পরিষেবাও দেওয়া যাচ্ছে না ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির জরুরি আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হামাসের হাতে বন্দি হওয়া প্রায় 240 জন বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ৷ গাজায় হামাসের 16 বছরের শাসনের অবসান ঘটাতে ইজরায়েল তার পূর্ণ শক্তি নিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু ৷ তিনি এ কথা বলার একদিন পরই বাসিন্দারা শিফা হাসপাতালের চারপাশে পরপর বিমান হামলা এবং গোলাবর্ষণের কথা জানিয়েছেন ।

কোনও প্রমাণ ছাড়াই ইজরায়েল অভিযোগ করেছে যে, হাসপাতাল প্রাঙ্গণের ভিতরে এবং নীচে একটি কমান্ড পোস্ট লুকিয়ে রেখেছে হামাস ৷ যদিও হামাস ও হাসপাতালের কর্মচারীরা এই অভিযোগ অস্বীকার করেছে । হাসপাতালে আশ্রয় নেওয়া আহমেদ আল-বুর্শ আতঙ্কের সুরে জানিয়েছেন, "ওরা বাইরে আছে, গেট থেকে খুব বেশি দূরে নয় ৷"

শনিবার হাসপাতালের শেষ জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গিয়েছে, যার ফলে তিনটি প্রিম্যাচিওর শিশু এবং আরও চারজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক । তারা জানিয়েছে যে, আরও 36টি শিশু মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে ।

ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা শিফার কাছে রাতারাতি 300 লিটার (79 গ্যালন) জ্বালানি রেখেছিল একটি জরুরি জেনারেটরের জন্য, যা প্রিম্যাচিওর শিশুদের জন্য ইনকিউবেটর চালাতে কাজে লাগানো হত ৷ কিন্তু সামরিক বাহিনী বলেছে, হামাস হাসপাতালটিকে জ্বালানি পেতে বাধা দিয়েছে ।

ডক্টরস উইদাউট বর্ডার ইন্টারন্যাশনালের সভাপতি ক্রিস্টোস ক্রিস্টো সিবিএসের ফেস দ্য নেশনকে বলেছেন, রোগীদের সরিয়ে নিতে কয়েক সপ্তাহ সময় লাগবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক্স সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন যে, শিফা তিন দিন ধরে জল ছাড়াই আছে এবং এখন আর হাসপাতাল হিসাবে কাজ করছে না ।

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধ থামাতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী, আগে পণবন্দিদের ছাড়ার দাবি
  2. প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.