ETV Bharat / international

Nigeria Church Massacre : নাইজেরিয়ার ক্যাথলিক চার্চে বন্দুকধারীদের হাতে মৃত অন্তত 50 - Gunmen at southwest Nigeria church killed at least 50

ফের বন্দুকধারীদের তাণ্ডব ৷ প্রাণ গেল অন্তত 50 জন মানুষের ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি ক্যাথলিক চার্চে (Gunmen at southwest Nigeria church killed at least 50) ৷

Nigeria Church Massacre News
নাইজেরিয়ার ক্যাথোলিক চার্চে বন্দুকধারী হাতে মৃত্যু অন্তত 50
author img

By

Published : Jun 6, 2022, 8:12 PM IST

Updated : Jun 6, 2022, 9:06 PM IST

অবুজা (নাইজেরিয়া), 6 মে : হঠাৎ বুলেট বর্ষণ ৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়তে থাকেন চার্চের ভিতর জড়ো হওয়া মানুষগুলো ৷ বন্দুকধারীদের উন্মাদ তাণ্ডবে প্রাণ খোয়া গিয়েছে অন্তত 50 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি ক্যাথলিক চার্চে (Massacre at Catholic church in southwestern Nigeria) ৷

ওন্ডো জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবাসরীয় প্রার্থনার জন্য সেখানকার সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে মানুষজন জড়ো হয়েছিলেন চার্চে ৷ তখনই তাঁদের উপর হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্তত 50 জনের ৷

Nigeria Church Massacre News
চার্চের বাইরে স্থানীয় মানুষজন

চার্চের পাশেই থাকেন স্টিভেন ওমোটোও ৷ তিনি জানান, বাড়ি থেকেই তিনি বুলেটের শব্দ পান ৷ দৌড়ে বের হন বাড়ি থেকে ৷ বুঝতে পারেন ঘটনাটি ওই চার্চেই ঘটছে ৷ গিয়ে দেখেন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ বৃদ্ধ এবং তরুণ সব বয়সিই রয়েছে তাঁদের মধ্যে ৷ পড়ে থাকতে দেখেন শিশুদের দেহও ৷ স্টিভেন জানান, চার্চটির মোট তিনটি প্রবেশ-প্রস্থান দ্বার রয়েছে ৷ সেগুলির মধ্যে সামনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে ভিতরে আটকে পড়া মানুষজন পালাতে না পারেন ৷ দরজার বাইরে থেকেই তাঁদের উপর গুলি চালানো হয়েছে ৷

জানা যাচ্ছে, দুষ্কৃতীদল নির্বিচারে গুলি চালিয়েছে ৷ কাউকে পালানোর চেষ্টা করতে দেখলে বা কেউ উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন দেখলে তাঁদের উপর গুলি চালানো হয়েছে ৷ রেয়াত করা হয়নি একবিন্দু ৷ জানতে পারা যায়নি এই হত্যাকাণ্ডে পিছনে কে বা কারা রয়েছে ৷ ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

Nigeria Church Massacre News
সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চের ভিতরে বন্দুকধারীর তাণ্ডবের পর

ঘটনার পর জখমদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানের কর্মীরা জানান, ঘটনার আকস্মিকতা এবং জখমদের সংখ্যা এতটাই বেশি যেন তা গুনতে অসুবিধা হচ্ছিল ৷ এমন পরিস্থিতিতে স্থানীয় ব্লাডব্যাঙ্কেও রক্তের ভাঁড়ারে টান পড়েছে ৷ কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাঁর ডাক্তারি জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখতে হয়েছে তাঁকে ৷ তবে এদিনের এই ঘটনা আলাদা ৷ এমন মর্মান্তিক দৃশ্য তিনি এর আগে দেখেননি ৷

আরও পড়ুন : Bangladesh Depot Blast: বাংলাদেশে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে 40, জখম 450

অবুজা (নাইজেরিয়া), 6 মে : হঠাৎ বুলেট বর্ষণ ৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়তে থাকেন চার্চের ভিতর জড়ো হওয়া মানুষগুলো ৷ বন্দুকধারীদের উন্মাদ তাণ্ডবে প্রাণ খোয়া গিয়েছে অন্তত 50 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি ক্যাথলিক চার্চে (Massacre at Catholic church in southwestern Nigeria) ৷

ওন্ডো জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবাসরীয় প্রার্থনার জন্য সেখানকার সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে মানুষজন জড়ো হয়েছিলেন চার্চে ৷ তখনই তাঁদের উপর হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্তত 50 জনের ৷

Nigeria Church Massacre News
চার্চের বাইরে স্থানীয় মানুষজন

চার্চের পাশেই থাকেন স্টিভেন ওমোটোও ৷ তিনি জানান, বাড়ি থেকেই তিনি বুলেটের শব্দ পান ৷ দৌড়ে বের হন বাড়ি থেকে ৷ বুঝতে পারেন ঘটনাটি ওই চার্চেই ঘটছে ৷ গিয়ে দেখেন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ বৃদ্ধ এবং তরুণ সব বয়সিই রয়েছে তাঁদের মধ্যে ৷ পড়ে থাকতে দেখেন শিশুদের দেহও ৷ স্টিভেন জানান, চার্চটির মোট তিনটি প্রবেশ-প্রস্থান দ্বার রয়েছে ৷ সেগুলির মধ্যে সামনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে ভিতরে আটকে পড়া মানুষজন পালাতে না পারেন ৷ দরজার বাইরে থেকেই তাঁদের উপর গুলি চালানো হয়েছে ৷

জানা যাচ্ছে, দুষ্কৃতীদল নির্বিচারে গুলি চালিয়েছে ৷ কাউকে পালানোর চেষ্টা করতে দেখলে বা কেউ উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন দেখলে তাঁদের উপর গুলি চালানো হয়েছে ৷ রেয়াত করা হয়নি একবিন্দু ৷ জানতে পারা যায়নি এই হত্যাকাণ্ডে পিছনে কে বা কারা রয়েছে ৷ ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

Nigeria Church Massacre News
সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চের ভিতরে বন্দুকধারীর তাণ্ডবের পর

ঘটনার পর জখমদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানের কর্মীরা জানান, ঘটনার আকস্মিকতা এবং জখমদের সংখ্যা এতটাই বেশি যেন তা গুনতে অসুবিধা হচ্ছিল ৷ এমন পরিস্থিতিতে স্থানীয় ব্লাডব্যাঙ্কেও রক্তের ভাঁড়ারে টান পড়েছে ৷ কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাঁর ডাক্তারি জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখতে হয়েছে তাঁকে ৷ তবে এদিনের এই ঘটনা আলাদা ৷ এমন মর্মান্তিক দৃশ্য তিনি এর আগে দেখেননি ৷

আরও পড়ুন : Bangladesh Depot Blast: বাংলাদেশে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে 40, জখম 450

Last Updated : Jun 6, 2022, 9:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.