ETV Bharat / international

Gold in Cattle Smuggling: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে সোনা যোগ ! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের

গরুপাচারের সঙ্গে জড়িত সোনা ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এই পাচারের ক্ষেত্রে পাওনা মেটানো হয় সোনা দিয়ে ৷ এভাবেই সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে সোনা ৷ আর তা ব্যবহার করা হচ্ছে জঙ্গি কার্যকলাপে (Gold Connection in Cattle Smuggling) ৷

Gold Payment in Cattle Smuggling
গরুপাচারে সোনা যোগ
author img

By

Published : Mar 15, 2023, 8:28 AM IST

নয়াদিল্লি, 15 মার্চ: গরুপাচারকারীরা নিজেদের মধ্যে সোনা আদান-প্রদান করে ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গরুপাচারের কারবার চলে ৷ সেখানে পাচারকারীরা টাকা না-দিয়ে বদলে সোনা দিয়ে দাম মেটায় ৷ দেশের গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ আর এর সঙ্গে জড়িত দেশের আর্থিক সুরক্ষাব্যবস্থা ও নিরাপত্তা ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে এই সোনা ব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই গোয়েন্দা রিপোর্টে (Cattle smugglers along Indo Bangla border use gold for payment) ৷

এর রিপোর্টের একটি অংশ উদ্ধৃত করে মন্ত্রকের এক উচ্চাধিকারিক ইটিভি ভারতকে জানায়, "আন্তর্জাতিক সীমান্তে গরুপাচারে (Cattle Smuggling) একজন আরেকজনকে সোনা দিয়ে পাওনা মেটায় ৷ এতে দেশের সুরক্ষা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ৷ মেঘালয় পুলিশ সোনাপাচারের মামলা দায়ের করেছে ৷ ধৃত ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সময় আর্থিক লেনদেনের পরিবর্তে সোনা ব্যবহার করা হয় ৷"

সরকারি তথ্য বলছে, সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র গত দু'মাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) ভারত-বাংলাদেশ সীমান্তে 9.554 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে ৷ 2022 সালে 114.406 কেজি সোনা এবং 2021 সালে 30.497 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছিল ৷ রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আগের থেকে শক্তিশালী করা হয়েছে ৷ তা সত্ত্বেও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলছে ৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ফাঁকফোকড় দিয়ে বেআইনি জিনিসপত্র দেওয়া-নেওয়ার কারবারও হচ্ছে ৷ ওই আধিকারিক বলেন, "ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এগোচ্ছে ৷ কিন্তু বেশ কিছু জায়গায় ভূ-সংস্থানজনিত সমস্যার (topographical challenges) কারণে তা করা যায়নি ৷

এদিকে সীমান্তের যে অঞ্চলে কাঁটাতার রয়েছে, সেখানে নতুন নতুন চক্র ক্রস-বর্ডার কার্যকলাপ চালাচ্ছে ৷ অস্ত্র, নিষিদ্ধ মাদক, পাচার হচ্ছে ৷ এ ধরনের সামাজিক-অর্থনৈতিক যোগাযাগ থাকার জন্যে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামগুলিতে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে ৷" প্রতিবেশী দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জঙ্গিরা তাদের অভিযান চালায় ৷ তাঁর মতে, এসব রুখতে এবার ড্রোন ব্যবহার করা প্রয়োজন ৷ এতে পাচারকারীদের গতিবিধির বুঝতে সুবিধে হবে ৷ সিসিটিভি এবং অ্যালার্মেও এই পাচার, অনুপ্রবেশ ঠেকানো যাবে না বলেই মনে করেন আধিকারিক ৷

আরও পড়ুন: পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

নয়াদিল্লি, 15 মার্চ: গরুপাচারকারীরা নিজেদের মধ্যে সোনা আদান-প্রদান করে ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গরুপাচারের কারবার চলে ৷ সেখানে পাচারকারীরা টাকা না-দিয়ে বদলে সোনা দিয়ে দাম মেটায় ৷ দেশের গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ আর এর সঙ্গে জড়িত দেশের আর্থিক সুরক্ষাব্যবস্থা ও নিরাপত্তা ৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে এই সোনা ব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই গোয়েন্দা রিপোর্টে (Cattle smugglers along Indo Bangla border use gold for payment) ৷

এর রিপোর্টের একটি অংশ উদ্ধৃত করে মন্ত্রকের এক উচ্চাধিকারিক ইটিভি ভারতকে জানায়, "আন্তর্জাতিক সীমান্তে গরুপাচারে (Cattle Smuggling) একজন আরেকজনকে সোনা দিয়ে পাওনা মেটায় ৷ এতে দেশের সুরক্ষা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ৷ মেঘালয় পুলিশ সোনাপাচারের মামলা দায়ের করেছে ৷ ধৃত ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সময় আর্থিক লেনদেনের পরিবর্তে সোনা ব্যবহার করা হয় ৷"

সরকারি তথ্য বলছে, সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র গত দু'মাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) ভারত-বাংলাদেশ সীমান্তে 9.554 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে ৷ 2022 সালে 114.406 কেজি সোনা এবং 2021 সালে 30.497 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছিল ৷ রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আগের থেকে শক্তিশালী করা হয়েছে ৷ তা সত্ত্বেও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলছে ৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ফাঁকফোকড় দিয়ে বেআইনি জিনিসপত্র দেওয়া-নেওয়ার কারবারও হচ্ছে ৷ ওই আধিকারিক বলেন, "ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এগোচ্ছে ৷ কিন্তু বেশ কিছু জায়গায় ভূ-সংস্থানজনিত সমস্যার (topographical challenges) কারণে তা করা যায়নি ৷

এদিকে সীমান্তের যে অঞ্চলে কাঁটাতার রয়েছে, সেখানে নতুন নতুন চক্র ক্রস-বর্ডার কার্যকলাপ চালাচ্ছে ৷ অস্ত্র, নিষিদ্ধ মাদক, পাচার হচ্ছে ৷ এ ধরনের সামাজিক-অর্থনৈতিক যোগাযাগ থাকার জন্যে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামগুলিতে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে ৷" প্রতিবেশী দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জঙ্গিরা তাদের অভিযান চালায় ৷ তাঁর মতে, এসব রুখতে এবার ড্রোন ব্যবহার করা প্রয়োজন ৷ এতে পাচারকারীদের গতিবিধির বুঝতে সুবিধে হবে ৷ সিসিটিভি এবং অ্যালার্মেও এই পাচার, অনুপ্রবেশ ঠেকানো যাবে না বলেই মনে করেন আধিকারিক ৷

আরও পড়ুন: পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.