ETV Bharat / international

Gaza Satellite Image : গাজা যেন মৃত্যুপুরী ! উপগ্রহ চিত্রে ধরা পড়ল আঁতকে ওঠার মতো ছবি - ইজরায়লের এয়ার স্ট্রাইক

Israel-Gaza Conflict: ইজরায়েলি সেনার হামলায় গাজার শরণার্থী শিবির থেকে শুরু করে বেইত হানুন শহরের কী অবস্থা তা ফুটে উঠেছে উপগ্রহ চিত্রে। একদিকে যেমন মৃত্যুমিছিল অব্যাহত তেমনই গাছপালা থেকে বাড়িঘর সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে ৷

Etv Bharat
গাজা যেন মৃত্যুপুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 9:28 AM IST

বিত হনুন (গাজা), 27 অক্টোবর: কিছুদিন আগেও সেখানে ছিল পাকা বাড়ি। ছিল রাস্তা ঘাট। দোকান-বাজারও ছিল। ছিল একটা গোটা লোকালয় ৷ আজ সেখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু পরে নেই ৷ নরক বলে যদি কিছু থেকে থাকে ঠিক সেটাই হয়ে উঠেছে গাজা ৷ গাজার সাম্প্রতিক পরিস্থিতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সেই ছবি দেখে মনে হবে ইজরায়েলি হামলার পর কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা ৷ হামাস জঙ্গিদের হামলার প্রত্যুত্তরে গাজায় ইজরায়েল এয়ার স্ট্রাইক করে। তারপর আমূল বদলে যায় গাজার অবস্থা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে করুণ পরিনীতির সেই ভয়াবহ ছবি ৷

  • Apartment buildings are crumpled. Neighborhoods lie in ruins.

    The destruction of areas of northern Gaza is visible from space in satellite images taken before and after Israeli’s airstrikes, which followed the raids carried out by Hamas on Oct. 7. https://t.co/SbZSzhDRnY

    — The Associated Press (@AP) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

7 অক্টোবর হামাস জঙ্গিদের ইজরায়েলের উপর অতর্কিত আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন ৷ বেশ কিছুটা সময় ধাতস্থ হওয়ার পর পালটা প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল ৷ ক্রমাগত গাজা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ৷ তাতেই পুরোপুরি বিধ্বস্ত গাজা ৷ ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজে উঠে আসা যুদ্ধের আগে ও পরের পরিস্থিতি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

  • How many Palestinians have been killed in the Gaza Strip since the war started?

    With Israel besieging and bombing territory at a scale never seen before, arriving at a precise answer isn’t easy. https://t.co/ZRhuRbYjYH

    — The Associated Press (@AP) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে দেখা গিয়েছে, গাজার বেইত হনুন শহরের চার তলা-পাঁচতলা ভবন মাটিতে মিশে গিয়েছে ৷ কোনও কোনও বাড়ির অস্তিত্বই বোঝা যাচ্ছে না ৷ আবার কিছু বাড়ি আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ৷ কোনও কোনও বাড়ি আবার তাসের ঘরের মতো মিশে গিয়েছে মাটিতে ৷ সবমিলিয়ে বেইত হনুনকে স্যাটেলাইট ইমেজে ধূসর মরুভূমি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ৷

7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েল লাগাতার বিমান হামলা চালিয়েছে গাজার উপরে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় শিশু-সহ 7 হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । প্রাণ বাঁচাতে গিয়ে সীমান্ত পার করার সময় মৃত্যু হয়েছে 1 হাজার 400 জনের ৷ শুধু তাই নয়, প্রায় 400 জনকে এখনও পর্যন্ত ইজরায়েল বন্দি অবস্থায় রেখে দিয়েছে ৷ পালটা ইজরায়েলের দাবি তাদের বহু মানুষের প্রাণ গিয়েছে হামাসের হামলায় ।

আরও পড়ুন : ইজরায়লের 'মিশন গাজা' কতটা দীর্ঘায়িত হতে চলেছে !

একটানা 24 ঘন্টা বিমান হামলা অব্যাহত থাকায় গাজায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি ৷ তবে স্যাটেলাইট ইমেজে ধরা পড়া গাজার অবস্থা দেখে অনুমান করা যায়, গাজার অবস্থা মৃত্যুপুরীর থেকেও খারাপ ৷ রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 14 লক্ষেরও বেশি মানুষ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 6 লক্ষেরও বেশি মানুষ রাষ্ট্রসংঘের 150টি জরুরি আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিত হনুন (গাজা), 27 অক্টোবর: কিছুদিন আগেও সেখানে ছিল পাকা বাড়ি। ছিল রাস্তা ঘাট। দোকান-বাজারও ছিল। ছিল একটা গোটা লোকালয় ৷ আজ সেখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু পরে নেই ৷ নরক বলে যদি কিছু থেকে থাকে ঠিক সেটাই হয়ে উঠেছে গাজা ৷ গাজার সাম্প্রতিক পরিস্থিতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সেই ছবি দেখে মনে হবে ইজরায়েলি হামলার পর কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা ৷ হামাস জঙ্গিদের হামলার প্রত্যুত্তরে গাজায় ইজরায়েল এয়ার স্ট্রাইক করে। তারপর আমূল বদলে যায় গাজার অবস্থা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে করুণ পরিনীতির সেই ভয়াবহ ছবি ৷

  • Apartment buildings are crumpled. Neighborhoods lie in ruins.

    The destruction of areas of northern Gaza is visible from space in satellite images taken before and after Israeli’s airstrikes, which followed the raids carried out by Hamas on Oct. 7. https://t.co/SbZSzhDRnY

    — The Associated Press (@AP) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

7 অক্টোবর হামাস জঙ্গিদের ইজরায়েলের উপর অতর্কিত আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন ৷ বেশ কিছুটা সময় ধাতস্থ হওয়ার পর পালটা প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল ৷ ক্রমাগত গাজা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ৷ তাতেই পুরোপুরি বিধ্বস্ত গাজা ৷ ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজে উঠে আসা যুদ্ধের আগে ও পরের পরিস্থিতি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

  • How many Palestinians have been killed in the Gaza Strip since the war started?

    With Israel besieging and bombing territory at a scale never seen before, arriving at a precise answer isn’t easy. https://t.co/ZRhuRbYjYH

    — The Associated Press (@AP) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে দেখা গিয়েছে, গাজার বেইত হনুন শহরের চার তলা-পাঁচতলা ভবন মাটিতে মিশে গিয়েছে ৷ কোনও কোনও বাড়ির অস্তিত্বই বোঝা যাচ্ছে না ৷ আবার কিছু বাড়ি আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ৷ কোনও কোনও বাড়ি আবার তাসের ঘরের মতো মিশে গিয়েছে মাটিতে ৷ সবমিলিয়ে বেইত হনুনকে স্যাটেলাইট ইমেজে ধূসর মরুভূমি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ৷

7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েল লাগাতার বিমান হামলা চালিয়েছে গাজার উপরে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় শিশু-সহ 7 হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । প্রাণ বাঁচাতে গিয়ে সীমান্ত পার করার সময় মৃত্যু হয়েছে 1 হাজার 400 জনের ৷ শুধু তাই নয়, প্রায় 400 জনকে এখনও পর্যন্ত ইজরায়েল বন্দি অবস্থায় রেখে দিয়েছে ৷ পালটা ইজরায়েলের দাবি তাদের বহু মানুষের প্রাণ গিয়েছে হামাসের হামলায় ।

আরও পড়ুন : ইজরায়লের 'মিশন গাজা' কতটা দীর্ঘায়িত হতে চলেছে !

একটানা 24 ঘন্টা বিমান হামলা অব্যাহত থাকায় গাজায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি ৷ তবে স্যাটেলাইট ইমেজে ধরা পড়া গাজার অবস্থা দেখে অনুমান করা যায়, গাজার অবস্থা মৃত্যুপুরীর থেকেও খারাপ ৷ রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 14 লক্ষেরও বেশি মানুষ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 6 লক্ষেরও বেশি মানুষ রাষ্ট্রসংঘের 150টি জরুরি আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.