নয়াদিল্লি ও প্যারিস, 22 ডিসেম্বর: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ৷ তবে সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তবে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ এরপরই ফ্রান্সের প্রেসিডেন্টকে 26 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায় ভারত সরকার ৷
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফ্রান্সের বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ ফ্রান্সের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ 14 জুলাই এই অনুষ্ঠানে যোগ দিতে দু'দিনের সফরে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ হনার'-এ সম্মানিত করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ প্যারিসের এলিসি প্রাসাদে এই অনুষ্ঠান হয় ৷ এই সফরে গিয়ে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত নৈশভোজও সারেন প্রধানমন্ত্রী মোদি ৷ ফ্রান্সে ইউপিআই-এর ব্যবহার নিয়ে একটি চুক্তিও ঘোষণা করেন তিনি ৷
এই সফরেই আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে ফ্রান্সের সঙ্গে ভারতের আলোচনা হয় ৷ এর মধ্যে 22টি সিঙ্গল সিটেড রাফাল যুদ্ধবিমান রয়েছে ৷ এছাড়া ফ্রান্সের কাছ থেকে 3টি স্করপিন ক্লাস সাবমেরিনও কিনতে পারে ভারত ৷ এর আগে 2016 সালে ফ্রান্সের কাছ থেকে 59 হাজার কোটি টাকায় 36টি রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল ৷
বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে বিতর্ক তৈরি হয় দেশের রাজনৈতিক মহলে ৷ মে মাস থেকেই মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অশান্ত হয়ে ওঠে মণিপুর ৷ এদিকে সেই সময় প্রধানমন্ত্রী এ নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তিনি নিজেও উত্তর-পূর্বের রাজ্যটিতে যাননি ৷ তাই তাঁর ফ্রান্স সফর নিয়ে কটাক্ষ করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ এমনই আবহে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফরাসি রাষ্ট্রপতির নাম শোনা গেল ।
আরও পড়ুন: