কলম্বো, 15 জুলাই: ছিলেন প্রধানমন্ত্রী ৷ পরিস্থিতির ফেরে হয়ে গেলেন রাষ্ট্রপতি ৷ শ্রীলঙ্কার নতুন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করলেন রনিল বিক্রমাসিংহে (ranil wickremesinghe sworn in as interim President of Sri Lanka) ৷ সে দেশের সংসদের অধ্যক্ষ মহিন্দা আপা আবেবর্ধনে রাষ্ট্রপতি গোতবায়া রাজপক্ষের ইস্তফা গ্রহণ করায় নতুন করে দেশনায়ক বেছে নিতে হল দ্বীপরাষ্ট্রে ৷ তবে আপাতত কার্যকরি রাষ্ট্রপতি হিসেবেই শপথ নিলেন বিক্রমাসিংহে ৷ নয়া রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য ৷ এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি এখন মালদ্বীপে পালিয়ে গিয়েছেন ৷
দেশ ছাড়ার পর সিঙ্গাপুর থেকে ইস্তফাপত্র পাঠান গোতবায়া রাজপক্ষে ৷ এ প্রসঙ্গে অধ্যক্ষ জানান, তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে ৷ নির্দিষ্ট নিয়ম মেনেই বাকি কাজ সম্পন্ন করা হবে ৷
আরও পড়ুন: গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা, ই-মেলে পদত্যাগপত্র স্পিকার মাহিন্দাকে
সে দেশের সংবিধানের একটি বিশেষ ধারা অনুযায়ী সমগ্র পক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে বলে দাবি অধ্যক্ষর ৷ তিনি বলেন, "প্রথম থেকেই আমার লক্ষ্য আইন মেনে গোটা প্রক্রিয়াটি দ্রুত শেষ করা ৷ দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে আমাদের গণতন্ত্রই সবচেয়ে পুরনো ৷ তার নিজস্ব গরিমা রয়েছে ৷ সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর ফলে শুধু শ্রীলঙ্কা নয়, সারা বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেই নতুন নজির তৈরি হল ৷"
গত কয়েকদিন ধরে রোজই নতুন নতুন নাটকের সাক্ষী থাকছে শ্রীলঙ্কা । দিন কয়েক আগে দেশ ছাড়েন রাষ্ট্রপতি । প্রথমে যান মালদ্বীপ । সেখান থেকে যান সিঙ্গাপুরে । তিনি দেশে থাকাকালীনই তাঁর বাসভবনের দখল নিয়েছিল জনতা । সে সময় জানা গিয়েছিল প্রবল জনরোষে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন রাজাপক্ষে । পরে অধ্যক্ষ জানান, এই তথ্য ঠিক নয় । আরও পরে সমস্ত আশঙ্কাকে সত্যি করে পাকাপাকিভাবে দেশ ছাড়েন প্রাক্তন দেশনায়ক ।