ETV Bharat / international

Imran Khan Gets Trolled : গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ট্রলড ইমরান খান - গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলড ইমরান খান

দীর্ঘদিন ব্রিটেনে কাটালেও জীবনে কখনও নিজেকে ব্রিটিশ সোসাইটির একজন মনে করেননি ৷ এক পডকাস্টে সঞ্চালকের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইমরান খান (Former Pakistan Prime Minister Imran Khans donkey comment goes viral) ৷

Imran Khan Gets Trolled
গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলড ইমরান খান
author img

By

Published : May 7, 2022, 5:13 PM IST

Updated : May 8, 2022, 10:55 AM IST

ইসলামাবাদ, 7 মে : বাইশ গজে কেরিয়ার শুরুর আগে উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন তাঁর বিলেতে বসবাসের কথা অজানা নয় অনুরাগীদের ৷ ওর্চেস্টারের বোর্ডিং স্কুল, পরবর্তীতে অক্সফোর্ডের কলেজ থেকে স্নাতক ৷ সবমিলিয়ে বিশ্বজয়ী অধিনায়ক তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য অপসারিত হওয়া ইমরান খান নিয়াজির জীবনের অনেকটা জুড়ে রয়েছে ব্রিটেন ৷ কিন্তু তিনি জীবনে কখনও নিজেকে ব্রিটিশ সোসাইটির একজন মনে করেননি ৷ পাক প্রধানমন্ত্রীর চেয়ার খোয়ানোর পর সম্প্রতি এক পডকাস্টে সঞ্চালকের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ইমরান খান (Former Pakistan Prime Minister Imran Khans donkey comment goes viral) ৷

আন্তর্জালে ছড়িয়ে পড়া সেই পডকাস্টের ভিডিয়োয় ইমরান সঞ্চালককে জানান, ব্রিটিশ সোসাইটির একজন হিসেবে সেদেশে আমায় জমকালো আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু দীর্ঘদিন সেখানে থাকার পরেও কখনও তাঁর নিজেকে ব্রিটিশ বলে মনে হয়নি ৷ কারণ মনেপ্রাণে তিনি একজন পাকিস্তানি ৷ এর পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফ প্রধান সঞ্চালককে বলেন, "যত যাই করি না কেন, আমি তো কখনও ইংলিশ ম্যান হতে পারব না ৷ গাধার গায়ে দাগ কেটে দিলে কখনও জেব্রা হয়ে যায় না ৷ গাধা গাধাই থাকে ৷"

ইমরানের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝড়ের গতিতে ৷ ইমরানের বিতর্কিত এই মন্তব্য শুনে তাঁকে ট্রোল করতে ছাড়েননি পাক নাগরিকরাই ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে একজন লিখেছেন, "উনি কি আদতে পাকিস্তানিদের গাধা বলতে চাইলেন ?" তো কেউ আবার লিখেছেন, "শাহবাজ শরিফ আমাদের ভিক্ষুক বলছেন, ইমরান খান বলছেন গাধা ৷ সত্যিই ঈশ্বর, পাকিস্তানে অনুপ্রেরণা দেওয়ার নেতার অভাব নেই ৷"

আরও পড়ুন : 'চোরেদের সঙ্গে থাকব না', সংসদ থেকে সদলবলে ইস্তফা ইমরানের

উল্লেখ্য, গত মাসে সংসদে অনাস্থা ভোটে হেরে মেয়াদের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় ইমরানকে ৷ পদ খোয়ানোর পিছনে লাগাতার বাইরের রাষ্ট্রের (মার্কিন যুক্তরাষ্ট্র) ইন্ধনকে দায়ী করে এসেছেন ইমরান ৷ যদিও যুক্তরাষ্ট্র সরকার বারবারই ইমরানের ভিত্তিহীন দাবি উড়িয়ে দিয়েছে ৷

ইসলামাবাদ, 7 মে : বাইশ গজে কেরিয়ার শুরুর আগে উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন তাঁর বিলেতে বসবাসের কথা অজানা নয় অনুরাগীদের ৷ ওর্চেস্টারের বোর্ডিং স্কুল, পরবর্তীতে অক্সফোর্ডের কলেজ থেকে স্নাতক ৷ সবমিলিয়ে বিশ্বজয়ী অধিনায়ক তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য অপসারিত হওয়া ইমরান খান নিয়াজির জীবনের অনেকটা জুড়ে রয়েছে ব্রিটেন ৷ কিন্তু তিনি জীবনে কখনও নিজেকে ব্রিটিশ সোসাইটির একজন মনে করেননি ৷ পাক প্রধানমন্ত্রীর চেয়ার খোয়ানোর পর সম্প্রতি এক পডকাস্টে সঞ্চালকের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ইমরান খান (Former Pakistan Prime Minister Imran Khans donkey comment goes viral) ৷

আন্তর্জালে ছড়িয়ে পড়া সেই পডকাস্টের ভিডিয়োয় ইমরান সঞ্চালককে জানান, ব্রিটিশ সোসাইটির একজন হিসেবে সেদেশে আমায় জমকালো আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু দীর্ঘদিন সেখানে থাকার পরেও কখনও তাঁর নিজেকে ব্রিটিশ বলে মনে হয়নি ৷ কারণ মনেপ্রাণে তিনি একজন পাকিস্তানি ৷ এর পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফ প্রধান সঞ্চালককে বলেন, "যত যাই করি না কেন, আমি তো কখনও ইংলিশ ম্যান হতে পারব না ৷ গাধার গায়ে দাগ কেটে দিলে কখনও জেব্রা হয়ে যায় না ৷ গাধা গাধাই থাকে ৷"

ইমরানের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝড়ের গতিতে ৷ ইমরানের বিতর্কিত এই মন্তব্য শুনে তাঁকে ট্রোল করতে ছাড়েননি পাক নাগরিকরাই ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে একজন লিখেছেন, "উনি কি আদতে পাকিস্তানিদের গাধা বলতে চাইলেন ?" তো কেউ আবার লিখেছেন, "শাহবাজ শরিফ আমাদের ভিক্ষুক বলছেন, ইমরান খান বলছেন গাধা ৷ সত্যিই ঈশ্বর, পাকিস্তানে অনুপ্রেরণা দেওয়ার নেতার অভাব নেই ৷"

আরও পড়ুন : 'চোরেদের সঙ্গে থাকব না', সংসদ থেকে সদলবলে ইস্তফা ইমরানের

উল্লেখ্য, গত মাসে সংসদে অনাস্থা ভোটে হেরে মেয়াদের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় ইমরানকে ৷ পদ খোয়ানোর পিছনে লাগাতার বাইরের রাষ্ট্রের (মার্কিন যুক্তরাষ্ট্র) ইন্ধনকে দায়ী করে এসেছেন ইমরান ৷ যদিও যুক্তরাষ্ট্র সরকার বারবারই ইমরানের ভিত্তিহীন দাবি উড়িয়ে দিয়েছে ৷

Last Updated : May 8, 2022, 10:55 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.