ETV Bharat / international

Halloween Stampede in Seoul: দক্ষিণ কোরিয়ার ঘটনায় শোকজ্ঞাপন করলেন বিশ্বনেতারা - Olaf Scholz

দক্ষিণ কোরিয়ার ঘটনায় শোকস্তব্ধ বিশ্ব । সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলররা (World leaders expressed grief over South Korea incident)

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 30, 2022, 10:04 AM IST

সিওল,30 অক্টোবর: হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কমপক্ষে 151 জন ৷ দক্ষিণ কোরিয়ার এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিশ্বের তাবড় নেতারা (World leaders expressed grief over South Korea incident) । দেখে নেওয়া যাক কে কী বললেন?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe biden) এক শোকবার্তায় বলেছেন, "আমরা সকলেই দক্ষিণ কোরিয়ার নাগরিকদের পাশে আছি । আমরাও তাঁদের শোকের শরিক। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। " ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, "এই ভয়াবহ সময়ে আমরা সকলেই দক্ষিণ কোরিয়ার পাশে আছি । "

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নাগরিকদের আমার সমবেদনা জানাই । ফ্রান্স আপনাদের পাশে আছে ।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ (Olaf Scholz) টুইটে লেখেন, এটা দক্ষিণ কোরিয়ার জন্য একটা দু:খের দিন । সকলকে সমবেদনা জানাই । এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সমবেদনা জানিয়েছেন ।

আরও পড়ুন: সিওলে হ্যালোউইন বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 149

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন 150 জন ৷ শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলে ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হ্যালোউইন অর্থাৎ 'ভূত উৎসব' পালন হচ্ছে দেশজুড়ে ৷ এবার কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানী সিওলে মানুষের ভিড় উপচে পড়েছে ৷ তাতে পিষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন স্থানীয় আধিকারিক (Several people died in Seoul Halloween Stampede) ৷ করোনা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় উৎসব পালন করতে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছিলেন ৷ ইটাওন (Itaewon) জেলায় প্রায় 1 লক্ষ মানুষ বাড়ি ছেড়ে সরু রাস্তায় নেমে এসেছিলেন ৷

সিওল,30 অক্টোবর: হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কমপক্ষে 151 জন ৷ দক্ষিণ কোরিয়ার এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিশ্বের তাবড় নেতারা (World leaders expressed grief over South Korea incident) । দেখে নেওয়া যাক কে কী বললেন?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe biden) এক শোকবার্তায় বলেছেন, "আমরা সকলেই দক্ষিণ কোরিয়ার নাগরিকদের পাশে আছি । আমরাও তাঁদের শোকের শরিক। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। " ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, "এই ভয়াবহ সময়ে আমরা সকলেই দক্ষিণ কোরিয়ার পাশে আছি । "

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নাগরিকদের আমার সমবেদনা জানাই । ফ্রান্স আপনাদের পাশে আছে ।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ (Olaf Scholz) টুইটে লেখেন, এটা দক্ষিণ কোরিয়ার জন্য একটা দু:খের দিন । সকলকে সমবেদনা জানাই । এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সমবেদনা জানিয়েছেন ।

আরও পড়ুন: সিওলে হ্যালোউইন বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 149

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন 150 জন ৷ শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলে ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হ্যালোউইন অর্থাৎ 'ভূত উৎসব' পালন হচ্ছে দেশজুড়ে ৷ এবার কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় রাজধানী সিওলে মানুষের ভিড় উপচে পড়েছে ৷ তাতে পিষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন স্থানীয় আধিকারিক (Several people died in Seoul Halloween Stampede) ৷ করোনা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় উৎসব পালন করতে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এসেছিলেন ৷ ইটাওন (Itaewon) জেলায় প্রায় 1 লক্ষ মানুষ বাড়ি ছেড়ে সরু রাস্তায় নেমে এসেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.