ওয়াশিংটন ও তেল আভিভ, 10 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ইজরায়েল ৷ রাশিয়ার সামরিক অভিযানের প্রথম থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ এবার মধ্যপ্রাচ্যের ইজরায়েলকেও অস্ত্র-সহ বিভিন্ন ভাবে সাহায্য করতে চায় বাইডেন প্রশাসন ৷ শনিবার এই হামলার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছিলেন, আমেরিকা ইজরায়েলের পাশে আছে ৷ সোমবার পেন্টাগনের এক উচ্চাধিকারিক এই কথা জানিয়েছেন ৷ এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, হামাসের অতর্কিত আক্রমণের জেরে বহু মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে ৷
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজ পাঁচটি দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ তাতে আমেরিকা-সহ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেন- এই পাঁচটি দেশই একসঙ্গে ইজরায়েলের জন্য কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে ৷ তারা ইজরায়েলের মিত্র দেশ বলে ঘোষণা করেছে ৷ ইজরায়েল যাতে নিজেকে রক্ষা করতে পারে, তার জন্য পাঁচটি দেশ একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷
-
The people who support Hamas are fully responsible for this appalling attack.
— Rishi Sunak (@RishiSunak) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
They are not militants. They are not freedom fighters.
They are terrorists.
My message tonight from Finchley United Synagogue where I joined @chiefrabbi in vigil with local communities. pic.twitter.com/7eBJ6catbr
">The people who support Hamas are fully responsible for this appalling attack.
— Rishi Sunak (@RishiSunak) October 9, 2023
They are not militants. They are not freedom fighters.
They are terrorists.
My message tonight from Finchley United Synagogue where I joined @chiefrabbi in vigil with local communities. pic.twitter.com/7eBJ6catbrThe people who support Hamas are fully responsible for this appalling attack.
— Rishi Sunak (@RishiSunak) October 9, 2023
They are not militants. They are not freedom fighters.
They are terrorists.
My message tonight from Finchley United Synagogue where I joined @chiefrabbi in vigil with local communities. pic.twitter.com/7eBJ6catbr
এই বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যান্যুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের উপর হামাস গোষ্ঠীর সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন ৷ এই আক্রমণের কোনও যথার্থতা নেই বলে সমালোচনা করেছে পাঁচটি দেশ ৷ পাশাপাশি ইজরােয়েলকে সবরকম সাহায্য করার কথা জানিয়েছে ৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোশাল মিডিয়া লিখেছেন, "যাঁরা হামাস গোষ্ঠীকে সমর্থন করছেন, তাঁরা এই হামলার জন্যও দায়ী ৷ তারা চরমপন্থী সংগঠন নয়, না তো তারা স্বাধীনতা যোদ্ধা ৷ তারা সন্ত্রাসবাদী ৷ আজ রাতে আমি ফিনচলে ইউনাইটেড সাইনাগগে এসেছি ৷ এখানে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছি ৷"
-
The United States, France, Germany, Italy, and the United Kingdom will remain united and coordinated – together as allies and as common friends to Israel – to ensure Israel can defend itself. pic.twitter.com/aVbfSi4LJy
— President Biden (@POTUS) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The United States, France, Germany, Italy, and the United Kingdom will remain united and coordinated – together as allies and as common friends to Israel – to ensure Israel can defend itself. pic.twitter.com/aVbfSi4LJy
— President Biden (@POTUS) October 10, 2023The United States, France, Germany, Italy, and the United Kingdom will remain united and coordinated – together as allies and as common friends to Israel – to ensure Israel can defend itself. pic.twitter.com/aVbfSi4LJy
— President Biden (@POTUS) October 10, 2023
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ক্রিস্টিন বলেন, "আমরা ইজরায়েলকে সাহায্য করার দিকেই ঝুঁকছি ৷ তবে ইউক্রেন এবং ইজরায়েল- একই সঙ্গে দু'টি দেশকে অস্ত্র পাঠাতে হবে ৷ এর জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন ৷"
শনিবারের পর ইউক্রেনের সঙ্গে সঙ্গে ইজরায়েলও আমেরিকাকে অস্ত্র সরবরাহের অনুরোধ করছে ৷ হামাস জঙ্গি গোষ্ঠীর এই আক্রমণে 1 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েল এবং প্যালেস্তাইন- দু'দিকেই হাজার হাজার মানুষ জখম ৷
আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতাতেই হামাসের আক্রমণের মুখে ইজরায়েল, মত ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের