ETV Bharat / international

Fact check: জিংপিংকে গৃহবন্দি করার খবর কি সত্যি নাকি গুজব !

চিনের প্রেসিডেন্ট জি জিংপিংকে (Chinese President Xi Jinping) কি গৃহবন্দি করা হয়েছে ? ইন্টারনেটে এখন এটাই ট্রেন্ডিং ৷ কিন্তু এটা কি সত্যি ? নাকি গুজব ! সেই সত্যতা যাচাই করে দেখল ইটিভি ভারত ৷

Fact check is Xi Jinping under house arrest news true
Fact check: জিংপিংকে গৃহবন্দি করার খবর কি সত্যি নাকি গুজব !
author img

By

Published : Sep 24, 2022, 5:49 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : গৃহবন্দি করা হয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিংপিংকে (Chinese President Xi Jinping) ৷ চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ (PLA), তাঁকে গৃহবন্দি করে দিয়েছে ৷

চিনের (China) প্রেসিডেন্ট শি জিংপিংকে নিয়ে এই চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে ৷ তবে সেই খবরের মধ্যে কতটুকু সত্যতা আছে, আর কতটাই বা গুজব, সেই নিয়ে প্রশ্নের উত্তর মেলেনি এখনও ৷ কিন্তু ইন্টারনেটে সকলেই এই বিষয় নিয়ে জানতে উৎসুক৷ শনিবার সেই তালিকায় যুক্ত হল ভারতীয় রাজনীতিবিদ সুব্রহ্মণ্যম স্বামীর (BJP leader Subramanian Swamy) নামও ৷

টুইটারে স্বামী লিখেছেন, ‘‘নতুন গুজব খতিয়ে দেখতে হবে : বেজিংয়ে কি শি জিংপিং গৃহবন্দি হয়েছেন ? জিংপিং যখন সম্প্রতি সমরখন্দে ছিলেন, চিনের কমিউনিস্ট পার্টির নেতারা সম্ভবত তাঁকে দলের সেনা ইন-চার্জের পদ থেকে সরিয়ে দেয় ৷ তার পরই গৃহবন্দি করা হয় ৷ তাই গুজব চলছেই ৷’’

Fact check is Xi Jinping under house arrest news true
সুব্রহ্মণ্যম স্বামীর টুইট

প্রসঙ্গত, চিন থেকে সরকারি অনুমোদন ব্যাতিত কোনও খবর বাইরে আসে না ৷ যদিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনও খবর সামনে আসে, তাও অস্বীকার করা হয় চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়েছে ৷ চিনের একজন ইউটিউবার জেনিফার জেং (Jennifer Zeng) একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তিনি 22 সেপ্টেম্বর পিএলএ বেজিংয়ের দিকে যাচ্ছে এমন একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ তিনিও এই জিংপিংকে গৃহবন্দি করার গুজবের কথা বলেছেন ৷

Fact check is Xi Jinping under house arrest news true
চিনা ইউটিউবারের টুইট

ইটিভি ভারতের তরফে এই খবরের সত্যতা যাচাই (Fact Check) করার চেষ্টা হয় ৷ কিন্তু এই গুজবের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি ৷ কারণ, চিনের কোনও বড় নিউজ পোর্টাল এমন কোনও সংবাদ প্রকাশ করেনি ৷ এমনকী, আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্য়মেও এই ধরনের খবর প্রকাশিত হয়নি ৷

আরও পড়ুন : রাষ্ট্রসংঘের রিপোর্টে চিন কাঠগড়ায়, উইঘুর মুসলিমদের নিয়ে চিন্তায় রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : গৃহবন্দি করা হয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিংপিংকে (Chinese President Xi Jinping) ৷ চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ (PLA), তাঁকে গৃহবন্দি করে দিয়েছে ৷

চিনের (China) প্রেসিডেন্ট শি জিংপিংকে নিয়ে এই চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে ৷ তবে সেই খবরের মধ্যে কতটুকু সত্যতা আছে, আর কতটাই বা গুজব, সেই নিয়ে প্রশ্নের উত্তর মেলেনি এখনও ৷ কিন্তু ইন্টারনেটে সকলেই এই বিষয় নিয়ে জানতে উৎসুক৷ শনিবার সেই তালিকায় যুক্ত হল ভারতীয় রাজনীতিবিদ সুব্রহ্মণ্যম স্বামীর (BJP leader Subramanian Swamy) নামও ৷

টুইটারে স্বামী লিখেছেন, ‘‘নতুন গুজব খতিয়ে দেখতে হবে : বেজিংয়ে কি শি জিংপিং গৃহবন্দি হয়েছেন ? জিংপিং যখন সম্প্রতি সমরখন্দে ছিলেন, চিনের কমিউনিস্ট পার্টির নেতারা সম্ভবত তাঁকে দলের সেনা ইন-চার্জের পদ থেকে সরিয়ে দেয় ৷ তার পরই গৃহবন্দি করা হয় ৷ তাই গুজব চলছেই ৷’’

Fact check is Xi Jinping under house arrest news true
সুব্রহ্মণ্যম স্বামীর টুইট

প্রসঙ্গত, চিন থেকে সরকারি অনুমোদন ব্যাতিত কোনও খবর বাইরে আসে না ৷ যদিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনও খবর সামনে আসে, তাও অস্বীকার করা হয় চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়েছে ৷ চিনের একজন ইউটিউবার জেনিফার জেং (Jennifer Zeng) একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তিনি 22 সেপ্টেম্বর পিএলএ বেজিংয়ের দিকে যাচ্ছে এমন একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ তিনিও এই জিংপিংকে গৃহবন্দি করার গুজবের কথা বলেছেন ৷

Fact check is Xi Jinping under house arrest news true
চিনা ইউটিউবারের টুইট

ইটিভি ভারতের তরফে এই খবরের সত্যতা যাচাই (Fact Check) করার চেষ্টা হয় ৷ কিন্তু এই গুজবের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি ৷ কারণ, চিনের কোনও বড় নিউজ পোর্টাল এমন কোনও সংবাদ প্রকাশ করেনি ৷ এমনকী, আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্য়মেও এই ধরনের খবর প্রকাশিত হয়নি ৷

আরও পড়ুন : রাষ্ট্রসংঘের রিপোর্টে চিন কাঠগড়ায়, উইঘুর মুসলিমদের নিয়ে চিন্তায় রাষ্ট্রসংঘ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.