ETV Bharat / international

IIT Madras campus in Tanzania: তানজানিয়ায় আইআইটি মাদ্রাজ-এর ক্যাম্পাস কীভাবে ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির উদাহরণ হয়ে উঠবে ? - তানজানিয়া

আইআইটি মাদ্রাজ ভারতের বাইরে তানজানিয়ায় প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলবে । প্রাক্তন রাষ্ট্রদূত রাজীব ভাটিয়া ইটিভি ভারত-এর অরুনিম ভুইয়ানকে বলেছেন, এটি ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির একটি প্রধান প্রকাশ । সেই বিষয়েই বিশ্লেষণমূলক প্রতিবেদন ৷

IIT Madras campus in Tanzania
IIT Madras campus in Tanzania
author img

By

Published : Jul 7, 2023, 4:36 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: দেশের বাইরে প্রথম কোনও ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি মাদ্রাজ ৷ এই ক্যাম্পাস তৈরি হতে চলেছে তানজানিয়ার জানজিবারে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখন ওই দেশে সফর করছেন ৷ সেই সফরেই এই নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে ৷ এই চুক্তি সাক্ষরের বিষয়টি ঘোষণা করে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিও দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকেই এই ক্যাম্পাস চালু করার পরিকল্পনা রয়েছে ৷ বলা হচ্ছে, এই উদ্যোগ ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির আরও একটি উদাহরণ ৷

বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘‘এই ক্যাম্পাসটি ভারত ও তানজানিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং সমগ্র আফ্রিকা ও গ্লোবাল সাউথ জুড়ে জনগণের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার উপর ভারত যে নজর দেয়, এটা তারই উদাহরণ ৷ 2020 সালে তৈরি হওয়া জাতীয় শিক্ষানীতি আন্তর্জাতিকীকরণের উপর নজর দিয়েছে ৷ ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠনের মান খুব ভালো, সেগুলিকে বিদেশে ক্যাম্পাস খোলার বিষয় উৎসাহিত করছে ৷’’

আরও পড়ুন: মোদির জন্যই বিশ্বমঞ্চে গুরুত্ব বেড়েছে ভারতের, মন্তব্য জয়শঙ্করের

আফ্রিকার দেশগুলির জন্য দরজা খুলে দেওয়া: "এটি ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির একটি প্রধান প্রকাশ", এমনটাই জানিয়েছেন গেটওয়ে হাউজ ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেন-এর বিশিষ্ট সদস্য রাজীব ভাটিয়া ৷ তাছাড়া রাজীব ভাটিয়া কেনিয়া, লেসোথো ও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ৷ তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসটি শুধুমাত্র তানজানিয়ার শিক্ষার্থীদের জন্য নয় । এটি পূর্ব আফ্রিকার প্রতিবেশী দেশগুলির শিক্ষার্থীদের জন্য এবং বিদেশে পড়াশোনা করতে আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে ।”

সফট ডিপ্লোমেসি: ভাটিয়া জানিয়েছেন, নতুন ক্যাম্পাস উচ্চশিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বৃদ্ধি করবে । সাধারণত, ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, যোগ ও আধ্যাত্মবাদ, রন্ধনপ্রণালী, উৎসব, সঙ্গীত এবং নৃত্যকে ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির বিভিন্ন দিক হিসাবে দেখা হয় । কিন্তু শিক্ষাও এখন এর প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে ।

তিনি বলেন, "আমি এই তত্ত্বে একমত নই যে শুধুমাত্র যোগব্যায়াম, বলিউড ও নৃত্য ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত । আইটিইসি প্রোগ্রাম একটি শক্তিশালী বন্ধন ।" ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম বা আইটিইসি হল বিদেশমন্ত্রকের নেতৃস্থানীয় ক্ষমতা বৃদ্ধির প্ল্যাটফর্ম । 1964 সালে প্রতিষ্ঠিত আইটিইসি আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রাচীনতম প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলির মধ্যে একটি, যা অসামরিক ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই 160টিরও বেশি দেশের 2 লক্ষ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার 'বড়' বন্ধু, মেক ইন ইন্ডিয়ার সুখ্যাতি পুতিনের

জাতীয় শিক্ষানীতি ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে বিদেশে নিয়ে যাচ্ছে: রাজীব ভাটিয়া আরও উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআর উচ্চশিক্ষার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে । তাছাড়া প্রাক্তন এই রাষ্ট্রদূতের মতে, আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসের উদ্বোধনও 2020 সালের জাতীয় শিক্ষা নীতি অনুসারে হচ্ছে ৷ এই নীতি সরকারকে ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে বিদেশে ক্যাম্পাস খুলতে উৎসাহিত করছে ৷

তানজানিয়ায় কেন ?: এই নিয়ে রাজীব ভাটিয়া জানিয়েছেন, ভারত সরকার এই দেশে ক্যাম্পাস তৈরি করার জন্য বিদেশি প্রতিষ্ঠানকেও উৎসাহিত করে । অন্যদিকে তানজানিয়াকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে দেখা উচিত ৷ কারণ, এটি পূর্ব আফ্রিকান সম্প্রদায়ের (ইএসি) সদর দফতর হিসাবে কাজ করে । ইএসি হল একটি আন্তঃসরকারি সংস্থা, যা পূর্ব আফ্রিকার গ্রেট লেক অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত ৷ এই দেশগুলির মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তানজানিয়া, কেনিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, দক্ষিণ সুদান ও উগান্ডা রয়েছে ।

আফ্রিকার প্রিমিয়ার ইনস্টিটিউটে পরিণত হতে চলেছে: বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুসারে, আইআইটি মাদ্রাজের যে ধরনের শিক্ষাগত দক্ষতা রয়েছে, তাতে নতুন এই অংশীদারিত্ব আফ্রিকার একটি প্রধান গন্তব্য হয়ে উঠবে ৷ আর এই অঞ্চলের প্রয়োজনীয় বর্তমান চাহিদাগুলি পূরণ করবে ৷ অ্যাকাডেমিক প্রোগ্রাম, পাঠ্যক্রম, ছাত্র নির্বাচনের দিক এবং পড়ানোর বিষয়টি দেখবে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ৷ আর আর্থিক বিষয়টি দেখবে জানজিবার-তানজানিয়া সরকার ।

আরও পড়ুন: 'আপনি ভারতের হিরো', ইজিপ্ট সফরে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা মোদিকে

নয়াদিল্লি, 7 জুলাই: দেশের বাইরে প্রথম কোনও ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি মাদ্রাজ ৷ এই ক্যাম্পাস তৈরি হতে চলেছে তানজানিয়ার জানজিবারে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখন ওই দেশে সফর করছেন ৷ সেই সফরেই এই নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে ৷ এই চুক্তি সাক্ষরের বিষয়টি ঘোষণা করে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিও দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকেই এই ক্যাম্পাস চালু করার পরিকল্পনা রয়েছে ৷ বলা হচ্ছে, এই উদ্যোগ ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির আরও একটি উদাহরণ ৷

বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘‘এই ক্যাম্পাসটি ভারত ও তানজানিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং সমগ্র আফ্রিকা ও গ্লোবাল সাউথ জুড়ে জনগণের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার উপর ভারত যে নজর দেয়, এটা তারই উদাহরণ ৷ 2020 সালে তৈরি হওয়া জাতীয় শিক্ষানীতি আন্তর্জাতিকীকরণের উপর নজর দিয়েছে ৷ ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠনের মান খুব ভালো, সেগুলিকে বিদেশে ক্যাম্পাস খোলার বিষয় উৎসাহিত করছে ৷’’

আরও পড়ুন: মোদির জন্যই বিশ্বমঞ্চে গুরুত্ব বেড়েছে ভারতের, মন্তব্য জয়শঙ্করের

আফ্রিকার দেশগুলির জন্য দরজা খুলে দেওয়া: "এটি ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির একটি প্রধান প্রকাশ", এমনটাই জানিয়েছেন গেটওয়ে হাউজ ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেন-এর বিশিষ্ট সদস্য রাজীব ভাটিয়া ৷ তাছাড়া রাজীব ভাটিয়া কেনিয়া, লেসোথো ও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ৷ তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসটি শুধুমাত্র তানজানিয়ার শিক্ষার্থীদের জন্য নয় । এটি পূর্ব আফ্রিকার প্রতিবেশী দেশগুলির শিক্ষার্থীদের জন্য এবং বিদেশে পড়াশোনা করতে আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে ।”

সফট ডিপ্লোমেসি: ভাটিয়া জানিয়েছেন, নতুন ক্যাম্পাস উচ্চশিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বৃদ্ধি করবে । সাধারণত, ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, যোগ ও আধ্যাত্মবাদ, রন্ধনপ্রণালী, উৎসব, সঙ্গীত এবং নৃত্যকে ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির বিভিন্ন দিক হিসাবে দেখা হয় । কিন্তু শিক্ষাও এখন এর প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে ।

তিনি বলেন, "আমি এই তত্ত্বে একমত নই যে শুধুমাত্র যোগব্যায়াম, বলিউড ও নৃত্য ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত । আইটিইসি প্রোগ্রাম একটি শক্তিশালী বন্ধন ।" ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম বা আইটিইসি হল বিদেশমন্ত্রকের নেতৃস্থানীয় ক্ষমতা বৃদ্ধির প্ল্যাটফর্ম । 1964 সালে প্রতিষ্ঠিত আইটিইসি আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রাচীনতম প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলির মধ্যে একটি, যা অসামরিক ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই 160টিরও বেশি দেশের 2 লক্ষ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার 'বড়' বন্ধু, মেক ইন ইন্ডিয়ার সুখ্যাতি পুতিনের

জাতীয় শিক্ষানীতি ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে বিদেশে নিয়ে যাচ্ছে: রাজীব ভাটিয়া আরও উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআর উচ্চশিক্ষার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে । তাছাড়া প্রাক্তন এই রাষ্ট্রদূতের মতে, আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসের উদ্বোধনও 2020 সালের জাতীয় শিক্ষা নীতি অনুসারে হচ্ছে ৷ এই নীতি সরকারকে ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে বিদেশে ক্যাম্পাস খুলতে উৎসাহিত করছে ৷

তানজানিয়ায় কেন ?: এই নিয়ে রাজীব ভাটিয়া জানিয়েছেন, ভারত সরকার এই দেশে ক্যাম্পাস তৈরি করার জন্য বিদেশি প্রতিষ্ঠানকেও উৎসাহিত করে । অন্যদিকে তানজানিয়াকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে দেখা উচিত ৷ কারণ, এটি পূর্ব আফ্রিকান সম্প্রদায়ের (ইএসি) সদর দফতর হিসাবে কাজ করে । ইএসি হল একটি আন্তঃসরকারি সংস্থা, যা পূর্ব আফ্রিকার গ্রেট লেক অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত ৷ এই দেশগুলির মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তানজানিয়া, কেনিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, দক্ষিণ সুদান ও উগান্ডা রয়েছে ।

আফ্রিকার প্রিমিয়ার ইনস্টিটিউটে পরিণত হতে চলেছে: বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুসারে, আইআইটি মাদ্রাজের যে ধরনের শিক্ষাগত দক্ষতা রয়েছে, তাতে নতুন এই অংশীদারিত্ব আফ্রিকার একটি প্রধান গন্তব্য হয়ে উঠবে ৷ আর এই অঞ্চলের প্রয়োজনীয় বর্তমান চাহিদাগুলি পূরণ করবে ৷ অ্যাকাডেমিক প্রোগ্রাম, পাঠ্যক্রম, ছাত্র নির্বাচনের দিক এবং পড়ানোর বিষয়টি দেখবে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ৷ আর আর্থিক বিষয়টি দেখবে জানজিবার-তানজানিয়া সরকার ।

আরও পড়ুন: 'আপনি ভারতের হিরো', ইজিপ্ট সফরে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা মোদিকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.