ETV Bharat / international

Indian Embassy Issues Advisory: অপ্রয়োজনে বাইরে যাতায়াত নয়, ইউক্রেনের ভারতীয়দের পরামর্শ দূতাবাসের - ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি

সোমবার সকাল থেকে ইউক্রেনের (Ukraine) একাধিক শহরে পরের পর মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া (Russia) ৷ এই অবস্থায় ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় দূতাবাস (Indian Embassy Issues Advisory) ৷

embassy-of-india-in-kyiv-issues-advisory-for-indian-nationals
Indian Embassy Issues Advisory: অপ্রয়োজনে বাইরে যাতায়াত নয়, ইউক্রেনের ভারতীয়দের পরামর্শ দূতাবাসের
author img

By

Published : Oct 10, 2022, 7:39 PM IST

কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনে হামলার তীব্রতা ফের বাড়িয়েছে রাশিয়া (Russia) ৷ এই পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে সতর্ক ভারত সরকার ৷ তড়িঘড়ি ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India in Kyiv) থেকে বিজ্ঞপ্তি জারি করা হল ৷ সেই বিজ্ঞপ্তি অনুসারে, এই মুহূর্তে ইউক্রেনে (Ukraine) থাকা ভারতীয়দের অপ্রয়োজনে ওই দেশের বিভিন্ন স্থানে যাতায়াত না করতে বলা হয়েছে ৷ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেও বলা হয়েছে ৷

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ৷ ইউক্রেনের একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷ অন্তত 75টি মিসাইল এদিন সকাল থেকে ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷ স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানান কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো ৷ গত 26 জুন কিভে শেষবার রাশিয়া হামলা চালিয়েছিল ৷ তার পর সোমবার আবার হামলা হল ৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodymyr Zelensky) এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তাঁর দেশের বিভিন্ন শহরে হামলার জেরে অনেক নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ তিনি দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে বের হতেও নিষেধ করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সংযোগরক্ষাকারী ক্রিমিয়া সেতু বিস্ফোরণে (Crimea Bridge Blast) উড়িয়ে দেওয়া হয় ৷ এই বিস্ফোরণ নিয়ে রাশিয়া কাঠগড়ায় তোলে ইউক্রেনকে ৷ পালটা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন (Russian President Vladimir Putin) ৷ আর তার পরই সোমবার ইউক্রেনে ফের হামলা বৃদ্ধিকে সেই পালটা জবাব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন : রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর

কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনে হামলার তীব্রতা ফের বাড়িয়েছে রাশিয়া (Russia) ৷ এই পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে সতর্ক ভারত সরকার ৷ তড়িঘড়ি ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India in Kyiv) থেকে বিজ্ঞপ্তি জারি করা হল ৷ সেই বিজ্ঞপ্তি অনুসারে, এই মুহূর্তে ইউক্রেনে (Ukraine) থাকা ভারতীয়দের অপ্রয়োজনে ওই দেশের বিভিন্ন স্থানে যাতায়াত না করতে বলা হয়েছে ৷ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেও বলা হয়েছে ৷

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ৷ ইউক্রেনের একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷ অন্তত 75টি মিসাইল এদিন সকাল থেকে ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷ স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানান কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো ৷ গত 26 জুন কিভে শেষবার রাশিয়া হামলা চালিয়েছিল ৷ তার পর সোমবার আবার হামলা হল ৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodymyr Zelensky) এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তাঁর দেশের বিভিন্ন শহরে হামলার জেরে অনেক নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ তিনি দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে বের হতেও নিষেধ করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সংযোগরক্ষাকারী ক্রিমিয়া সেতু বিস্ফোরণে (Crimea Bridge Blast) উড়িয়ে দেওয়া হয় ৷ এই বিস্ফোরণ নিয়ে রাশিয়া কাঠগড়ায় তোলে ইউক্রেনকে ৷ পালটা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন (Russian President Vladimir Putin) ৷ আর তার পরই সোমবার ইউক্রেনে ফের হামলা বৃদ্ধিকে সেই পালটা জবাব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন : রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.