ETV Bharat / international

RIP Twitter Trends: টুইটার দেহত্যাগ করেছে ! মিম বন্যায় ভাসছে মাইক্রো ব্লগিং সাইট, পালটা পোস্ট মাস্কের - টুইটার কর্মীদের মাস্কের মেইল

ইলন মাস্কের বার্তার পরেই গণ-ইস্তফা টুইটারে (twitter employees mass resignation) ৷ তবে কী বন্ধ হচ্ছে টুইটার ? মিমের বন্যা টুইটারের ভবিষ্যৎ নিয়ে ৷ পালটা দিলেন মাস্ক (Musk on twitter layoffs) ৷

ETV Bharat
elon musk latest tweet
author img

By

Published : Nov 18, 2022, 4:24 PM IST

Updated : Nov 18, 2022, 9:21 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর: একটি নির্দেশ এবং সেই নির্দেশের প্রেক্ষিতে কর্মচারীদের প্রতিবাদী সিদ্ধান্ত ৷ আর তার জেরেই খোদ নিজেকে নিয়েই মিম বন্যায় ভাসছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার ৷ কয়েক ঘণ্টা আগেই ডেডলাইন বেঁধে কার্যত হুমকির সুরে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ই-মেইল পাঠিয়েছেন সংস্থার কর্মীদের ৷ সেখানে বক্তব্য স্পষ্ট, নতুন টুইটার তৈরির জন্য প্রবল চাপের মধ্যে দীর্ঘ সময় কাজ করতে হবে কর্মীদের, যাঁরা তাতে রাজি নন তাঁদের তিন মাসের বিচ্ছেদ নোটিশ ধরানো হবে (Twitter employees layoffs) ৷ বার্তা স্পষ্ট, হয় অতিরিক্ত পরিশ্রম কর, নয় ইস্তফা দাও ৷ এরপরেই গণ ইস্তফা দিতে শুরু করেছেন টুইটারের কর্মীরা (twitter employees mass resignation) ৷ স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব পড়তে চলেছে টুইট পরিষেবায় (employees quit from twitter) ৷

এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে আশঙ্কা ও তাকে কেন্দ্র করে বিভিন্ন মিমের বন্যা ৷ তাহলে কী বন্ধ হয়ে যাবে টুইটার! দেহ রাখতে চলেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি ৷ এই নিয়ে শুক্রবার সকাল থেকে উথাল-পাথাল নেট দুনিয়া ৷ পরিস্থিতি এমন যে টুইটারেই ট্রেন্ড করছে রিপ টুইটার, গুডবাই টুইটারের মতো হ্যাসট্যাগগুলি (Rip twitter trends on twitter) ৷ যদিও এর পালটা দিতে নিজেও একটি ছবি পোস্ট করেছেন মাস্ক (Elon Musk hits back as RIP Twitter trends)৷

আরও পড়ুন: টুইটার কর্মীদের চাকরির ভাগ্য নির্ধারণের ডেডলাইন বেঁধে দিলেন মাস্ক

সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে প্রকাশ্যে ডোন্ট কেয়ার মনোভাবই দেখাচ্ছেন ইলন মাস্ক (Musk on twitter layoffs) ৷ কিন্তু ভিতরে ভিতরে তিনি ও তাঁর পরামর্শদাতারা বৈঠক শুরু করেছেন কর্মীদের একাংশের সঙ্গে ৷ এরই মধ্যে সোমবার পর্যন্ত দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷

  • guys don't worry, if twitter shuts down you can still boycott us on insta 🙈

    — zomato (@zomato) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এসবের মাঝেই বিভিন্ন মজাদার পোস্ট ও মিম চোখে পড়ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ৷ ফুড ডেলিভারি সংস্থা সুইগি যেমন লিখেছে, "যদি টুইটার আপনাদের আর খাওয়াতে না-পারে, আমরা খাওয়াব ৷" জোম্যাটো লিখেছে, "চিন্তা করবেন না, যদি টুইটার বন্ধও হয়ে যায় তাহলেও আপনারা সুযোগ পাবেন ইনস্টাগ্রামে আমাদের বয়কট করার ৷"

  • if twitter can't feed you anymore, we will 🫂

    — Swiggy (@Swiggy) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 18 নভেম্বর: একটি নির্দেশ এবং সেই নির্দেশের প্রেক্ষিতে কর্মচারীদের প্রতিবাদী সিদ্ধান্ত ৷ আর তার জেরেই খোদ নিজেকে নিয়েই মিম বন্যায় ভাসছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার ৷ কয়েক ঘণ্টা আগেই ডেডলাইন বেঁধে কার্যত হুমকির সুরে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ই-মেইল পাঠিয়েছেন সংস্থার কর্মীদের ৷ সেখানে বক্তব্য স্পষ্ট, নতুন টুইটার তৈরির জন্য প্রবল চাপের মধ্যে দীর্ঘ সময় কাজ করতে হবে কর্মীদের, যাঁরা তাতে রাজি নন তাঁদের তিন মাসের বিচ্ছেদ নোটিশ ধরানো হবে (Twitter employees layoffs) ৷ বার্তা স্পষ্ট, হয় অতিরিক্ত পরিশ্রম কর, নয় ইস্তফা দাও ৷ এরপরেই গণ ইস্তফা দিতে শুরু করেছেন টুইটারের কর্মীরা (twitter employees mass resignation) ৷ স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব পড়তে চলেছে টুইট পরিষেবায় (employees quit from twitter) ৷

এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে আশঙ্কা ও তাকে কেন্দ্র করে বিভিন্ন মিমের বন্যা ৷ তাহলে কী বন্ধ হয়ে যাবে টুইটার! দেহ রাখতে চলেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি ৷ এই নিয়ে শুক্রবার সকাল থেকে উথাল-পাথাল নেট দুনিয়া ৷ পরিস্থিতি এমন যে টুইটারেই ট্রেন্ড করছে রিপ টুইটার, গুডবাই টুইটারের মতো হ্যাসট্যাগগুলি (Rip twitter trends on twitter) ৷ যদিও এর পালটা দিতে নিজেও একটি ছবি পোস্ট করেছেন মাস্ক (Elon Musk hits back as RIP Twitter trends)৷

আরও পড়ুন: টুইটার কর্মীদের চাকরির ভাগ্য নির্ধারণের ডেডলাইন বেঁধে দিলেন মাস্ক

সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে প্রকাশ্যে ডোন্ট কেয়ার মনোভাবই দেখাচ্ছেন ইলন মাস্ক (Musk on twitter layoffs) ৷ কিন্তু ভিতরে ভিতরে তিনি ও তাঁর পরামর্শদাতারা বৈঠক শুরু করেছেন কর্মীদের একাংশের সঙ্গে ৷ এরই মধ্যে সোমবার পর্যন্ত দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷

  • guys don't worry, if twitter shuts down you can still boycott us on insta 🙈

    — zomato (@zomato) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এসবের মাঝেই বিভিন্ন মজাদার পোস্ট ও মিম চোখে পড়ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ৷ ফুড ডেলিভারি সংস্থা সুইগি যেমন লিখেছে, "যদি টুইটার আপনাদের আর খাওয়াতে না-পারে, আমরা খাওয়াব ৷" জোম্যাটো লিখেছে, "চিন্তা করবেন না, যদি টুইটার বন্ধও হয়ে যায় তাহলেও আপনারা সুযোগ পাবেন ইনস্টাগ্রামে আমাদের বয়কট করার ৷"

  • if twitter can't feed you anymore, we will 🫂

    — Swiggy (@Swiggy) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Nov 18, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.