নয়াদিল্লি, 17 অগস্ট: তিনি এলন মাস্ক । তিনি দুনিয়ার সবেচেয়ে বিত্তশালী ব্যক্তি। আর তিনি মানেই খবেরের ঘনঘটা । তিনি মানেই তরজা এবং পালটা তরজা । সেভাবেই আচমকা বুধবার সকালে 'বড় ঘোষণা' করলেন এলন মাস্ক (Elon Musk surprised everyone with his tweet)। টুইটারে তিনি লেখেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন। তবে অন্য একটি উত্তর দিতে গিয়ে নিজেই জানান, টুইটারে তাঁর ম্যাঞ্চেস্টার ইুনাইটেড (Manchester United) কিনে নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই মজা করছেন অনেকে । তিনিও তাতে সামিল হলেন । পাশাপাশি এলন মাস্ক স্পষ্ট করে দেন তিনি কোনও ক্লাব কিনছেন না ।
-
Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022
তবে এই বক্তব্য জানার আগে পর্যন্ত মাস্কের ঘোষণা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায় । সিআর সেভেনের (Cristiano Ronaldo ) ক্লাবের মালিক হতে চলেছেন বিশ্বের সবচেয়ে ধোনি ব্যক্তি - এনিয়েই তুনুল চর্চা শুরু হয়ে যায় । তবে অলপ সময়ের মধ্যেই স্পষ্ট হয় গোটা বিষয়টি ।
-
No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.
— Elon Musk (@elonmusk) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.
— Elon Musk (@elonmusk) August 17, 2022No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.
— Elon Musk (@elonmusk) August 17, 2022
আরও পড়ুন: টুইটার কর্তাকে 'সতর্ক' করে মেসেজ পাঠিয়েছিলেন ইলন মাস্ক ! দাবি সূত্রের
ম্যাঞ্চেস্টারকে নিয়ে টুইট করার আগে বেশ কয়েকটি রাজনৈতিক বিষয়ে সরব হন তিনি । আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুটি দলকেই সমানভাবে সমর্থন করেন এমন কথাও জানান তিনি । এরই মধ্যে আচমকা ম্যাঞ্চেস্টারের কথাও লিখে দেন । প্রথমটায় অনেকেই বুঝতে পারেননি । শেষমেশ বোঝা যায় নিছক মজা করছেন এলন মাস্ক । আর তখন থেকেই প্রতিক্রিয়ায় কার্যত ভেসে যাচ্ছে নেট দুনিয়া ।
এই প্রথম নয়, এর আগেও নানা রকমেক বিষয়ে টুইট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। এবারও তাঁকে নয়ে তরজা চরমে উঠল । তবে অল্প সময়ের মধ্যেই ভুল ভাঙালেন নিজেই ।