ETV Bharat / international

ইকুয়েডরের জেল থেকে নিখোঁজ দুষ্কৃতী দলের নেতা ফিটো, জরুরি অবস্থা জারি - Jose Adolfo Macias

Macias Villamar: ইকুয়েডরের দুষ্কৃতী গ্যাংয়ের নেতা হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ভিলামার গত রবিবার জেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ তার পর দক্ষিণ আমেরিকার ওই দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার ৷ ভিলামারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

Macias Villamar
Macias Villamar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 1:32 PM IST

কুইটো (ইকুয়েডর), 11 জানুয়ারি: জেল থেকে নিখোঁজ ইকুয়েডরের এক গ্য়াং লিডার হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ভিলামার ৷ গাড়ি বোমা বিস্ফোরণ, অপহরণ, হত্যা ও মাদক পরিষেবা জন্য 2011 সাল থেকে সে জেলে ছিল ৷ তাকে আদালত 34 বছরের কারাদণ্ড দিয়েছিল ৷ সে যে গ্যাংয়ের নেতা, তার নাম লস চোনেরোস ৷

রবিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সে নিখোঁজ হয়ে যাওয়ার পর ইকুয়েডর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ৷ জেলে সেনাও পাঠিয়েছে ৷ এদিকে ভিলামার নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসার পর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ আমেরিকার ওই দেশে ৷ অন্তত 30টি হামলার ঘটনার অভিযোগ সামনে এসেছে ৷ গুয়াকিলের একটি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছে বলে অভিযোগ ৷ সেই হামলার দৃশ্য ওই চ্যানেলের লাইভ টেলিকাস্টের সময় দেখা গিয়েছে ৷

হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ভিলামার, ফিটো নামে পরিচিত৷ বয়স 44 ৷ ইকুয়েডরের মানাবি প্রদেশের একটি উপকূলীয় শহর মান্তায় তার জন্ম ৷ সেখানেই লস চোনেরোসের নেতা হিসেবে তার পরিচিত গড়ে ওঠে ৷ তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে ৷ ইকুয়েডরের বিচার বিভাগে থাকা তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই, খুন, অবৈধ কাজ, সংগঠিত অপরাধ, অস্ত্র রাখা, হামলা-সহ 30টি গুরুতর অভিযোগ রয়েছে । যদিও তার মা মারিসোল ভিলিমার মনে করেন যে ফিটো নির্দোষ ৷

ফিটো যে গ্যাংয়ের নেতা, আগে সেই গ্যাংয়ের বস ছিলেন হোসে লুইস জামব্রানো ওরফে রাসকুইনা ৷ 2020 সালের ডিসেম্বরে তিনি মারা যান ৷ তার পর ফিটো আর জুনিয়র রোলডান এই গ্যাংয়ের সর্বেসর্বা হয়ে ওঠেন ৷ কিন্তু পরে খুন হতে হয়ে রোলডানকে ৷ সেই থেকে ফিটোই লস চোনেরোসের নেতা ৷ ওই গ্যাংয়ে ইকুয়েডর সরকার জঙ্গি সংগঠন বলেও ঘোষণা করেছে ৷

জেলে থাকলেও সেখানে বিলাসবহুল পরিষেবা পেত ফিটো ৷ এই নিয়ে সম্প্রতি প্রশ্নও তুলেছিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ৷ কিন্তু তার পরও জেলের ভেতর থেকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করা, জেলের দেওয়ালে নিজের ম্যুরাল আঁকানো, জেলে বসেই আনন্দ-উৎসব পালন, কোনও কিছুই বাদ রাখেনি ফিটো ৷ তাছাড়া ইকুয়েডরের বাসিন্দাদের জন্য তিনি সেখান থেকে নানা বার্তা দিতেন ৷ গত জুলাইয়ে তিনি শেষবার এমন বার্তা দিয়েছিলেন ৷

এর আগে 2013 সালেও একবার জেল থেকে পালিয়েছিল ফিটো ৷ পরে তাকে ধরা হয়৷ এবার অবশ্য ইকুয়েডর প্রশাসন স্বীকার করেনি যে সে জেল থেকে পালিয়েছে ৷ বলা হচ্ছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফোরণে মৃত 5
  2. ইরানে জোড়া বিস্ফোরণ মৃত শতাধিক! তেহরান থেকে কয়েকশো কিমি দূরে নাশকতা
  3. মহিলা বন্দিদের উপর ভয়াবহ যৌন নির্যাতন হামাসের, দাবি মার্কিন রিপোর্টের

কুইটো (ইকুয়েডর), 11 জানুয়ারি: জেল থেকে নিখোঁজ ইকুয়েডরের এক গ্য়াং লিডার হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ভিলামার ৷ গাড়ি বোমা বিস্ফোরণ, অপহরণ, হত্যা ও মাদক পরিষেবা জন্য 2011 সাল থেকে সে জেলে ছিল ৷ তাকে আদালত 34 বছরের কারাদণ্ড দিয়েছিল ৷ সে যে গ্যাংয়ের নেতা, তার নাম লস চোনেরোস ৷

রবিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সে নিখোঁজ হয়ে যাওয়ার পর ইকুয়েডর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ৷ জেলে সেনাও পাঠিয়েছে ৷ এদিকে ভিলামার নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসার পর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ আমেরিকার ওই দেশে ৷ অন্তত 30টি হামলার ঘটনার অভিযোগ সামনে এসেছে ৷ গুয়াকিলের একটি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছে বলে অভিযোগ ৷ সেই হামলার দৃশ্য ওই চ্যানেলের লাইভ টেলিকাস্টের সময় দেখা গিয়েছে ৷

হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ভিলামার, ফিটো নামে পরিচিত৷ বয়স 44 ৷ ইকুয়েডরের মানাবি প্রদেশের একটি উপকূলীয় শহর মান্তায় তার জন্ম ৷ সেখানেই লস চোনেরোসের নেতা হিসেবে তার পরিচিত গড়ে ওঠে ৷ তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে ৷ ইকুয়েডরের বিচার বিভাগে থাকা তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই, খুন, অবৈধ কাজ, সংগঠিত অপরাধ, অস্ত্র রাখা, হামলা-সহ 30টি গুরুতর অভিযোগ রয়েছে । যদিও তার মা মারিসোল ভিলিমার মনে করেন যে ফিটো নির্দোষ ৷

ফিটো যে গ্যাংয়ের নেতা, আগে সেই গ্যাংয়ের বস ছিলেন হোসে লুইস জামব্রানো ওরফে রাসকুইনা ৷ 2020 সালের ডিসেম্বরে তিনি মারা যান ৷ তার পর ফিটো আর জুনিয়র রোলডান এই গ্যাংয়ের সর্বেসর্বা হয়ে ওঠেন ৷ কিন্তু পরে খুন হতে হয়ে রোলডানকে ৷ সেই থেকে ফিটোই লস চোনেরোসের নেতা ৷ ওই গ্যাংয়ে ইকুয়েডর সরকার জঙ্গি সংগঠন বলেও ঘোষণা করেছে ৷

জেলে থাকলেও সেখানে বিলাসবহুল পরিষেবা পেত ফিটো ৷ এই নিয়ে সম্প্রতি প্রশ্নও তুলেছিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ৷ কিন্তু তার পরও জেলের ভেতর থেকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করা, জেলের দেওয়ালে নিজের ম্যুরাল আঁকানো, জেলে বসেই আনন্দ-উৎসব পালন, কোনও কিছুই বাদ রাখেনি ফিটো ৷ তাছাড়া ইকুয়েডরের বাসিন্দাদের জন্য তিনি সেখান থেকে নানা বার্তা দিতেন ৷ গত জুলাইয়ে তিনি শেষবার এমন বার্তা দিয়েছিলেন ৷

এর আগে 2013 সালেও একবার জেল থেকে পালিয়েছিল ফিটো ৷ পরে তাকে ধরা হয়৷ এবার অবশ্য ইকুয়েডর প্রশাসন স্বীকার করেনি যে সে জেল থেকে পালিয়েছে ৷ বলা হচ্ছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফোরণে মৃত 5
  2. ইরানে জোড়া বিস্ফোরণ মৃত শতাধিক! তেহরান থেকে কয়েকশো কিমি দূরে নাশকতা
  3. মহিলা বন্দিদের উপর ভয়াবহ যৌন নির্যাতন হামাসের, দাবি মার্কিন রিপোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.