মস্কো, 15 সেপ্টেম্বর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ 2018 সালের ওই অনুষ্ঠানে পুতিনের সঙ্গে কোমরও দুলিয়েছিলেন তিনি ৷ এবার তল্পিতল্পা গুটিয়ে রাশিয়াতেই চলে গেলেন অস্ট্রিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসেল ৷ তিনি জানিয়েছেন, একটি থিঙ্কট্যাঙ্ক স্থাপন করতে সেন্ট পিটার্সবার্গে চলে গিয়েছেন তিনি ।
58 বছর বয়সি রাজনীতিবিদ বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তাঁর ঠিকানা বদলের কথা ঘোষণা করেন ৷ নেইসেল জানিয়েছেন তাঁর পনি (ছোট ঘোড়া) সিরিয়া থেকে রাশিয়ান সামরিক বিমানে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির নেইসেল 2017 থেকে 2019 সাল পর্যন্ত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন । সেই সময়ে অস্ট্রিয়ান এবং জার্মান মিডিয়ায় তাঁর রুশপন্থী মতামতের জন্য বারবার সমালোচিত হয়েছিলেন। দেশের প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তাঁর মেয়ে ইউলিয়াকে গ্রেট ব্রিটেনে বিষপ্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে ৷ তার কয়েকমাস পরেই পুতিনের সঙ্গে তাঁর নাচ জনসমক্ষে আসে ।
নেইসেল তাঁর পোস্টে লেখেন, তিনি তাঁর বই, জামাকাপড় এবং পনিগুলিকে গত বছরের জুন মাসেই মার্সেই থেকে বৈরুতে সরিয়ে নিয়েছিলেন ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পরে তাঁকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়েছিল। এই সপ্তাহের শুরুর দিকে পূর্ব রাশিয়ান শহর ভ্লাদিভোস্টকের পূর্ব অর্থনৈতিক ফোরামে, নেইসেল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, তিনি সেন্ট পিটার্সবার্গে স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত একটি থিঙ্কট্যাঙ্ক গোর্কি সেন্টার স্থাপন করেছেন ।
নেইসেল টেলিগ্রামে লেখেন, অস্ট্রিয়া এবং জার্মানিতে অর্থনৈতিক সংকটের বাইরে দৃশ্যত কিছুই চলছে না ৷ অস্ট্রিয়া থেকে যে ঘৃণা ছড়ায় তা কেবল আমাকেই অবাক করে না । রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে একটি সাক্ষাত্কারে নেইসেল বলেন, প্রচুর কাগজপত্র বদলানোর কারণে রাশিয়ায় চলে যাওয়া সহজ নয় ৷ তবে তিনি ইতিমধ্যেই সেন্ট পিটার্সবার্গে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন ।
আরও পড়ুন: মোদির নেতৃত্বে ভারতের দেশীয় প্রযুক্তির প্রচার সঠিক সিদ্ধান্ত, মত পুতিনের