ETV Bharat / international

Rishi Sunak Core Committee: সুনাকের কোর কমিটিতে বিহারের প্রজ্জ্বল, গর্বিত জামাপুর গ্রাম

ঋষি সুনাকের ভারতীয় যোগসূত্র খুঁজতে ব্যস্ত দেশ ৷ সেই সময় তাঁর কোর কমিটিতেই সন্ধান মিলল এক ভারতীয়র ৷ তিনি বিহারের বাসিন্দা (Bihar resident in Rishi Sunak Core Committee) ৷

Rishi Sunak
ETV Bharat
author img

By

Published : Oct 28, 2022, 10:47 AM IST

সিওয়ান, 28 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক ৷ ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ কতটা, তা নিয়ে জোর চর্চা চলছে ৷ বহু ভারতীয় তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গর্বিত ৷ সম্পর্কে তিনি আবার ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির জামাই ৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ পাশাপাশি এশীয় হিসেবেও তিনি প্রথম প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন ।

এদিকে তাঁর কোর কমিটিতে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত ৷ বিহারের জামাপুর গ্রামের জিরাদেই ব্লকের বাসিন্দা প্রজ্জ্বল পাণ্ডা (Indian-origin boy Prajwal Pandey) ৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোর কমিটির সদস্য ৷ মাত্র 16 বছর বয়সে প্রজ্জ্বল ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে যোগ দেন ৷ 2019 সালে ব্রিটেনের ইউথ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিললেন বিহারের এই বাসিন্দা ৷ সেখানে প্রথম বার বক্তৃতাও দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: ঋষির সঙ্গে ফোনালাপ, একত্রে চলার বার্তা দিয়ে টুইট নমো'র

প্রজ্জ্বলের আত্মীয় বিনীত কুমার দ্বিবেদী জানান, প্রজ্জ্বল তাঁর গ্রামে আসেন ৷ সবার প্রতি একইরকম ভালোবাসা আর স্নেহ রয়েছে তাঁর ৷ প্রজ্জ্বল শুধুমাত্র গ্রামেরই নয়, সারা দেশের গর্ব ৷

24 অক্টোবর দীপাবলির দিনই ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৷ তাঁর আগে 45 দিনের জন্য এই পদে ছিলেন লিজ ট্রাস ৷ তিনি পদত্যাগ করেন ৷ প্রথা অনুযায়ী ঋষি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে টুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ৷

সিওয়ান, 28 অক্টোবর: ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক ৷ ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ কতটা, তা নিয়ে জোর চর্চা চলছে ৷ বহু ভারতীয় তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গর্বিত ৷ সম্পর্কে তিনি আবার ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির জামাই ৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ পাশাপাশি এশীয় হিসেবেও তিনি প্রথম প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন ।

এদিকে তাঁর কোর কমিটিতে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত ৷ বিহারের জামাপুর গ্রামের জিরাদেই ব্লকের বাসিন্দা প্রজ্জ্বল পাণ্ডা (Indian-origin boy Prajwal Pandey) ৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোর কমিটির সদস্য ৷ মাত্র 16 বছর বয়সে প্রজ্জ্বল ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে যোগ দেন ৷ 2019 সালে ব্রিটেনের ইউথ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিললেন বিহারের এই বাসিন্দা ৷ সেখানে প্রথম বার বক্তৃতাও দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: ঋষির সঙ্গে ফোনালাপ, একত্রে চলার বার্তা দিয়ে টুইট নমো'র

প্রজ্জ্বলের আত্মীয় বিনীত কুমার দ্বিবেদী জানান, প্রজ্জ্বল তাঁর গ্রামে আসেন ৷ সবার প্রতি একইরকম ভালোবাসা আর স্নেহ রয়েছে তাঁর ৷ প্রজ্জ্বল শুধুমাত্র গ্রামেরই নয়, সারা দেশের গর্ব ৷

24 অক্টোবর দীপাবলির দিনই ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৷ তাঁর আগে 45 দিনের জন্য এই পদে ছিলেন লিজ ট্রাস ৷ তিনি পদত্যাগ করেন ৷ প্রথা অনুযায়ী ঋষি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে টুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.