কোচবিহার, 13 অক্টোবর: বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি সীমান্তে দু'জনকে গ্রেফতার করে 40 নম্বর ব্যাটেলিয়নের গার্ডরা (Bangladeshi Painter Detain in Cooch Behar)। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা । পড়শি দেশের লালমনিরহাটের ওই বাসিন্দার নাম মহম্মদ রাজু (26)। অপরজনের নাম মহম্মদ জাবেদুল ৷ তার বাড়ি কোচবিহারের কুচলিবাড়ি এলাকাতে। সে অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজ করে।
বিএসএফ জানিয়েছে, গ্রেফতার বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, সে বেআইনিভাবে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং কেরালার এর্নাকুলাম জেলায় চিত্রশিল্পী হিসাবে কাজ করতে যাচ্ছিল । ধৃতদের কুচলিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে ।
প্রসঙ্গত, কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । এই দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া থাকলেও নদী ও সীমানাগত কিছু সমস্যার কারণে কিছু কিছু এলাকায় বেড়া নেই । আর এই সুযোগেই ওই এলাকা দিয়ে পাচারকার্য চালায় পাচারকারীরা। পাশাপাশি অবৈধভাবে মানুষও সীমান্ত পারাপার করে। ফলে সীমান্তে নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। পুজোর আগেও বেশকিছু বাংলাদেশি ধরা পড়েছিল মেখলিগঞ্জ (Mekhliganj) মহকুমায়। পুজোর পর এদিন আবার এক বাংলাদেশি যুবক ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: করিমগঞ্জ থেকে প্রায় 47 কোটির মাদক উদ্ধার বিএসএফ-অসম পুলিশের