ETV Bharat / international

Bangladesh Padma Bridge : ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দিলেন শেখ হাসিনা - ঢাকা কলকাতা যাতায়াত

দেশভাগের স্মৃতি যাঁদের এখনও তাড়া করে, তাঁদের জন্য সুখবর ৷ পদ্মাপারে যেতে এখন আরও কম সময় লাগবে ৷ পদ্মা নদীর উপর সেতু তৈরি করেছে শেখ হাসিনা সরকার ৷ অত্যাধুনিক এই সেতুতে 4টি লেন থাকবে (Bangladesh Padma Brige) ৷

Bangladesh Padma Bridge
বাংলাদেশে পদ্মা সেতু
author img

By

Published : Jun 25, 2022, 11:25 AM IST

Updated : Jun 25, 2022, 3:29 PM IST

ঢাকা, 25 জুন : আরও কমছে ভারত-বাংলাদেশ দূরত্ব ৷ বলা ভাল গঙ্গা আর পদ্মার মধ্যে ৷ আজ পদ্মা নদীতে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই উপলক্ষ্যে সকাল থেকে বহু মানুষ সমাবেশ করছেন, যা কার্যত উৎসবে পরিণত হয়েছে (Bangladesh PM Sheikh Hasina inaugurates Padma Bridge over Padma river) ৷

সরকারি সূত্র অনুযায়ী, শনিবার সকাল 10 টা নাগাদ তিনি পুরোনো বিমানবন্দর তেজগাঁও থেকে রওনা দিয়ে সেতুর শেষ প্রান্ত মাওয়াতে পৌঁছেছেন ৷ এই সেতু উদ্বোধনের সাক্ষী থাকতে প্রায় 3 হাজার বিশিষ্টজনেদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ভারতীয় দূতাবাস প্রধানমন্ত্রী হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে একে অভিনব সাফল্য বলে উল্লেখ করেছে ৷ উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "দুনিয়ার আমরা প্রমাণ করেছি যে 'আমরা পারি' ৷ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি ৷" পদ্মা সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম টোল দিয়ে সেতু পারাপার করলেন ৷

  • Felicitations to Government & people of Bangladesh🇧🇩 on completion of the landmark Padma Bridge project, from India🇮🇳!

    A testament to far sighted leadership of H.E. Sheikh Hasina, Hon’ble Prime Minister of🇧🇩

    Press Release: https://t.co/APctIde5QA @MEAIndia @BDMOFA @albd1971

    — India in Bangladesh (@ihcdhaka) June 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

পদ্মা নদীর উপর এই সেতু নিয়ে রইল কিছু তথ্য :

  • এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ৷ রেল ও সড়কপথে যাতায়াতের জন্য এতে চারটি লেন রয়েছে ৷ এই ব্রিজ তৈরিতে বাংলাদেশ সরকার 30,193.6 কোটি বাংলাদেশি টাকা (360 কোটি মার্কিন ডলার) ৷
  • ব্রিজটি তৈরি করেছে চিনের রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ (Railway Major Engineering Group, RMBEG) ৷ চিন সরকারের দাবি, তাদের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর (Belt and Road Initiative, BRI) অংশ এই পদ্মা সেতু ৷ যদিও শুক্রবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিআরআই-এর সঙ্গে এই সেতুর কোনও সম্পর্ক নেই ৷ তারা জোর দিয়ে জানিয়েছে, পদ্মা নদীর উপর এই সেতু তৈরিতে কোনও বিদেশি নেই ৷
  • বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের 19 টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সংযুক্ত করবে এই সেতু ৷ এছাড়া দেশের অন্য অংশগুলিতেও যাতায়াতের সুবিধে হবে ৷
  • এমনকী ঢাকা-কলকাতা যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে ৷ পদ্মা সেতু দিয়ে ভারত-বাংলাদেশে রেলপথে সময় আরও কমবে ৷

ঢাকা, 25 জুন : আরও কমছে ভারত-বাংলাদেশ দূরত্ব ৷ বলা ভাল গঙ্গা আর পদ্মার মধ্যে ৷ আজ পদ্মা নদীতে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই উপলক্ষ্যে সকাল থেকে বহু মানুষ সমাবেশ করছেন, যা কার্যত উৎসবে পরিণত হয়েছে (Bangladesh PM Sheikh Hasina inaugurates Padma Bridge over Padma river) ৷

সরকারি সূত্র অনুযায়ী, শনিবার সকাল 10 টা নাগাদ তিনি পুরোনো বিমানবন্দর তেজগাঁও থেকে রওনা দিয়ে সেতুর শেষ প্রান্ত মাওয়াতে পৌঁছেছেন ৷ এই সেতু উদ্বোধনের সাক্ষী থাকতে প্রায় 3 হাজার বিশিষ্টজনেদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ভারতীয় দূতাবাস প্রধানমন্ত্রী হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে একে অভিনব সাফল্য বলে উল্লেখ করেছে ৷ উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "দুনিয়ার আমরা প্রমাণ করেছি যে 'আমরা পারি' ৷ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি ৷" পদ্মা সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম টোল দিয়ে সেতু পারাপার করলেন ৷

  • Felicitations to Government & people of Bangladesh🇧🇩 on completion of the landmark Padma Bridge project, from India🇮🇳!

    A testament to far sighted leadership of H.E. Sheikh Hasina, Hon’ble Prime Minister of🇧🇩

    Press Release: https://t.co/APctIde5QA @MEAIndia @BDMOFA @albd1971

    — India in Bangladesh (@ihcdhaka) June 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

পদ্মা নদীর উপর এই সেতু নিয়ে রইল কিছু তথ্য :

  • এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ৷ রেল ও সড়কপথে যাতায়াতের জন্য এতে চারটি লেন রয়েছে ৷ এই ব্রিজ তৈরিতে বাংলাদেশ সরকার 30,193.6 কোটি বাংলাদেশি টাকা (360 কোটি মার্কিন ডলার) ৷
  • ব্রিজটি তৈরি করেছে চিনের রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ (Railway Major Engineering Group, RMBEG) ৷ চিন সরকারের দাবি, তাদের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর (Belt and Road Initiative, BRI) অংশ এই পদ্মা সেতু ৷ যদিও শুক্রবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিআরআই-এর সঙ্গে এই সেতুর কোনও সম্পর্ক নেই ৷ তারা জোর দিয়ে জানিয়েছে, পদ্মা নদীর উপর এই সেতু তৈরিতে কোনও বিদেশি নেই ৷
  • বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের 19 টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সংযুক্ত করবে এই সেতু ৷ এছাড়া দেশের অন্য অংশগুলিতেও যাতায়াতের সুবিধে হবে ৷
  • এমনকী ঢাকা-কলকাতা যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে ৷ পদ্মা সেতু দিয়ে ভারত-বাংলাদেশে রেলপথে সময় আরও কমবে ৷
Last Updated : Jun 25, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.