ETV Bharat / international

Anju-Nasrullah Marriage: অঞ্জু এখন ফতিমা, ভারতে ফেরা নিয়ে ভিডিয়ো বার্তায় বড় দাবি স্বামী নাসরুল্লাহর - ভিডিয়ো বার্তায় বড় দাবি স্বামী নাসরুল্লাহর

ফেসবুকের বন্ধুকে বিয়ে করতে রাজস্থানের আলওয়াল থেকে পাকিস্তানে গিয়েছিলেন অঞ্জু ৷ ইসলাম ধর্ম গ্রহণ করে তিনিই এখন ফতিমা ৷ নাসরুল্লাহর সঙ্গে বিয়েও সেরেছেন ৷ অঞ্জু কি ভারতে ফিরবেন ?

ETV Bharat
অঞ্জু ওরফে ফতিমা এবং স্বামী নাসরুল্লাহ
author img

By

Published : Aug 9, 2023, 8:13 AM IST

Updated : Aug 9, 2023, 8:34 AM IST

আলওয়ার ও ইসলামাবাদ, 9 অগস্ট: এক বছর পাকিস্তানেই থাকতে পারবেন অঞ্জু ৷ সোমবার তাঁর দ্বিতীয় স্বামী নাসরুল্লাহ একটি ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে দাঁড়িয়ে একটি ভিডিয়োটি শ্যুট করেন ৷ প্রতিবেশী রাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রকে তিনি স্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন ৷ তা মঞ্জুর করবে সরকার, নিশ্চিত নাসরুল্লাহ ৷

20 জুলাই প্রেমের টানে রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানে রওনা দেন অঞ্জু ৷ 2019 সালে সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় পাকিস্তানের পাখতুনখোওয়া নিবাসী নাসরুল্লাহর ৷ পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ প্রেমিকের জন্য অঞ্জু ভারত ছেড়ে আইনি পথে পাকিস্তানে যান ৷ তিনি বিবাহিত ৷ তাঁর দু'টি সন্তান আছে ৷ এই ঘটনায় দু'দেশের খবরের শিরোনামে উঠে আসেন রাজস্থানের অঞ্জু ৷ 21 জুলাই পাকিস্তানে পৌঁছন তিনি ৷ তাঁর ভিসার মেয়াদ ছিল 20 অগস্ট পর্যন্ত ৷

প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছনোর পর 25 জুলাই অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করে ফতিমা হন এবং প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করেন ৷ আপার দির আদালতে গিয়ে তাঁরা দু'জনে নিকাহ করেন বলে জানা গিয়েছে ৷ অঞ্জু ওরফে ফতিমার ভারতে ফিরে আসা নিয়ে বিস্তর জল্পনা চলেছে ৷ সোমবার নাসরুল্লাহ ভিডিয়ো বার্তায় তা স্পষ্ট করলেন ৷ তবে এখনও প্রয়োজনীয় কাগজপত্র অঞ্জু ওরফে ফতিমা ও স্বামী নাসরুল্লাহ হাতে পাননি বলেই জানা গিয়েছে ৷ অঞ্জু-নাসরুল্লাহর গাঁটছড়া বাঁধার ঘটনায় পাকিস্তানে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অঞ্জু তথা ফতিমা ৷ তিনি পাকিস্তানে অসংখ্য উপহারও পেয়েছেন ৷ দু'জনের বিয়ের শ্যুটিংয়ের একটি ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

অন্যদিকে, অঞ্জুর স্বামী অরবিন্দের অভিযোগ, স্ত্রী তাঁকে ও দুই সন্তানকে না-জানিয়ে পাকিস্তানে গিয়েছেন ৷ অরবিন্দ তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন ৷ তাঁর আশঙ্কা, অঞ্জু ও নাসরুল্লাহ তাঁকে হত্যা করতে পারে ৷ অঞ্জুর দু'টি বিয়ে নিয়েও অভিযোগ করেন তিনি ৷ এছাড়া স্বামীর আরও দাবি, শিশুদের জোর করে পাকিস্তানে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন অঞ্জু ৷ এফআইআরে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ তাই এখন ভারতে এলে অঞ্জু ওরফে ফতিমাকে আইনি জেরার মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ ৷

আলওয়ার ও ইসলামাবাদ, 9 অগস্ট: এক বছর পাকিস্তানেই থাকতে পারবেন অঞ্জু ৷ সোমবার তাঁর দ্বিতীয় স্বামী নাসরুল্লাহ একটি ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে দাঁড়িয়ে একটি ভিডিয়োটি শ্যুট করেন ৷ প্রতিবেশী রাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রকে তিনি স্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন ৷ তা মঞ্জুর করবে সরকার, নিশ্চিত নাসরুল্লাহ ৷

20 জুলাই প্রেমের টানে রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানে রওনা দেন অঞ্জু ৷ 2019 সালে সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় পাকিস্তানের পাখতুনখোওয়া নিবাসী নাসরুল্লাহর ৷ পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ প্রেমিকের জন্য অঞ্জু ভারত ছেড়ে আইনি পথে পাকিস্তানে যান ৷ তিনি বিবাহিত ৷ তাঁর দু'টি সন্তান আছে ৷ এই ঘটনায় দু'দেশের খবরের শিরোনামে উঠে আসেন রাজস্থানের অঞ্জু ৷ 21 জুলাই পাকিস্তানে পৌঁছন তিনি ৷ তাঁর ভিসার মেয়াদ ছিল 20 অগস্ট পর্যন্ত ৷

প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছনোর পর 25 জুলাই অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করে ফতিমা হন এবং প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করেন ৷ আপার দির আদালতে গিয়ে তাঁরা দু'জনে নিকাহ করেন বলে জানা গিয়েছে ৷ অঞ্জু ওরফে ফতিমার ভারতে ফিরে আসা নিয়ে বিস্তর জল্পনা চলেছে ৷ সোমবার নাসরুল্লাহ ভিডিয়ো বার্তায় তা স্পষ্ট করলেন ৷ তবে এখনও প্রয়োজনীয় কাগজপত্র অঞ্জু ওরফে ফতিমা ও স্বামী নাসরুল্লাহ হাতে পাননি বলেই জানা গিয়েছে ৷ অঞ্জু-নাসরুল্লাহর গাঁটছড়া বাঁধার ঘটনায় পাকিস্তানে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অঞ্জু তথা ফতিমা ৷ তিনি পাকিস্তানে অসংখ্য উপহারও পেয়েছেন ৷ দু'জনের বিয়ের শ্যুটিংয়ের একটি ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

অন্যদিকে, অঞ্জুর স্বামী অরবিন্দের অভিযোগ, স্ত্রী তাঁকে ও দুই সন্তানকে না-জানিয়ে পাকিস্তানে গিয়েছেন ৷ অরবিন্দ তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন ৷ তাঁর আশঙ্কা, অঞ্জু ও নাসরুল্লাহ তাঁকে হত্যা করতে পারে ৷ অঞ্জুর দু'টি বিয়ে নিয়েও অভিযোগ করেন তিনি ৷ এছাড়া স্বামীর আরও দাবি, শিশুদের জোর করে পাকিস্তানে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন অঞ্জু ৷ এফআইআরে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ তাই এখন ভারতে এলে অঞ্জু ওরফে ফতিমাকে আইনি জেরার মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ ৷

Last Updated : Aug 9, 2023, 8:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.