নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জি-20 বৈঠকে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে সরাসরি লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান বাইডেন ৷
এ নিয়ে এক্সে (টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত ৷ তিনি 7, লোক কল্য়াণ মার্গে এসেছেন ৷ আমাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে ৷ ভারত ও আমেরিকার মানুষের মধ্যে যোগাযোগ, দু'দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে ৷ আমাদের দু'টি দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ৷ এই সম্পর্ক বিশ্বের কল্যাণে একটা বড় ভূমিকা নেবে ৷"
50 মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেন নরেন্দ্র মোদি ও জো বাইডেন ৷ সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে ৷ আমেরিকা থেকে ড্রোন এবং জেট ইঞ্জিন আমদানি করতে পারে ভারত ৷ এছাড়া পারমাণবিক শক্তি, 6জি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি সংক্রান্ত বিষয়েও দুই দেশের মধ্যে কথা হয়েছে ৷
-
Prime Minister @narendramodi and @POTUS @JoeBiden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi.
— PMO India (@PMOIndia) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA. 🇮🇳 🇺🇸 pic.twitter.com/PWGBOZIwNT
">Prime Minister @narendramodi and @POTUS @JoeBiden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi.
— PMO India (@PMOIndia) September 8, 2023
Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA. 🇮🇳 🇺🇸 pic.twitter.com/PWGBOZIwNTPrime Minister @narendramodi and @POTUS @JoeBiden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi.
— PMO India (@PMOIndia) September 8, 2023
Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA. 🇮🇳 🇺🇸 pic.twitter.com/PWGBOZIwNT
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এটিই জো বাইডেনের প্রথম ভারত সফর ৷ শুক্রবার প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে বৈঠকের পর ভারত-আমেরিকা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ এবছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন ৷ সেবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ভারত-আমেরিকা যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের রাষ্ট্রনায়কেরা দ্বিপাক্ষিক সহযোগিতার স্থায়ী গতিকে স্বাগত জানিয়েছেন ৷ এই সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের বন্ধনের বিষয়গুলি রয়েছে ৷
চন্দ্রযান-3-এর সাফল্যে প্রেসিডেন্ট বাইডেন এদিন প্রধানমন্ত্রী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বিবৃতিতে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের চন্দ্রযান-3 সফল অবতরণ করেছে ৷ এই ঐতিহাসিক ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দুই দেশের মধ্যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও গভীর হয়েছে ৷
আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন বাইডেনের
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক আমেরিকার জেনারেল অ্যাটোমিক্সের থেকে 31টি এমকিউ-9বি যুদ্ধবিমান আমদানির জন্য লেটার অফ রিকোয়েস্ট পাঠিয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট এই চিঠিতে ছাড়পত্র জানানোকে স্বাগত জানিয়েছেন ৷ জিই এরোস্পেস এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচএএলের মধ্যে বাণিজ্যিক চুক্তি হওয়ার প্রক্রিয়া চলছে ৷ ভারতের এইচএএল জিই এফ-414 জেট ইঞ্জিন তৈরি করবে ৷