ETV Bharat / international

NASA Lunar Mission: লুনার মিশনের জন্য এক মহিলা ও এক কৃষ্ণাঙ্গ সহ চার মহাকাশচারীর নাম ঘোষণা নাসার

নাসা চারজন মহাকাশচারীর নাম জানিয়েছে যারা আগামী বছরের শেষের দিকে চাঁদের ঘুরবেন ৷ এই মহাকাশ অভিযান নাসার লুনার মিশনের অন্তর্ভুক্ত ৷ এই মিশনে প্রথমবার কোনও মহিলা ও কোনও প্রথম আফ্রিকান আমেরিকানকে নিযুক্ত করা হয়েছে ৷

NASA Lunar Mission
NASA Lunar Mission
author img

By

Published : Apr 4, 2023, 2:25 PM IST

হায়দরাবাদ, 4 এপ্রিল: লুনার মিশনের জন্য সোমবার নাসার তরফে চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এই চারজনের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ আর একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি রয়েছেন ৷ 50 বছরে এই প্রথমবার নাসা মহাকাশে তিনজন আমেরিকান ও একজন কানাডিয়ানকে পাঠাচ্ছে ৷ সোমবার হিউস্টনে একটি অনুষ্ঠানে ওই চারজনের নাম ঘোষণা করা হয় ৷ নাসার প্রশাসক বিল নেলসন এটাকে ‘হিউম্যানিটি ক্রু’ বলে উল্লেখ করেছেন ৷

2024 সালের শেষের দিকে কেনেডি স্পেস সেন্টার থেকে তাঁরা মহাকাশের উদ্দেশে রওনা দেবেন ৷ কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস লঞ্চ সিস্টেম রকেটের উপরে নাসার ওরিয়ন ক্যাপসুলে মহাকাশে যাবেন তাঁরা ৷ সেই সময় ওই ক্যাপসুল প্রথমবার মহাকাশচারীদের নিয়ে মহাকাশে যাবে ৷ এর আগে ফাঁকা ক্যাপসুল মহাকাশে পাঠিয়ে একবার মহড়া দিয়েছে নাসা ৷ নাসার তরফে জানা গিয়েছে, এই মহাকাশচারীরা মহাকাশযান নিয়ে চাঁদের কক্ষপথে যাবেন না, এমনকী চাঁদেও অবতরণ করবেন না ৷ শুধু চাঁদের চারপাশে ঘুরবেন ৷ তার পৃথিবীতে ফিরে আসবেন ৷

নাসার তরফে যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে, তাঁরা হলেন - রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসন ৷ রিড এই মিশনের কমান্ডারের ৷ তাঁর সঙ্গেই বাকি চারজন থাকবেন ৷ ভিক্টর আফ্রিকান-আমেরিকান নৌ বিমানচালক ৷ ক্রিস্টিনা বিশ্বের একমাত্র মহিলা যিনি দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড করেছেন ৷ জেরেমি কানাডার নাগরিক ৷ তিনি প্রাক্তন ফাইটার পাইলট এবং তিনি অন্য ক্রুদের একমাত্র স্পেস রুকি ৷

রিড, ভিক্টর ও ক্রিস্টিনা এর আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থেকেছেন ৷ এঁদের চারজনের বয়স 40-এর কোঠায় ৷ তাঁরা প্রত্যেকেই খুবই উত্তেজিত এই মহাকাশ সফরের জন্য ৷ জেরেমি নাসাকে ধন্যবাদ জানিয়েছেন কানাডাকে এই মিশনে অন্তর্ভুক্ত করার জন্য ৷

রবিবার ওই চার মহাকাশচারী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সোমবার তিনি এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, এই মহাকাশচারীরা আমেরিকা, কানাডা-সহ পুরো বিশ্বের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবেন ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

হায়দরাবাদ, 4 এপ্রিল: লুনার মিশনের জন্য সোমবার নাসার তরফে চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে ৷ এই চারজনের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ আর একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি রয়েছেন ৷ 50 বছরে এই প্রথমবার নাসা মহাকাশে তিনজন আমেরিকান ও একজন কানাডিয়ানকে পাঠাচ্ছে ৷ সোমবার হিউস্টনে একটি অনুষ্ঠানে ওই চারজনের নাম ঘোষণা করা হয় ৷ নাসার প্রশাসক বিল নেলসন এটাকে ‘হিউম্যানিটি ক্রু’ বলে উল্লেখ করেছেন ৷

2024 সালের শেষের দিকে কেনেডি স্পেস সেন্টার থেকে তাঁরা মহাকাশের উদ্দেশে রওনা দেবেন ৷ কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস লঞ্চ সিস্টেম রকেটের উপরে নাসার ওরিয়ন ক্যাপসুলে মহাকাশে যাবেন তাঁরা ৷ সেই সময় ওই ক্যাপসুল প্রথমবার মহাকাশচারীদের নিয়ে মহাকাশে যাবে ৷ এর আগে ফাঁকা ক্যাপসুল মহাকাশে পাঠিয়ে একবার মহড়া দিয়েছে নাসা ৷ নাসার তরফে জানা গিয়েছে, এই মহাকাশচারীরা মহাকাশযান নিয়ে চাঁদের কক্ষপথে যাবেন না, এমনকী চাঁদেও অবতরণ করবেন না ৷ শুধু চাঁদের চারপাশে ঘুরবেন ৷ তার পৃথিবীতে ফিরে আসবেন ৷

নাসার তরফে যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে, তাঁরা হলেন - রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসন ৷ রিড এই মিশনের কমান্ডারের ৷ তাঁর সঙ্গেই বাকি চারজন থাকবেন ৷ ভিক্টর আফ্রিকান-আমেরিকান নৌ বিমানচালক ৷ ক্রিস্টিনা বিশ্বের একমাত্র মহিলা যিনি দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড করেছেন ৷ জেরেমি কানাডার নাগরিক ৷ তিনি প্রাক্তন ফাইটার পাইলট এবং তিনি অন্য ক্রুদের একমাত্র স্পেস রুকি ৷

রিড, ভিক্টর ও ক্রিস্টিনা এর আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থেকেছেন ৷ এঁদের চারজনের বয়স 40-এর কোঠায় ৷ তাঁরা প্রত্যেকেই খুবই উত্তেজিত এই মহাকাশ সফরের জন্য ৷ জেরেমি নাসাকে ধন্যবাদ জানিয়েছেন কানাডাকে এই মিশনে অন্তর্ভুক্ত করার জন্য ৷

রবিবার ওই চার মহাকাশচারী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সোমবার তিনি এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, এই মহাকাশচারীরা আমেরিকা, কানাডা-সহ পুরো বিশ্বের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবেন ৷

আরও পড়ুন: ইতিহাস গড়ে নিরাপদে চাঁদ থেকে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.